Ajker Patrika

নারী ক্লাব ফুটবলের রাজত্ব এখন বার্সার

ক্রীড়া ডেস্ক
আপডেট : ১৩ ডিসেম্বর ২০২১, ১২: ৫৮
Thumbnail image

পুরুষদের ফুটবলে দাপট হারিয়ে এখন কোণঠাসা হয়ে পড়েছে বার্সেলোনা। তবে পুরুষ দলের ঠিক বিপরীত ছবি নারী দলে। গত মৌসুম দারুণভাবে রাঙিয়েছেন ন্যু ক্যাম্পের মেয়েরা। প্রথমবারের মতো ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের মুকুট উঠেছে বার্সার নারী দলের মাথায়। গত মৌসুমে অবশ্য বার্সার মেয়েদের উত্থানই শুধু দেখা যায়নি, ইউরোপের নারী ফুটবলের অন্য লিগেও নতুন শক্তির আবির্ভাব ঘটেছে।

ফ্রান্সে লিওঁর দাপটের ইতি টেনেছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি), জার্মানিতে ভলফসবুর্গকে মাটিতে নামিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বায়ার্ন মিউনিখের মেয়েরা। এমনকি ইউরোপের বাইরে মার্কিন যুক্তরাষ্ট্রেও বদলে গেছে ক্ষমতার মসনদ।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের ৮৩ জন বিচারক সম্প্রতি ২০২১ সালের সেরা ১০০ ফুটবলের তালিকা নির্বাচন করেছেন। যেখানে ৪৬ ভোট পেয়ে সেরা খেলোয়াড় হয়েছেন বার্সার ব্যালন ডি’অরজয়ী তারকা আলেক্সিসা পুতেয়াস। তালিকার দুই নম্বরে আছেন আর্সেনাল তারকা ভিভিয়ান্নে মিয়েডেমা। আর তিন নম্বরে সাবেক শীর্ষ তারকা চেলসির স্যাম কার।

ব্যক্তিগত দ্বৈরথের মতো দলীয় দ্বৈরথেও ছিল বার্সার দাপট। সেরা ১০০ জনে সর্বোচ্চ ১৩ ফুটবলার জায়গা পেয়েছেন বার্সেলোনা থেকে। সমান ১০ জন করে জায়গা পেয়েছে লিওঁ ও পিএসজি থেকে। আর্সেনাল ও চেলসি থেকে জায়গা পেয়েছেন ৯ নারী ফুটবলার। বায়ার্ন ও ম্যানচেস্টার সিটি থেকে জায়গা পেয়েছেন ৮ ও ৬ জন করে।

তবে দেশের হিসাবে ইউরোপিয়ান পরাশক্তিদের পেছনে ফেলেছে মার্কিন যুক্তরাষ্ট্র। তালিকার ১৫ জনই মার্কিনি। ফ্রান্সের ১২ জন আর ইংল্যান্ড, জার্মানি ও স্পেন থেকে ১০ জন করে এই তালিকায় জায়গা পেয়েছেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত