Ajker Patrika

দোকান ভাঙার অভিযোগ

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
আপডেট : ১২ ডিসেম্বর ২০২১, ১৬: ৪৮
Thumbnail image

পাইকগাছায় জমি দখলে ব্যর্থ হয়ে প্রতিপক্ষরা একটি দোকানঘর ভেঙে দিয়েছে বলে অভিযোগ উঠেছে।

গত শুক্রবার বিকেলে উপজেলার চাঁদখালী বাজারে ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় থানায় গতকাল শনিবার অভিযোগ দেওয়া হয়েছে।

অভিযোগে বিল্লাল বলেন, ‘সাবুদের ভাইয়ের জায়গা কিনে দোকান করছি, সেই শত্রুতার জেরে করে সাবুদ আলী ও তাঁর ছেলে আমার দোকানঘর ভেঙেছে।’

এ বিষয়ে সাবুদ আলী বলেন, ‘বিল্লালের দোকানের পেছনে আমাদের। তবে আমরা তাঁদের দোকানঘর ভাঙিনি। কে ভেঙেছে জানি না।’

পাইকগাছা থানার উপপুলিশ পরিদর্শক এস আই সুজিৎ ঘোষ জানান, এ ঘটনায় থানায় অভিযোগ হয়েছে। তদন্ত করে সত্যতা পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত