Ajker Patrika

সড়ক বাতি জ্বলে না

জকিগঞ্জ প্রতিনিধি
আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২২, ১২: ৫৩
Thumbnail image

বিদ্যুতের ওপর চাপ কমাতে জকিগঞ্জ পৌরসভা ও গ্রামাঞ্চলের গুরুত্বপূর্ণ স্থানে স্থাপন করা সৌর বাতির অধিকাংশই এখন অকেজো অবস্থায় রয়েছে। বাতিগুলো না জ্বলায় সুফল থেকে বঞ্চিত হচ্ছেন স্থানীয় বাসিন্দারা। সরকারের কোটি কোটি টাকা জলে গেছে বলে মনে করছেন তাঁরা।

খোঁজ নিয়ে জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে ঘরে ঘরে বিদ্যুৎ ও বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের গ্রামীণ অবকাঠামো সংস্কার ও রক্ষণাবেক্ষণ কর্মসূচির আওতায় জকিগঞ্জে কয়েক কোটি টাকা ব্যয়ে প্রায় ৪০০টি সৌরচালিত সড়ক বাতি বসানো হয়েছে। উপজেলার পৌরসভাসহ ৯টি ইউনিয়নের মসজিদ, মন্দির, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানসহ রাস্তাঘাট, হাট-বাজার ও জনগুরুত্বপূর্ণ স্থানে বাতিগুলো বসানো হয়েছে। প্রতিটি সৌরবাতির জন্য বরাদ্দ করা হয় ৫৬ হাজার ৪৯০ টাকা। ঠিকাদারি প্রতিষ্ঠান ‘ইডকল’ জকিগঞ্জে এ কাজ করেছে। প্রতিটি বাতির তিন বছরের ওয়ারেন্টি থাকলেও অধিকাংশ সড়কবাতি এখন অকেজো অবস্থায় রয়েছে।

ঘুরে দেখা গেছে, পৌরসভার কাস্টমসঘাট, মানিকপুরের ফুলতলী মাদ্রাসা এলাকা, সুলতানপুরের বাবুর বাজার, এহতেসামনগরসহ প্রায় সব বাতিই এখন অচল। যে কয়েকটা মিটিমিটি করে জ্বলে। তার আলোতে বাতির খুঁটিই ঠিকমতো দেখা যায় না।

এ বিষয়ে উপজেলা প্রকল্প কর্মকর্তা (পিআইও) আতাউর রহমান বলেন, সড়ক বাতিগুলো বসানোর প্রথম বছর কিছু কিছু মেরামত করা হয়েছিল। করোনার কারণে গত দুই বছর মেরামত কাজ আটকে আছে। প্রথম দিকে যেগুলো বসানো হয়েছিল সেগুলোর মেয়াদ শেষ হয়ে গেছে। ইতিপূর্বে দায়িত্বরত কর্মকর্তার সময়ে এ সড়ক বাতিগুলো বসানো হয়েছে। তবে ঠিকাদারি প্রতিষ্ঠানের জামানত এখনো তাঁদের কাছে রয়েছে। খোঁজ-খবর নিয়ে নষ্ট সড়ক বাতিগুলো মেরামত করার চেষ্টা করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত