Ajker Patrika

বাসায় বসে রোহিঙ্গাদের ভোটার করতেন বয়ান

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ০৬ মার্চ ২০২২, ০৯: ০৬
বাসায় বসে রোহিঙ্গাদের ভোটার করতেন বয়ান

চট্টগ্রামে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) জালিয়াতির ঘটনায় বয়ান উদ্দিন (২৮) নামের আরও এক ডেটা এন্ট্রি অপারেটরকে গ্রেপ্তার করেছে নগর পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট। পুলিশ বলছে, রোহিঙ্গাদের এনআইডি তৈরি করার ক্ষেত্রে বয়ানের সরাসরি সম্পৃক্ততা ছিল। এ মামলায় অভিযুক্ত অন্যতম আসামি জয়নালের সঙ্গে সরাসরি যোগাযোগ ছিল বয়ানের। তাঁর বাসায় বসে এসব অপকর্ম হয়েছিল।

গত শুক্রবার কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতবরবাড়ি এলাকা থেকে বয়ান উদ্দিনকে গ্রেপ্তারের পর এসব তথ্য জানা গেছে। গতকাল শনিবার বিষয়টি নিশ্চিত করেন সিএমপির কাউন্টার টেররিজম ইউনিটের উপকমিশনার ফারুক উল হক।

ফারুক উল হক বলেন, গ্রেপ্তার ইসির কয়েকজন ডেটা এন্ট্রি অপারেটরের দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে বয়ানের নাম উঠে আসে। পরে তাঁকে গ্রেপ্তার করা হয়।

মামলাটির তদন্তকারী কর্মকর্তা সঞ্জয় কুমার সিনহা বলেন, নির্বাচন কমিশনের ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম-২০১৭ এবং স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম-২০১৮ চট্টগ্রাম জেলার আওতাধীন সিটি করপোরেশন বন্দর, পাহাড়তলী, পাঁচলাইশ, জেলার রাউজান ও সাতকানিয়া উপজেলার ডেটা এন্ট্রি হিসেবে কর্মরত ছিলেন। এ সময় জালিয়াতির মাধ্যমে রোহিঙ্গাদের এনআইডি তৈরি করে দেওয়ার ক্ষেত্রে প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন বয়ান। এ মামলায় অন্যতম আসামি জয়নালের সঙ্গে সরাসরি জড়িত ছিলেন তিনি। ইতিপূর্বে এ মামলায় গ্রেপ্তার মোস্তফা ফারুকের জবানবন্দিতে বয়ানের নাম উঠে এসেছিল। এ ছাড়া বিভিন্ন সময় গ্রেপ্তার কয়েকজন আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে বয়ানের নাম পাওয়া যায়।

তদন্তকারী কর্মকর্তা বলেন, ‘ইসির ডেটা এন্ট্রি অপারেটর জয়নাল আবেদীনের সঙ্গে বয়ানের সুসম্পর্ক ছিল। মূলত জয়নালের সহায়তায় বয়ান চাকরিটি পেয়েছিলেন। জয়নালের বাসায় পরিবারসহ থাকতেন বয়ান। টেকনিক্যাল জ্ঞান থাকায় পরে তাঁকে দিয়ে জয়নাল রোহিঙ্গাদের ভোটার হিসেবে অন্তর্ভুক্ত করাসহ এনআইডি তৈরি করাতেন। অভিযুক্ত বয়ান প্রত্যক্ষভাবে এই কাজে জড়িত ছিলেন। জয়নালে বাসায় বসে এ কাজটি করা হতো বলে জানান সঞ্জয় কুমার সিনহা।’

তদন্ত সূত্র বলেছে, ২০ হাজার টাকার বিনিময়ে রোহিঙ্গাদের ভোটার বানাতেন বয়ান।

পরিদর্শক সঞ্জয় বলেন, গত শুক্রবার অভিযুক্ত বয়ানের দুই দিনের রিমান্ড আবেদন মঞ্জুর হয়েছে। দু-এক দিনের মধ্যে তাঁকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে। তিনি বলেন, এ মামলায় এখন পর্যন্ত ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

২০১৯ সালের ২২ আগস্ট ডিজিটাল নিরাপত্তা আইনে কোতোয়ালি থানায় এনআইডি জালিয়াতির ঘটনায় মামলা হয়। এর চার দিন আগে লাকী আক্তার নামের এক রোহিঙ্গা নারী চট্টগ্রাম জেলা নির্বাচন কার্যালয়ে স্মার্ট কার্ড তুলতে গিয়ে ধরা পড়েন। এরপর বেরিয়ে আসে ঘুষ দিয়ে জালিয়াতির মাধ্যমে জাতীয় পরিচয়পত্র নেওয়ার ঘটনা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত