Ajker Patrika

বন্যার্তদের পুনর্বাসনের সহায়তায় ১২ ব্যান্ডের কনসার্ট

বন্যার্তদের পুনর্বাসনের সহায়তায় ১২ ব্যান্ডের কনসার্ট

বন্যার্তদের জন্য তহবিল সংগ্রহ করতে দেশের বিভিন্ন স্থানে প্রায় প্রতিদিন আয়োজিত হচ্ছে কনসার্ট। এসব কনসার্টে বিনা পারিশ্রমিকে পারফর্ম করছেন দেশের ব্যান্ড ও সংগীতশিল্পীরা। এবার বড় আয়োজনে এগিয়ে এসেছে ব্যান্ডগুলো। বন্যার্তদের পুনর্বাসনের সহায়তায় ‘ঢাকা রক কার্নিভ্যাল সিজন ১: স্বাধীন বাংলা বেতার’ শিরোনামের কনসার্টের আয়োজন করেছে ইউনাইটেড কমিউনিকেশন। 

৬ সেপ্টেম্বর ঢাকার ১০০ ফুটে অবস্থিত গ্রিনভিল আউটডোরে আয়োজিত এই কনসার্টে পারফর্ম করবে দেশের ১২টি ব্যান্ড। এতে গাইবে শিরোনামহীন, মেঘদল, অ্যাভয়েড রাফা, অ্যাশেজ, আপেক্ষিক, আফটারম্যাথ, এ কে রাহুল অ্যান্ড ব্ল্যাক জ্যাং, হাইওয়ে, কার্নিভ্যাল, ওউনড, পাওয়ারসার্জ ও সোনার বাংলা সার্কাস। টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে ৫০০, ৮০০ ও ১৫০০ টাকা। টিকিট পাওয়া যাচ্ছে গেট সেট রক ওয়েবসাইটে। কনসার্টের লভ্যাংশ বন্যায় দুর্গত মানুষের পুনর্বাসনের কাজে ব্যয় হবে।

কনসার্টের দিন বন্যার্তদের জন্য সংগ্রহ করা হবে নগদ অর্থ, পরিধানযোগ্য কাপড়, জরুরি ওষুধ, চাল, ডাল, লবণ, তেল ইত্যাদি খাদ্যদ্রব্য, খাওয়ার স্যালাইন, করপোরেট প্রতিষ্ঠান থেকে খাদ্যদ্রব্য, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ইত্যাদি। কনসার্ট থেকে প্রাপ্ত লভ্যাংশ, সংগৃহীত নগদ অর্থ ও প্রাপ্ত সামগ্রী গেটআপ স্ট্যান্ডআপ অথবা বৈষম্যবিরোধী ছাত্রদের ত্রাণ তহবিলে প্রদান করে বন্যার্তদের সহায়তা ও পুনর্বাসনে বিতরণ করা হবে বলে জানিয়েছে ইউনাইটেড কমিউনিকেশন।

শিরোনামহীন ব্যান্ডের সদস্যরা 	আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, বন্যাকবলিত এলাকার মানুষেরা আজ দুর্যোগের শিকার। তারা হয়তো কিছুদিন আগেও অনেক ভালোভাবে দিনযাপন করছিলেন। কিন্তু এখন দুর্যোগের শিকার হয়ে তাদের ত্রাণ গ্রহণ করতে হচ্ছে। বন্যার ক্ষয়ক্ষতি পরিমাপ করা কঠিন। কিন্তু আমরা তাদের বেঁচে থাকার জন্য যে জিনিসগুলো দরকার, সেগুলো দিয়ে তাদের পাশে থাকতে পারি।

এদিকে গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বকুলতলায় অনুষ্ঠিত হয়েছে কনসার্ট ‘বানভাসিদের পাশে বকুলতলার গান’। পারফর্ম করেছে ব্যান্ড জলের গান, হাইওয়ে, কাকতাল, বাউলা, সংগীতশিল্পী আহমেদ হাসান সানি ও আনান সিদ্দিকা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

শাহজালালের তৃতীয় টার্মিনালে অবতরণ করল প্রথম ফ্লাইট

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

৩ আগস্ট বিমানবন্দরে বাধা পান তাপস, হাসিনাকে অনুরোধ করেন অফিসারের সঙ্গে কথা বলতে- অডিও ফাঁস

বাংলাদেশে ফেরত পাঠাতে পারে সরকার, ভয়ে কলকাতায় দিলীপ কুমারের আত্মহত্যা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত