Ajker Patrika

গৃহবধূ ধর্ষণের মামলায় আরেক আসামি গ্রেপ্তার

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
আপডেট : ০২ নভেম্বর ২০২১, ১৩: ৫৫
গৃহবধূ ধর্ষণের মামলায় আরেক আসামি গ্রেপ্তার

নিঝুম দ্বীপে সড়ক থেকে তুলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ঘর্ষণের মামলায় শরীফ হোসেন (২৮) নামের আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার শরীফ উপজেলার নিঝুম দ্বীপ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মদিনা গ্রামের বাসিন্দা। তিনি মামলার এজাহারভুক্ত ৪ নম্বর আসামি। এর আগে এ ঘটনায় পুলিশ ভুক্তভোগী নারীর স্বামীসহ আরও চারজনকে গ্রেপ্তার করে। এ ঘটনায় নির্যাতিনের শিকার গৃহবধূ বাদী হয়ে সাতজনের নাম উল্লেখসহ ১০ জনের বিরুদ্ধে হাতিয়া থানায় মামলা করেন।

থানায় করা মামলা সূত্রে জানা গেছে, ২৪ বছর বয়সী ওই গৃহবধূ চট্টগ্রামে একটি পোশাক কারখানায় চাকরি করতেন। ৩ আগস্ট নিঝুম দ্বীপে যাওয়ার পথে সন্ধ্যায় সাতজন মিলে হাত-মুখ বেঁধে তাঁকে সংঘবদ্ধ ধর্ষণ করে। এ সময় মুখের বাঁধন খুলে গেলে চিৎকার করেন গৃহবধূ। স্থানীয় লোকজন তা শুনে এগিয়ে এলে ধর্ষকরা পালিয়ে গেলেও তাঁর স্বামীকে আটক করে লোকজন। খবর পেয়ে নিঝুম দ্বীপ পুলিশ ফাঁড়ির পুলিশ গিয়ে গৃহবধূকে উদ্ধার করে।

এ ঘটনায় তাৎক্ষণিক অভিযান চালিয়ে পুলিশ হক সাব, রাশেদ, আক্তার হোসেনসহ তিনজনকে আটক করে। তাঁদের সবার বাড়ি নিঝুম দ্বীপ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মদিনা গ্রামে।

স্থানীয়রা জানায়, নির্যাতনের শিকার নারীর স্বামী এলাকায় বখাটে হিসেবে পরিচিত। তিনি আগে আরও দুটি বিয়ে করেছেন। ভুক্তভোগী নারীর সঙ্গে তাঁর মনোমালিন্য চলছিল অনেক দিন ধরে।

এ ব্যাপারে মামলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হাতিয়া থানার পরিদর্শক (তদন্ত) কাঞ্চন কান্তি দাস বলেন, এ মামলায় আগে গ্রেপ্তার হওয়া চারজনের মধ্যে দুজন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। প্রযুক্তি ব্যবহার করে শরিফকে গ্রেপ্তার করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডিএনসিসির পদ ছাড়লেন এস্তোনিয়ার নাগরিক আমিনুল ইসলাম

ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা, চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

এনআইডির নাম ও জন্মতারিখ সংশোধনের দায়িত্বে জেলা নির্বাচন কর্মকর্তারা

কাশ্মীরে পর্যটকদের ওপর অতর্কিত গুলি, নিহত ২৬

পদত্যাগ করব না, আলোচনা করে সমাধান করব: কুয়েট উপাচার্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত