Ajker Patrika

হাওরাঞ্চলের শিক্ষার্থীদের করোনার টিকা দেওয়া শুরু

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
আপডেট : ১৬ জানুয়ারি ২০২২, ০৫: ৩৪
হাওরাঞ্চলের শিক্ষার্থীদের করোনার টিকা দেওয়া শুরু

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল হাওরাঞ্চলের শিক্ষার্থীদের করোনার টিকা দেওয়া শুরু হয়েছে। উপজেলার ঐতিহ্যবাদী শিক্ষাপ্রতিষ্ঠান অরুয়াইল বহুমুখী উচ্চবিদ্যালয়ে ২ দিনের অস্থায়ী এ টিকাদান কেন্দ্রে ৫টি স্কুলের শিক্ষার্থীদের টিকা দেওয়া হচ্ছে।

১৪ কিলোমিটার পথ পাড়ি দিয়ে সরাইল উপজেলা সদরে গিয়ে টিকা দেওয়ার দুর্ভোগ লাঘবের জন্য অরুয়াইল হাইস্কুলের প্রধান শিক্ষক শেখসাদীর দাবির পরিপ্রেক্ষিতে এই কেন্দ্রটি খোলা হয়েছে।

গতকাল শনিবার সকাল ১০টা থেকে প্রথম দিন ২টি স্কুলের শিক্ষার্থীদের শীতাতপ নিয়ন্ত্রিত অরুয়াইল হাইস্কুলের প্রধান শিক্ষকের অফিস কক্ষে টিকা দেওয়া হচ্ছে। সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়িয়ে টিকা নিচ্ছে শিক্ষার্থীরা।

প্রথম দিন ২টি স্কুলের ১ হাজার ৫০০ জন শিক্ষার্থী করোনা টিকা পেয়েছে। সরাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নোমান মিয়া আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেন।

ডা. নোমান মিয়া বলেন, ১২ থেকে ১৮ বছর বয়সী স্কুলশিক্ষার্থীদের ফাইজারের টিকা দেওয়া করা হচ্ছে। ৫টি স্কুলের মধ্যে প্রথম দিন অরুয়াইল হাইস্কুল ও হাজি মকসুদ আলী নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের টিকা দেওয়া হচ্ছে। আজ রোববার হাজি শিশু মিয়া উচ্চবিদ্যালয়, ধামাউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও জয়ধরকান্দি আলীম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের টিকা দেওয়া হবে। ৫টি স্কুলের প্রায় ৩ হাজার শিক্ষার্থীকে টিকা দেওয়া হবে। সরাইলে মোট ১৭ হাজার শিক্ষার্থীকে টিকার আওতায় আনার পরিকল্পনা রয়েছে।

অরুয়াইল বহুমুখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখসাদী জানান, সুশৃঙ্খলভাবে টিকা প্রদানের জন্য তিন দিন ধরে স্কুলের শিক্ষকদের সঙ্গে আলোচনা করা হচ্ছে। কোন হইচই ও বিশৃঙ্খলা ছাড়া স্কুলের টিকা কার্যক্রম চলছে। কোন শিক্ষার্থীকে মাস্ক ছাড়া বিদ্যালয়ে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। টিকাদানে জন্মনিবন্ধন সনদ নিয়ে জটিলতা থাকার কারণে স্কুলের রেজিস্ট্রার অনুসারে শিক্ষার্থীদের তালিকা প্রস্তুত করা হয়েছে।

অরুয়াইল বহুমুখী উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী আকিব রাজা বলে, ‘টিকা নিতে গিয়ে অনেক ভয় পেয়েছি। চেয়ারে বসার পর শরীর কাঁপছিল। টিকা নেওয়া সময় সামান্য ব্যথা পেয়েছি। আর কোন সমস্যা হয়নি।’

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নোমান মিয়া বলেন, অরুয়াইল বহুমুখী উচ্চবিদ্যালয় কেন্দ্রে ৩ হাজার শিক্ষার্থীকে টিকা দেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত