Ajker Patrika

বিদেশে চাকরির কথা বলে প্রতারণা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২০ জানুয়ারি ২০২২, ১১: ৫০
বিদেশে চাকরির কথা বলে প্রতারণা

মির্জা মুকুল নিজেকে ল্যান্ড ম্যাজিস্ট্রেট হিসাবে পরিচয় দিতেন। তার সঙ্গে সরকারের উচ্চ পর্যায়ে জানাশোনা আছে। আছে সরকারি খরচে অস্ট্রেলিয়ায় লোক পাঠানোর নির্ভরযোগ্য মাধ্যম। যারা অস্ট্রেলিয়ায় যাবেন তাদের প্রশিক্ষণ, প্লেন ভাড়াসহ আনুষঙ্গিক খরচ হবে আট লাখ টাকা।

এমন মুখরোচক গল্পে তিনি ৩৬ জনকে অস্ট্রেলিয়ায় পাঠানোর জন্য প্রলুব্ধ করেন। তাদের কাছ থেকে নেন ৫৭ লাখ ৬০ হাজার টাকা। তবে অস্ট্রেলিয়ায় পাঠানোর কোনো অগ্রগতি জানাতে পারেননি। পরে প্রতারণার বিষয়টি জানতে পারেন ভুক্তভোগীরা। আর আবদুল কাদের নামে এক ভুক্তভোগী মামলা করেন। এর পরিপ্রেক্ষিতে মির্জা মুকুলকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

গত মঙ্গলবার রাতে বসুন্ধরা আবাসিক এলাকার ৪৩৫ নম্বর বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গতকাল বুধবার মালিবাগে সিআইডির প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত ডিআইজি (ঢাকা মেট্রো) ইমাম হোসেন।

ইমাম হোসেন জানান, মির্জা মুকুল দীর্ঘদিন ধরে স্বপ্নবাজ বেকারদের অস্ট্রেলিয়ার পোর্টে চাকরি দেওয়ার নাম করে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। আবদুল কাদের নামের এক ভুক্তভোগীর মামলার বিষয়টি তদন্ত করতে গিয়ে মুকুলকে গ্রেপ্তার করা হয়। আসামিকে জিজ্ঞাসাবাদ ও তদন্তসাপেক্ষে জানা যায়, মুকুল ও পলাতক অন্য আসামিরা একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের সদস্য।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইউটিউবে ১০০০ ভিউতে আয় কত

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

বাংলাদেশে ফেরত পাঠাতে পারে সরকার, ভয়ে কলকাতায় দিলীপ কুমারের আত্মহত্যা

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত