Ajker Patrika

ভুট্টার ভালো ফলনের আশা

চুয়াডাঙ্গা প্রতিনিধি
আপডেট : ৩০ নভেম্বর ২০২১, ১৩: ১৯
ভুট্টার ভালো ফলনের আশা

চুয়াডাঙ্গার দামুড়হুদায় চলতি মৌসুমে আগাম ভুট্টার ভালো ফলন হয়েছে। অন্যান্য ফসলের তুলনায় আগাম ভুট্টা লাভজনক হওয়ায় এর দিকে ঝুঁকছেন উপজেলার কৃষকেরা। এবং আবহাওয়া অনুকূলে থাকায় আগাম ভুট্টার বাম্পার ফলনের আশা করছেন তাঁরা। সেই আশায় খেতের পরিচর্যায় ব্যস্ত সময় কাটছে তাঁদের।

দামুড়হুদা উপজেলার জয়রামপুর গ্রামের একজন ভুট্টা চাষি মিনারুল ইসলাম (২৬)। তিনি বলেন, ‘আমি প্রতিবারই ভুট্টা চাষ করি। কিন্তু এবার অন্য ফসল আগে ওঠাই দুই বিঘা আগাম ভুট্টা চাষ করেছি। ভালোভাবে পরিচর্যা করাই আগাম ভুট্টা গাছ ও গাছের সবুজ রং ভালো আছে এবং এখন পর্যন্ত কোনো পোকা-মাকড়ের আক্রমণ করেনি। আশা করছি, ভালো ভুট্টা পাব।’ উপজেলার ডুগডুগি গ্রামের আরেক কৃষক সিরাজুল ইসলাম বলেন, ‘ভুট্টা একটি লাভজনক ফসল। দাম ভালো থাকলে ১ বিঘায় খবর বাদে ৫০ থেকে ৬০ হাজার টাকার মতো লাভ থাকে। এবং টাকাগুলো একসঙ্গে পাওয়ায় আমি প্রতি বছরই ভুট্টা চাষ করি। এবারও দেড় বিঘায় ভুট্টা চাষ করেছি।’

উপজেলার তারানীপুর গ্রামের আমির বলেন, ‘আমি এবার তিন বিঘা জমিতে আগাম ভুট্টা চাষ করেছি। তাতে খরচ হবে আনুমানিক ৬০ হাজার টাকা। আবহাওয়া ভালো থাকায় ভুট্টা গাছের চারা এখন পর্যন্ত ভালো আছে। আশা করি ভালো ফলন হবে এবং দামও ভালো পাওয়া যাবে।’

আগাম ভুট্টা চাষ সম্পর্কে দামুড়হুদা উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, উপজেলার কৃষকের ভাগ্য বদলাতে দামুড়হুদা কৃষি অফিস নিরলসভাবে কাজ করে যাচ্ছে। লাভজনক ফসলের দিকে কৃষককে সব সময় উদ্বুদ্ধ করা হচ্ছে। তেমনই এক ফসল আগাম ভুট্টা। এবার উপজেলার কৃষকেরা ব্যাপক হারে আগাম ভুট্টা চাষ করছেন। আবহাওয়া ভালো থাকায় আশা করি কৃষক তাঁর আগাম ভুট্টার প্রাপ্য মূল্য পাবেন। তিনি আরও বলেন, এ বছর উপজেলায় ১৫ হাজার হেক্টর জমিতে ভুট্টা চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইউটিউবে ১০০০ ভিউতে আয় কত

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

বাংলাদেশে ফেরত পাঠাতে পারে সরকার, ভয়ে কলকাতায় দিলীপ কুমারের আত্মহত্যা

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত