নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সাফ টুর্নামেন্ট খেলতে ভারত যাওয়ার আগে ১৫ জুন কম্বোডিয়ায় একটি ম্যাচ খেলবে বাংলাদেশ ফুটবল দল। পাঁচ দিনের প্রস্তুতি সেরে ১০ জুন কম্বোডিয়ায় রওনা দেওয়ার কথা বাংলাদেশ দলের। কিন্তু পুরো বাংলাদেশ দলের পাসপোর্ট ভারতীয় হাইকমিশনে আটকে থাকায় কম্বোডিয়া সফর নিয়ে কিছুটা জটিলতা তৈরি হয়েছে।
বাংলাদেশ দলের পরিকল্পনা হচ্ছে, কম্বোডিয়ায় ম্যাচ খেলে সরাসরি ভারতে চলে যাওয়া। সেই লক্ষ্যে গত সপ্তাহে ভিসার জন্য পুরো দলের পাসপোর্ট জমা দেওয়া হয় ভারতীয় দূতাবাসে। কিন্তু ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি না পাওয়ায় গতকালও খেলোয়াড়দের ভিসা-পাসপোর্ট হাতে পায়নি বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। কম্বোডিয়ায় যাওয়ার আগে পাসপোর্ট পেতে বাংলাদেশ দলের হাতে সময় আছে দুই দিনের মতো। আগামীকাল বৃহস্পতিবার পাসপোর্ট হাতে না পেলে অন্তত রোববারের আগে কম্বোডিয়া যাওয়া হবে না বাংলাদেশ ফুটবল দলের।
ভারতের ভিসা আর কম্বোডিয়া সফরের আগে তৈরি হওয়া জটিলতায় বাফুফের দিকেই আঙুল তুললেন সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল। তিনি বললেন, ‘নিয়ম অনুযায়ী ১৯ জুন পর্যন্ত সময় আছে। এই যে পরিস্থিতি তৈরি হয়েছে, সর্ব ভারতীয় ফুটবল ফেডারেশন তো দায়ী না। এমন একটা পরিকল্পনায় (সাফের আগে কম্বোডিয়া সফর) সমস্যা তো হবেই। ভারতের ভিসা পাওয়া এখন সহজ নয়। আগের মতো ছয়-সাত দিনে ভিসা পাওয়া যায় না।’
সমস্যা দূর করতে ভারতীয় হাইকমিশনারের সঙ্গে কথা বলেছেন বাফুফের জাতীয় দল কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ। আজ আবারও এ বিষয়ে একটি বৈঠক হওয়ার কথা রয়েছে। ৩৫ জনের প্রাথমিক দলে চোট-সমস্যা আর কারা বাদ পড়বেন সেই তালিকা করে আগেই ফুটবলারদের নাম পাঠানো সম্ভব ছিল না বলে জানালেন সাফে জাতীয় দলের ম্যানেজার আমের খান। আর বাফুফের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার বলেছেন, ‘আগে করানোর সুযোগই ছিল না। ভারত যদি আমন্ত্রণপত্র না পাঠায়, তাহলে কীভাবে সম্ভব? আমরা এখনো ভারতীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি পাইনি। তবু জোর করে ভিসার কাজ করেছি। তবে আশা করছি, কালকের (আজ) মধ্যে আমরা ভিসা-পাসপোর্ট পেয়ে যাব।’
বাংলাদেশের চেয়েও বড় সমস্যায় পাকিস্তান। নিজেদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ভারতে খেলতে যাওয়ার অনুমতিই পায়নি দেশটি। সর্ব ভারতীয় ফুটবল ফেডারেশন থেকে পাকিস্তানের জন্য অনুমতিপত্র চাওয়া হলেও এখনো সেই ডাকে সাড়া দেয়নি ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নিজ দেশের অনুমতিপত্র না পেলে ভারতের ভিসাও পাবে না পাকিস্তান। সাফে খেলার আগে মরিশাসে প্রীতি ম্যাচ খেলতে বৃহস্পতিবার রওনা দেবে পাকিস্তান ফুটবল দল। মরিশাসে থেকে অনলাইনে পাকিস্তানি ফুটবলারদের ভিসার আবেদন করতে হবে বলে জানালেন আনোয়ারুল হক হেলাল। আর পাকিস্তান শেষ পর্যন্ত খেলতে না পারলে সাত দল নিয়ে হতে পারে ২১ জুন শুরু হওয়া বেঙ্গালুরু সাফ।
সাফ টুর্নামেন্ট খেলতে ভারত যাওয়ার আগে ১৫ জুন কম্বোডিয়ায় একটি ম্যাচ খেলবে বাংলাদেশ ফুটবল দল। পাঁচ দিনের প্রস্তুতি সেরে ১০ জুন কম্বোডিয়ায় রওনা দেওয়ার কথা বাংলাদেশ দলের। কিন্তু পুরো বাংলাদেশ দলের পাসপোর্ট ভারতীয় হাইকমিশনে আটকে থাকায় কম্বোডিয়া সফর নিয়ে কিছুটা জটিলতা তৈরি হয়েছে।
বাংলাদেশ দলের পরিকল্পনা হচ্ছে, কম্বোডিয়ায় ম্যাচ খেলে সরাসরি ভারতে চলে যাওয়া। সেই লক্ষ্যে গত সপ্তাহে ভিসার জন্য পুরো দলের পাসপোর্ট জমা দেওয়া হয় ভারতীয় দূতাবাসে। কিন্তু ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি না পাওয়ায় গতকালও খেলোয়াড়দের ভিসা-পাসপোর্ট হাতে পায়নি বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। কম্বোডিয়ায় যাওয়ার আগে পাসপোর্ট পেতে বাংলাদেশ দলের হাতে সময় আছে দুই দিনের মতো। আগামীকাল বৃহস্পতিবার পাসপোর্ট হাতে না পেলে অন্তত রোববারের আগে কম্বোডিয়া যাওয়া হবে না বাংলাদেশ ফুটবল দলের।
ভারতের ভিসা আর কম্বোডিয়া সফরের আগে তৈরি হওয়া জটিলতায় বাফুফের দিকেই আঙুল তুললেন সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল। তিনি বললেন, ‘নিয়ম অনুযায়ী ১৯ জুন পর্যন্ত সময় আছে। এই যে পরিস্থিতি তৈরি হয়েছে, সর্ব ভারতীয় ফুটবল ফেডারেশন তো দায়ী না। এমন একটা পরিকল্পনায় (সাফের আগে কম্বোডিয়া সফর) সমস্যা তো হবেই। ভারতের ভিসা পাওয়া এখন সহজ নয়। আগের মতো ছয়-সাত দিনে ভিসা পাওয়া যায় না।’
সমস্যা দূর করতে ভারতীয় হাইকমিশনারের সঙ্গে কথা বলেছেন বাফুফের জাতীয় দল কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ। আজ আবারও এ বিষয়ে একটি বৈঠক হওয়ার কথা রয়েছে। ৩৫ জনের প্রাথমিক দলে চোট-সমস্যা আর কারা বাদ পড়বেন সেই তালিকা করে আগেই ফুটবলারদের নাম পাঠানো সম্ভব ছিল না বলে জানালেন সাফে জাতীয় দলের ম্যানেজার আমের খান। আর বাফুফের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার বলেছেন, ‘আগে করানোর সুযোগই ছিল না। ভারত যদি আমন্ত্রণপত্র না পাঠায়, তাহলে কীভাবে সম্ভব? আমরা এখনো ভারতীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি পাইনি। তবু জোর করে ভিসার কাজ করেছি। তবে আশা করছি, কালকের (আজ) মধ্যে আমরা ভিসা-পাসপোর্ট পেয়ে যাব।’
বাংলাদেশের চেয়েও বড় সমস্যায় পাকিস্তান। নিজেদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ভারতে খেলতে যাওয়ার অনুমতিই পায়নি দেশটি। সর্ব ভারতীয় ফুটবল ফেডারেশন থেকে পাকিস্তানের জন্য অনুমতিপত্র চাওয়া হলেও এখনো সেই ডাকে সাড়া দেয়নি ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নিজ দেশের অনুমতিপত্র না পেলে ভারতের ভিসাও পাবে না পাকিস্তান। সাফে খেলার আগে মরিশাসে প্রীতি ম্যাচ খেলতে বৃহস্পতিবার রওনা দেবে পাকিস্তান ফুটবল দল। মরিশাসে থেকে অনলাইনে পাকিস্তানি ফুটবলারদের ভিসার আবেদন করতে হবে বলে জানালেন আনোয়ারুল হক হেলাল। আর পাকিস্তান শেষ পর্যন্ত খেলতে না পারলে সাত দল নিয়ে হতে পারে ২১ জুন শুরু হওয়া বেঙ্গালুরু সাফ।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫