Ajker Patrika

ভারতীয় ভিসা জটিলতায় বাংলাদেশ-পাকিস্তান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ভারতীয় ভিসা জটিলতায় বাংলাদেশ-পাকিস্তান

সাফ টুর্নামেন্ট খেলতে ভারত যাওয়ার আগে ১৫ জুন কম্বোডিয়ায় একটি ম্যাচ খেলবে বাংলাদেশ ফুটবল দল। পাঁচ দিনের প্রস্তুতি সেরে ১০ জুন কম্বোডিয়ায় রওনা দেওয়ার কথা বাংলাদেশ দলের। কিন্তু পুরো বাংলাদেশ দলের পাসপোর্ট ভারতীয় হাইকমিশনে আটকে থাকায় কম্বোডিয়া সফর নিয়ে কিছুটা জটিলতা তৈরি হয়েছে।

বাংলাদেশ দলের পরিকল্পনা হচ্ছে, কম্বোডিয়ায় ম্যাচ খেলে সরাসরি ভারতে চলে যাওয়া। সেই লক্ষ্যে গত সপ্তাহে ভিসার জন্য পুরো দলের পাসপোর্ট জমা দেওয়া হয় ভারতীয় দূতাবাসে। কিন্তু ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি না পাওয়ায় গতকালও খেলোয়াড়দের ভিসা-পাসপোর্ট হাতে পায়নি বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। কম্বোডিয়ায় যাওয়ার আগে পাসপোর্ট পেতে বাংলাদেশ দলের হাতে সময় আছে দুই দিনের মতো। আগামীকাল বৃহস্পতিবার পাসপোর্ট হাতে না পেলে অন্তত রোববারের আগে কম্বোডিয়া যাওয়া হবে না বাংলাদেশ ফুটবল দলের।

ভারতের ভিসা আর কম্বোডিয়া সফরের আগে তৈরি হওয়া জটিলতায় বাফুফের দিকেই আঙুল তুললেন সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল। তিনি বললেন, ‘নিয়ম অনুযায়ী ১৯ জুন পর্যন্ত সময় আছে। এই যে পরিস্থিতি তৈরি হয়েছে, সর্ব ভারতীয় ফুটবল ফেডারেশন তো দায়ী না। এমন একটা পরিকল্পনায় (সাফের আগে কম্বোডিয়া সফর) সমস্যা তো হবেই। ভারতের ভিসা পাওয়া এখন সহজ নয়। আগের মতো ছয়-সাত দিনে ভিসা পাওয়া যায় না।’

সমস্যা দূর করতে ভারতীয় হাইকমিশনারের সঙ্গে কথা বলেছেন বাফুফের জাতীয় দল কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ। আজ আবারও এ বিষয়ে একটি বৈঠক হওয়ার কথা রয়েছে। ৩৫ জনের প্রাথমিক দলে চোট-সমস্যা আর কারা বাদ পড়বেন সেই তালিকা করে আগেই ফুটবলারদের নাম পাঠানো সম্ভব ছিল না বলে জানালেন সাফে জাতীয় দলের ম্যানেজার আমের খান। আর বাফুফের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার বলেছেন, ‘আগে করানোর সুযোগই ছিল না। ভারত যদি আমন্ত্রণপত্র না পাঠায়, তাহলে কীভাবে সম্ভব? আমরা এখনো ভারতীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি পাইনি। তবু জোর করে ভিসার কাজ করেছি। তবে আশা করছি, কালকের (আজ) মধ্যে আমরা ভিসা-পাসপোর্ট পেয়ে যাব।’

বাংলাদেশের চেয়েও বড় সমস্যায় পাকিস্তান। নিজেদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ভারতে খেলতে যাওয়ার অনুমতিই পায়নি দেশটি। সর্ব ভারতীয় ফুটবল ফেডারেশন থেকে পাকিস্তানের জন্য অনুমতিপত্র চাওয়া হলেও এখনো সেই ডাকে সাড়া দেয়নি ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নিজ দেশের অনুমতিপত্র না পেলে ভারতের ভিসাও পাবে না পাকিস্তান। সাফে খেলার আগে মরিশাসে প্রীতি ম্যাচ খেলতে বৃহস্পতিবার রওনা দেবে পাকিস্তান ফুটবল দল। মরিশাসে থেকে অনলাইনে পাকিস্তানি ফুটবলারদের ভিসার আবেদন করতে হবে বলে জানালেন আনোয়ারুল হক হেলাল। আর পাকিস্তান শেষ পর্যন্ত খেলতে না পারলে সাত দল নিয়ে হতে পারে ২১ জুন শুরু হওয়া বেঙ্গালুরু সাফ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত