Ajker Patrika

অনুপস্থিত ১৪ পরীক্ষার্থীর মধ্যে ৮ জনের বিয়ে

সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি
আপডেট : ০৩ ডিসেম্বর ২০২১, ১৫: ১৭
অনুপস্থিত ১৪ পরীক্ষার্থীর মধ্যে ৮ জনের বিয়ে

নোয়াখালীর সুবর্ণচরে এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনে ১৪ জন পরীক্ষার্থী অনুপস্থিত রয়েছে। এর মধ্যে ৮ জনের বিয়ে হয়েছে বলে জানা গেছে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার পাঁচটি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পরীক্ষার প্রথম দিনে ৬১৮ জনের মধ্যে ১৪ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। এর মধ্যে রয়েছে এইচএসসির ৪ জন, আলিমের ৮ জন ও কারিগরির (বিএম) ২ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল।

সুবর্ণচর উপজেলা শিক্ষা কার্যালয় সূত্রে জানা যায়, এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় উপজেলায় এইচএসসিতে ১ হাজার ৮১০ জন, আলিমে ২০২ জন ও বিএমে ২৫০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছেন। প্রথম দিনে ৬১৮ জন পরীক্ষার্থী অংশ নেওয়ার কথা ছিল। এর মধ্যে চরজব্বার ডিগ্রি কলেজ কেন্দ্রে ও সৈকত সরকারি কলেজ কেন্দ্রে বিজ্ঞান শাখায় ২৫৭ জন ও পূর্বচরবাটা হাবিবীয়া স্কুল অ্যান্ড কলেজে কেন্দ্রে বিএম শাখায় ১৫৯ জন রয়েছে। এ ছাড়া চরজুবিলী রব্বানিয়া ফাজিল মাদ্রাসায় ২০২ জন শিক্ষার্থী রয়েছে।

অনুপস্থিত শিক্ষার্থীদের বিষয়ে জানতে চাইলে রব্বানিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবদুর রহমান বলেন, মাদ্রাসার অনুপস্থিত শিক্ষার্থীর আটজনই বিবাহিত। দীর্ঘদিন স্কুল-কলেজ বন্ধ থাকায় অভিভাবকেরা তাঁদের মেয়েদের বিয়ে দিয়েছেন। অভিভাবক ও ছাত্রীদের অনাগ্রহের কারণে তাঁরা পরীক্ষায় অংশ নিচ্ছেন না।

সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চৈতী সর্ববিদ্যা বলেন, প্রতিটি কেন্দ্রই পরিদর্শন করা হয়েছে। এ সময় কোনো ধরনের অসংগতি দেখা যায়নি।

সুবর্ণচর উপজেলা শিক্ষা কর্মকর্তা মুহম্মদ শহীদুল করিম বলেন, সুবর্ণচরের সবগুলো কেন্দ্রে করোনার কারণে সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নেওয়া হয়েছে। এ বছর সংক্ষিপ্ত ও পুনর্বিন্যস্ত সিলেবাসের অধীনে শুধুমাত্র গ্রুপভিত্তিক তিনটি নৈর্বাচনিক বিষয়ে পরীক্ষায় শিক্ষার্থীরা অংশ নিচ্ছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত