সাইফুল মাসুম, ঢাকা
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সদ্য সাবেক মেয়র আতিকুল ইসলাম ‘মেয়রের ঐচ্ছিক তহবিল’ থেকে পাঁচ অর্থবছরে ব্যয় করেছেন ৩৭ কোটি টাকার বেশি। এর মধ্যে দেড় কোটির কিছু বেশি টাকার হিসাব দিয়েছে ডিএনসিসির সমাজকল্যাণ ও বস্তি উন্নয়ন বিভাগ। বাকি সাড়ে ৩৫ কোটি টাকার হিসাবই গোপন রাখা হয়েছে। যে দেড় কোটির হিসাব প্রকাশ করা হয়েছে, সেখানেই দেখা গেছে, সহকারী একান্ত সচিব ফরিদ উদ্দিনের সংগঠনকে তিনি দুই দফায় অনুদান দিয়েছেন। এমনকি এই তহবিল থেকে অনুদান পেয়েছে খাল দখলকারীও।
বিশেষজ্ঞরা বলছেন, জনগণের টাকায় সিটি করপোরেশন চলে। মেয়রের ঐচ্ছিক তহবিল নামে হলেও সেই তহবিল জনগণের টাকায়ই গড়ে উঠেছে। কাজেই ঐচ্ছিক তহবিলসহ সিটি করপোরেশনের প্রতিটা ব্যয়ের হিসাবে স্বচ্ছতা থাকা জরুরি। জনগণের টাকা কে কোন উদ্দেশ্যে পেয়েছেন, তা জানা প্রয়োজন।
সিটি করপোরেশন সূত্র বলেছে, মেয়র আতিক ঐচ্ছিক তহবিল থেকে পাঁচ অর্থবছরে মোট ব্যয় করেছেন প্রায় ৩৭ কোটি ১৬ লাখ টাকা। এর মধ্যে ডিএনসিসির সমাজকল্যাণ ও বস্তি উন্নয়ন বিভাগ হিসাব দিয়েছে ১ কোটি ৬০ লাখ ৬৫ হাজার টাকার। বাকি ৩৫ কোটি ৫৬ লাখ টাকার হিসাব গোপন রাখা হয়েছে। এ ব্যাপারে প্রধান সমাজকল্যাণ ও বস্তি উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ মামুন-উল-হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘মেয়রের নির্দেশে বাকি টাকা বিভিন্ন ব্যক্তিকে দেওয়া হয়েছে। তথ্য অধিকার আইন অনুযায়ী ব্যক্তির গোপনীয়তা রক্ষায় এই তথ্য আমরা দিতে পারব না।’
জানা গেছে, মেয়র আতিক ঐচ্ছিক তহবিল থেকে সবচেয়ে বেশি অর্থ ব্যয় করেছেন ২০২৩-২৪ অর্থবছরে—৮ কোটি ৯১ লাখের বেশি টাকা। ২০২২-২৩ অর্থবছরে ব্যয় করেছেন ৮ কোটি ২৪ লাখের বেশি টাকা। ২০২১-২২ অর্থবছরে ব্যয় করেছেন ৭ কোটি ১৬ লাখ টাকা। ২০২০-২১ অর্থবছরে খরচ করেছেন ৭ কোটি ৬২ লাখ টাকা। ২০১৯-২০ অর্থবছরে তিনি তুলনামূলক কম ব্যয় করেছেন, ৫ কোটি ২১ লাখ টাকা।
জানতে চাইলে অন্তর্বর্তী সরকারের দুর্নীতি দমন সংস্কার কমিশনের প্রধান ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, মেয়রের ঐচ্ছিক তহবিল থাকতেই পারে। তবে এই তহবিলের অর্থ ব্যয়ে সুনির্দিষ্ট নীতিমালা থাকা উচিত। নীতিমালা না থাকলে এটা উদ্দেশ্যমূলকভাবে ব্যয়ের সুযোগ তৈরি হবে। ঐচ্ছিক তহবিলের বড় অংশের হিসাব গোপন রাখার বিষয়ে তিনি বলেন, ‘সিটি কর্তৃপক্ষ কোন কারণে এই তথ্য গোপন রাখতে চাইছে? এটা জনগণের টাকা, কে কোন উদ্দেশ্যে পেয়েছে, তা জানা জরুরি। তথ্য না দেওয়ার মধ্যে সন্দেহজনক বিষয় রয়েছে।’
একান্ত সচিব, খাল দখলকারীকে অনুদান
মেয়রের ঐচ্ছিক তহবিল থেকে অনুদান পাওয়া একটি সংগঠন ‘বিডি ক্লিন’। এর প্রতিষ্ঠাতা ফরিদ উদ্দিন মেয়র আতিকের সহকারী একান্ত সচিব ছিলেন। সংগঠনটিকে দুই ধাপে মোট সাড়ে ১২ লাখ টাকা অনুদান দিয়েছেন সাবেক এই মেয়র।
ডিএনসিসি মেয়রের ঐচ্ছিক তহবিল থেকে ১ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ের যে হিসাব পাওয়া গেছে, সে তালিকায় রয়েছে বিডি ক্লিনের নাম। এই তালিকার আরেক প্রতিষ্ঠান গানের স্কুল ‘সুরের ধারা’ গড়ে উঠেছে রাজধানীর মোহাম্মদপুরের সাতমসজিদ হাউজিং-সংলগ্ন রামচন্দ্রপুর খাল ভরাট করে। এর প্রতিষ্ঠাতা রবীন্দ্রসংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। সিএস দাগ অনুসারে স্কুলটির দখল করা জায়গাটিতে প্রবহমান খাল ছিল। গত জানুয়ারি এই স্কুলকে ঐচ্ছিক তহবিল থেকে ১০ লাখ টাকা অনুদান দেন মেয়র আতিক।
অথচ রাজধানীর বেদখল হওয়া খালগুলোর মধ্যে উত্তর সিটিতে পড়া খাল উদ্ধারে বেশ তৎপরতা দেখিয়েছিলেন মেয়র আতিক। এমনকি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের তিন মাস আগে গত ১৩ মে ডিএনসিসির নগর ভবনে সংবাদ সম্মেলনে তিনি ঘোষণা দিয়েছিলেন, পরবর্তী এক বছর অবৈধভাবে দখল হওয়া খাল পুনরুদ্ধারে মনোযোগ বাড়াবেন তিনি।
জানতে চাইলে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মীর খায়রুল আলম আজকের পত্রিকাকে বলেন, এটা ঐচ্ছিক তহবিল। এখান থেকে অনুদান তাঁর (মেয়র) নিজস্ব সিদ্ধান্ত। যিনি দিয়েছেন, তিনিই ভালো বলতে পারবেন। ঐচ্ছিক তহবিলের ব্যয়ের বড় অংশ গোপন রাখার বিষয়ে সিইও বলেন, ‘এটা আমরা খতিয়ে দেখব।’
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সদ্য সাবেক মেয়র আতিকুল ইসলাম ‘মেয়রের ঐচ্ছিক তহবিল’ থেকে পাঁচ অর্থবছরে ব্যয় করেছেন ৩৭ কোটি টাকার বেশি। এর মধ্যে দেড় কোটির কিছু বেশি টাকার হিসাব দিয়েছে ডিএনসিসির সমাজকল্যাণ ও বস্তি উন্নয়ন বিভাগ। বাকি সাড়ে ৩৫ কোটি টাকার হিসাবই গোপন রাখা হয়েছে। যে দেড় কোটির হিসাব প্রকাশ করা হয়েছে, সেখানেই দেখা গেছে, সহকারী একান্ত সচিব ফরিদ উদ্দিনের সংগঠনকে তিনি দুই দফায় অনুদান দিয়েছেন। এমনকি এই তহবিল থেকে অনুদান পেয়েছে খাল দখলকারীও।
বিশেষজ্ঞরা বলছেন, জনগণের টাকায় সিটি করপোরেশন চলে। মেয়রের ঐচ্ছিক তহবিল নামে হলেও সেই তহবিল জনগণের টাকায়ই গড়ে উঠেছে। কাজেই ঐচ্ছিক তহবিলসহ সিটি করপোরেশনের প্রতিটা ব্যয়ের হিসাবে স্বচ্ছতা থাকা জরুরি। জনগণের টাকা কে কোন উদ্দেশ্যে পেয়েছেন, তা জানা প্রয়োজন।
সিটি করপোরেশন সূত্র বলেছে, মেয়র আতিক ঐচ্ছিক তহবিল থেকে পাঁচ অর্থবছরে মোট ব্যয় করেছেন প্রায় ৩৭ কোটি ১৬ লাখ টাকা। এর মধ্যে ডিএনসিসির সমাজকল্যাণ ও বস্তি উন্নয়ন বিভাগ হিসাব দিয়েছে ১ কোটি ৬০ লাখ ৬৫ হাজার টাকার। বাকি ৩৫ কোটি ৫৬ লাখ টাকার হিসাব গোপন রাখা হয়েছে। এ ব্যাপারে প্রধান সমাজকল্যাণ ও বস্তি উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ মামুন-উল-হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘মেয়রের নির্দেশে বাকি টাকা বিভিন্ন ব্যক্তিকে দেওয়া হয়েছে। তথ্য অধিকার আইন অনুযায়ী ব্যক্তির গোপনীয়তা রক্ষায় এই তথ্য আমরা দিতে পারব না।’
জানা গেছে, মেয়র আতিক ঐচ্ছিক তহবিল থেকে সবচেয়ে বেশি অর্থ ব্যয় করেছেন ২০২৩-২৪ অর্থবছরে—৮ কোটি ৯১ লাখের বেশি টাকা। ২০২২-২৩ অর্থবছরে ব্যয় করেছেন ৮ কোটি ২৪ লাখের বেশি টাকা। ২০২১-২২ অর্থবছরে ব্যয় করেছেন ৭ কোটি ১৬ লাখ টাকা। ২০২০-২১ অর্থবছরে খরচ করেছেন ৭ কোটি ৬২ লাখ টাকা। ২০১৯-২০ অর্থবছরে তিনি তুলনামূলক কম ব্যয় করেছেন, ৫ কোটি ২১ লাখ টাকা।
জানতে চাইলে অন্তর্বর্তী সরকারের দুর্নীতি দমন সংস্কার কমিশনের প্রধান ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, মেয়রের ঐচ্ছিক তহবিল থাকতেই পারে। তবে এই তহবিলের অর্থ ব্যয়ে সুনির্দিষ্ট নীতিমালা থাকা উচিত। নীতিমালা না থাকলে এটা উদ্দেশ্যমূলকভাবে ব্যয়ের সুযোগ তৈরি হবে। ঐচ্ছিক তহবিলের বড় অংশের হিসাব গোপন রাখার বিষয়ে তিনি বলেন, ‘সিটি কর্তৃপক্ষ কোন কারণে এই তথ্য গোপন রাখতে চাইছে? এটা জনগণের টাকা, কে কোন উদ্দেশ্যে পেয়েছে, তা জানা জরুরি। তথ্য না দেওয়ার মধ্যে সন্দেহজনক বিষয় রয়েছে।’
একান্ত সচিব, খাল দখলকারীকে অনুদান
মেয়রের ঐচ্ছিক তহবিল থেকে অনুদান পাওয়া একটি সংগঠন ‘বিডি ক্লিন’। এর প্রতিষ্ঠাতা ফরিদ উদ্দিন মেয়র আতিকের সহকারী একান্ত সচিব ছিলেন। সংগঠনটিকে দুই ধাপে মোট সাড়ে ১২ লাখ টাকা অনুদান দিয়েছেন সাবেক এই মেয়র।
ডিএনসিসি মেয়রের ঐচ্ছিক তহবিল থেকে ১ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ের যে হিসাব পাওয়া গেছে, সে তালিকায় রয়েছে বিডি ক্লিনের নাম। এই তালিকার আরেক প্রতিষ্ঠান গানের স্কুল ‘সুরের ধারা’ গড়ে উঠেছে রাজধানীর মোহাম্মদপুরের সাতমসজিদ হাউজিং-সংলগ্ন রামচন্দ্রপুর খাল ভরাট করে। এর প্রতিষ্ঠাতা রবীন্দ্রসংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। সিএস দাগ অনুসারে স্কুলটির দখল করা জায়গাটিতে প্রবহমান খাল ছিল। গত জানুয়ারি এই স্কুলকে ঐচ্ছিক তহবিল থেকে ১০ লাখ টাকা অনুদান দেন মেয়র আতিক।
অথচ রাজধানীর বেদখল হওয়া খালগুলোর মধ্যে উত্তর সিটিতে পড়া খাল উদ্ধারে বেশ তৎপরতা দেখিয়েছিলেন মেয়র আতিক। এমনকি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের তিন মাস আগে গত ১৩ মে ডিএনসিসির নগর ভবনে সংবাদ সম্মেলনে তিনি ঘোষণা দিয়েছিলেন, পরবর্তী এক বছর অবৈধভাবে দখল হওয়া খাল পুনরুদ্ধারে মনোযোগ বাড়াবেন তিনি।
জানতে চাইলে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মীর খায়রুল আলম আজকের পত্রিকাকে বলেন, এটা ঐচ্ছিক তহবিল। এখান থেকে অনুদান তাঁর (মেয়র) নিজস্ব সিদ্ধান্ত। যিনি দিয়েছেন, তিনিই ভালো বলতে পারবেন। ঐচ্ছিক তহবিলের ব্যয়ের বড় অংশ গোপন রাখার বিষয়ে সিইও বলেন, ‘এটা আমরা খতিয়ে দেখব।’
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫