সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার রতনের সিদল শুঁটকির খ্যাতি ছড়িয়েছে সবখানে। উপজেলার অরুয়াইল ইউনিয়নের অরুয়াইল বাজারে ২০ বছর ধরে শুঁটকি বিক্রি করে ক্রেতাদের মন জয় করেছেন রতন দাস (৫০)।
দেশ স্বাধীনের পর প্রথমে তাঁর বাবা প্রাণবন্ধু এই রাজ সিদল শুঁটকি বিক্রি শুরু করেন। কিন্তু ছেলে রতন দাসের হাত ধরেই এই রাজ সিদল শুঁটকির সুনাম চারদিকে ছড়িয়ে পড়ে। ওই বাজারে আরও বহু সিদল শুঁটকির দোকান আছে। কিন্তু স্বাদে-মানে, গুণে পরম যত্নে বানানো রতনের রাজ সিদল ক্রেতাদের প্রথম পছন্দের তালিকায় থাকে।
সরাইল ও নাসিরনগর উপজেলার অরুয়াইল, পাকশিমুল, চাতলপাড় ও চুন্টাসহ ওই দুই উপজেলার বিভিন্ন স্থান থেকে লোকজন শুঁটকি নেওয়ার জন্য আসেন রতন দাসের দোকানে। অনেকে প্রবাসী প্রিয়জনদের কাছেও সিদল শুঁটকি পাঠান।
রতন দাস খুচরায় প্রতিদিন ১৫-২৫ হাজার টাকার সিদল শুঁটকি বিক্রি করতে পারেন। অথচ পাশের অন্য শুঁটকি বিক্রেতারা বিক্রি করে প্রতিদিন মাত্র ২-৩ হাজার টাকার।
যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সৌদি আরব, দুবাই, মালয়েশিয়াসহ অনেক দেশে বসবাসরত প্রবাসীদের কাছে রতনের রাজ সিদল পাঠান স্বজনেরা। প্রবাসীরাও রতনের রাজ সিদলের ভর্তা খেয়ে প্রশংসা করেন।
রতন দাস জানান, চট্টগ্রাম থেকে তাঁরা বাসপাতি নামে ভারতীয় শুকনো শুঁটকি সংগ্রহ করে প্রথমে পানি দিয়ে ভালো করে ধুয়ে পুঁটি মাছের তেল মাখেন। পরে ওই তৈল মাখা শুঁটকিগুলো মটকার ভেতরে রাখেন। তারপর মুখ বন্ধ করে মটকাগুলো অন্ধকার রুমে ছয় মাসের জন্য রেখে দেন। ছয় মাস পর সিদল বিক্রির উপযোগী হয়।
কথা হয় শুঁটকি কিনতে আসা অরুয়াইল ইউনিয়নের ধামাউড়া গ্রামের বাসিন্দা শাহাজ উদ্দিনের সঙ্গে। ২০ বছর ধরে রতনের কাছ থেকে শুঁটকি কেনেন। তিনি বলেন, এই শুঁটকির ঘ্রাণ এবং স্বাদ অন্য কোনো দোকানের শুঁটকিতে নেই। বিদেশে থাকা ছেলের কাছেও রতন দাসের সিদল শুঁটকি পাঠানো হয়।
বাজার কমিটির সাধারণ সম্পাদক আবু তালেব বলেন, রতনের শুঁটকির অনেক নাম-ডাক । দূর-দূরান্ত থেকে মানুষ শুঁটকি কিনতে আসেন। শুঁটকির যে স্বাদ, তা অন্য কারো শুঁটকিতে পাওয়া যায় না। মানও খুব ভালো।
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার রতনের সিদল শুঁটকির খ্যাতি ছড়িয়েছে সবখানে। উপজেলার অরুয়াইল ইউনিয়নের অরুয়াইল বাজারে ২০ বছর ধরে শুঁটকি বিক্রি করে ক্রেতাদের মন জয় করেছেন রতন দাস (৫০)।
দেশ স্বাধীনের পর প্রথমে তাঁর বাবা প্রাণবন্ধু এই রাজ সিদল শুঁটকি বিক্রি শুরু করেন। কিন্তু ছেলে রতন দাসের হাত ধরেই এই রাজ সিদল শুঁটকির সুনাম চারদিকে ছড়িয়ে পড়ে। ওই বাজারে আরও বহু সিদল শুঁটকির দোকান আছে। কিন্তু স্বাদে-মানে, গুণে পরম যত্নে বানানো রতনের রাজ সিদল ক্রেতাদের প্রথম পছন্দের তালিকায় থাকে।
সরাইল ও নাসিরনগর উপজেলার অরুয়াইল, পাকশিমুল, চাতলপাড় ও চুন্টাসহ ওই দুই উপজেলার বিভিন্ন স্থান থেকে লোকজন শুঁটকি নেওয়ার জন্য আসেন রতন দাসের দোকানে। অনেকে প্রবাসী প্রিয়জনদের কাছেও সিদল শুঁটকি পাঠান।
রতন দাস খুচরায় প্রতিদিন ১৫-২৫ হাজার টাকার সিদল শুঁটকি বিক্রি করতে পারেন। অথচ পাশের অন্য শুঁটকি বিক্রেতারা বিক্রি করে প্রতিদিন মাত্র ২-৩ হাজার টাকার।
যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সৌদি আরব, দুবাই, মালয়েশিয়াসহ অনেক দেশে বসবাসরত প্রবাসীদের কাছে রতনের রাজ সিদল পাঠান স্বজনেরা। প্রবাসীরাও রতনের রাজ সিদলের ভর্তা খেয়ে প্রশংসা করেন।
রতন দাস জানান, চট্টগ্রাম থেকে তাঁরা বাসপাতি নামে ভারতীয় শুকনো শুঁটকি সংগ্রহ করে প্রথমে পানি দিয়ে ভালো করে ধুয়ে পুঁটি মাছের তেল মাখেন। পরে ওই তৈল মাখা শুঁটকিগুলো মটকার ভেতরে রাখেন। তারপর মুখ বন্ধ করে মটকাগুলো অন্ধকার রুমে ছয় মাসের জন্য রেখে দেন। ছয় মাস পর সিদল বিক্রির উপযোগী হয়।
কথা হয় শুঁটকি কিনতে আসা অরুয়াইল ইউনিয়নের ধামাউড়া গ্রামের বাসিন্দা শাহাজ উদ্দিনের সঙ্গে। ২০ বছর ধরে রতনের কাছ থেকে শুঁটকি কেনেন। তিনি বলেন, এই শুঁটকির ঘ্রাণ এবং স্বাদ অন্য কোনো দোকানের শুঁটকিতে নেই। বিদেশে থাকা ছেলের কাছেও রতন দাসের সিদল শুঁটকি পাঠানো হয়।
বাজার কমিটির সাধারণ সম্পাদক আবু তালেব বলেন, রতনের শুঁটকির অনেক নাম-ডাক । দূর-দূরান্ত থেকে মানুষ শুঁটকি কিনতে আসেন। শুঁটকির যে স্বাদ, তা অন্য কারো শুঁটকিতে পাওয়া যায় না। মানও খুব ভালো।
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
৭ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
৭ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
৭ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫