কাউনিয়া প্রতিনিধি
‘বাজারত আলু ছাড়া সইগ খাবারের দাম বেশি। সারা দিন মাঠে কাজ করি যা মজুরি পাই তা দিয়ে চাউল, ডাইল কিনতে টাকা শেষ হয়া যায়। ভালো তরকারি কিনা হয় না। সরকার গরিব মানুষের জন্যে কম দামে চাউল বিক্রি শুরু করায় এখন তরকারি কিনা যাবার নাগছে।’
কাউনিয়ায় গতকাল রোববার স্বল্প মূল্যে খোলা বাজারের (ওএমএস) চাল কিনতে এসে কথাগুলো বলছিলেন বাংলাবাজার গ্রামের কৃষিশ্রমিক শরিফুল ইসলাম।
খাদ্য অধিদপ্তর উপজেলায় ওএমএসের চাল ও আটা বিক্রি শুরু করেছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি ঠেকাতে সরকার স্বল্প মূল্যে এসব পণ্য বিক্রি করছে। সীমিত আয়ের নারী-পুরুষেরা লম্বা লাইনে দাঁড়িয়ে ডিলারের দোকান থেকে চাল ও আটা কিনছেন।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয় সূত্র জানা গেছে, হারাগাছ পৌর এলাকার তিনটি পয়েন্টে শুক্রবার ও সরকারি ছুটির দিন ব্যতীত অন্যান্য দিনে ওএমএসের চাল ও আটা বিক্রি করা হচ্ছে। ২০ জানুয়ারি থেকে শুরু হওয়া এ কার্যক্রম পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত চলবে। এতে প্রতি কেজি চাল ৩০ এবং প্রতি কেজি আটা ১৮ টাকা দরে বিক্রি করা হচ্ছে। দৈনিক একজন মানুষ পাঁচ কেজি করে আটা এবং চাল কিনতে পারছেন।
গতকাল চাল কিনতে আসা ঠাকুরদাস গ্রামের জোসনা বেগম ও শাহিদা বেগম বলেন, চালের জন্য সকাল ৯টার দিকে লাইনে দাঁড়িয়েছেন। সাড়ে ৯টার দিকে চাল বিক্রি শুরু হয়। পাঁচ কেজি চালের জন্য এক থেকে দেড় ঘণ্টা লাইনে দাঁড়াতে হয়। এরপরও চাল কিনতে পেরে খুশি তাঁরা।
একই এলাকার দিনমজুর আব্দুল আলিম বলেন, ‘বাজারত মোটা চাউলের কেজি ৫০ টাকা। খোলাবাজারে কম দামে চাউল ও আটা কিনতে পেরে অনেক খুশি।’
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মো. সোহেল আহমেদ জানান, দৈনিক একজন ডিলার দেড় মেট্রিক টন চাল ও এক মেট্রিক টন আটা বিক্রি করবেন। ওএমএসের ডিলাররা যাতে কোনো কারসাজি করতে না পারেন, সে জন্য প্রতিটি পয়েন্টে ট্যাগ অফিসার নিয়োগ করা হয়েছে।
‘বাজারত আলু ছাড়া সইগ খাবারের দাম বেশি। সারা দিন মাঠে কাজ করি যা মজুরি পাই তা দিয়ে চাউল, ডাইল কিনতে টাকা শেষ হয়া যায়। ভালো তরকারি কিনা হয় না। সরকার গরিব মানুষের জন্যে কম দামে চাউল বিক্রি শুরু করায় এখন তরকারি কিনা যাবার নাগছে।’
কাউনিয়ায় গতকাল রোববার স্বল্প মূল্যে খোলা বাজারের (ওএমএস) চাল কিনতে এসে কথাগুলো বলছিলেন বাংলাবাজার গ্রামের কৃষিশ্রমিক শরিফুল ইসলাম।
খাদ্য অধিদপ্তর উপজেলায় ওএমএসের চাল ও আটা বিক্রি শুরু করেছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি ঠেকাতে সরকার স্বল্প মূল্যে এসব পণ্য বিক্রি করছে। সীমিত আয়ের নারী-পুরুষেরা লম্বা লাইনে দাঁড়িয়ে ডিলারের দোকান থেকে চাল ও আটা কিনছেন।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয় সূত্র জানা গেছে, হারাগাছ পৌর এলাকার তিনটি পয়েন্টে শুক্রবার ও সরকারি ছুটির দিন ব্যতীত অন্যান্য দিনে ওএমএসের চাল ও আটা বিক্রি করা হচ্ছে। ২০ জানুয়ারি থেকে শুরু হওয়া এ কার্যক্রম পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত চলবে। এতে প্রতি কেজি চাল ৩০ এবং প্রতি কেজি আটা ১৮ টাকা দরে বিক্রি করা হচ্ছে। দৈনিক একজন মানুষ পাঁচ কেজি করে আটা এবং চাল কিনতে পারছেন।
গতকাল চাল কিনতে আসা ঠাকুরদাস গ্রামের জোসনা বেগম ও শাহিদা বেগম বলেন, চালের জন্য সকাল ৯টার দিকে লাইনে দাঁড়িয়েছেন। সাড়ে ৯টার দিকে চাল বিক্রি শুরু হয়। পাঁচ কেজি চালের জন্য এক থেকে দেড় ঘণ্টা লাইনে দাঁড়াতে হয়। এরপরও চাল কিনতে পেরে খুশি তাঁরা।
একই এলাকার দিনমজুর আব্দুল আলিম বলেন, ‘বাজারত মোটা চাউলের কেজি ৫০ টাকা। খোলাবাজারে কম দামে চাউল ও আটা কিনতে পেরে অনেক খুশি।’
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মো. সোহেল আহমেদ জানান, দৈনিক একজন ডিলার দেড় মেট্রিক টন চাল ও এক মেট্রিক টন আটা বিক্রি করবেন। ওএমএসের ডিলাররা যাতে কোনো কারসাজি করতে না পারেন, সে জন্য প্রতিটি পয়েন্টে ট্যাগ অফিসার নিয়োগ করা হয়েছে।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫