Ajker Patrika

অন্যকে ফাঁসাতে হাসপাতালে ভর্তির অভিযোগ

মুলাদী প্রতিনিধি
আপডেট : ১২ ডিসেম্বর ২০২১, ১২: ৩৪
অন্যকে ফাঁসাতে হাসপাতালে ভর্তির অভিযোগ

মুলাদীতে অন্যের জমির ধান কেটে নিয়ে প্রতিপক্ষকে ফাঁসাতে হাসপাতালে ভর্তি হওয়ার অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার সকাল দশটার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের সাহেবেরচর গ্রামে এ ঘটনা ঘটে।

সাহেবেরচর গ্রামের সালাম খান জানান, তাঁরা দীর্ঘদিন ধরে সাহেবের মৌজায় ৮ শতাংশ জমি ভোগদখল করে আসছিলেন। চলতি বছর ওই জমিতে তাঁরা আমন ধান রোপণ করেন। শনিবার সকালে একই এলাকার মৃত জয়নাল খানের ছেলে রত্তন খান ও তাঁর লোকজন ওই জমির ধান কেটে নেন। ওই সময় বাধা দিলে উভয়ের মধ্যে কথা–কাটাকাটি ও হাতাহাতি হয়।

সালাম খান আরও জানান, রত্তন খানের লোকজন হামলা চালিয়ে পারুল বেগম নামের এক নারীসহ কয়েকজনকে আহত করেছেন। ওই ঘটনাকে আড়াল করতে রত্তন খান ও তাঁর লোকজন নিজেদের আহত দেখিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

এ ব্যাপারে রত্তন খান অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমরা কারও জমির ধান কাটি নাই। সালাম খান ও তাঁর লোকজন আমাদের জমির ধান কাটার চেষ্টা করছিলেন। ওই সময় বাধা দিলে তাঁরা হামলা চালিয়ে ৫–৬ জনকে আহত করে।’

ওসি মাকসুদুর রহমান বলেন, ‘জমি বিরোধের জেরে হামলার ঘটনাটি শুনেছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগের পেলে ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত