নাজিম আল শমষের, বেঙ্গালুরু থেকে
২০০৩ থেকে ২০২৩—দুই দশকে দুই ভিন্ন ভিন্ন প্রজন্ম দেখেছে বাংলাদেশের ফুটবল। এক প্রজন্ম এখন দেশের ফুটবলে ইতিহাসের অংশ, আরেক প্রজন্মের ফুটবল ক্যারিয়ার শেষ হয়েছে অল্পের জন্য আরেকটি ইতিহাস গড়তে না পারার আক্ষেপ নিয়ে।
বাংলাদেশের বর্তমান জাতীয় দলটা দুই প্রজন্মের ফুটবলারদের গড়া। অধিনায়ক জামাল ভূঁইয়া ও সোহেল রানা সাফে খেলছেন ২০১৩ সাল থেকে। এ দুই ফুটবলার যখন খেলা শুরু করেছেন, তখন ক্লাব ফুটবলে গোধূলি লগ্নে আলফাজ আহমেদ-হাসান আল মামুনরা।
আলফাজদের ব্যাটন হাতে করে এমিলি-মামুনুলরা শিরোপার বদলে শুধু আক্ষেপই বাড়িয়েছেন ফুটবলপ্রেমীদের। তবু এমিলি-মামুনুলরা একটা সান্ত্বনা ছিল, সেই দলটায় ছিলেন একাধিক গোল স্কোরার।
২০০৩ সাফ জেতার পরে দুই দশকে বাংলাদেশ সবচেয়ে বেশি যে সংকটে ভুগেছে বা ভুগছে, সেটা হলো দলে একজন নিখাদ স্ট্রাইকার বা গোল করতে না পারা খেলোয়াড়ের সংকট। প্রতি সাফের শুরুতে গোল করার মতো একজন খেলোয়াড়ের অভাব নিয়ে আক্ষেপ শোনা যায়। ম্যাচের পর আক্ষেপ রূপ নেয় হাহাকারে। বেঙ্গালুরুর এই সাফে লেবাননের বিপক্ষে প্রথম ম্যাচের পর তেমনই হাহাকার শোনা গেল বাংলাদেশ শিবিরে।
লেবাননের বিপক্ষে ম্যাচের ৬০ মিনিটে বাংলাদেশের সেরা সুযোগটা পেয়েছিলেন ফয়সাল আহমেদ ফাহিম। তিনি প্রথাগত স্ট্রাইকার নন, একজন উইঙ্গার। লেবানন ম্যাচে যিনি স্ট্রাইকার পজিশনে খেলেছেন, সেই সুমন রেজা ঘরোয়া আর আন্তর্জাতিক ফুটবলে গোল করতে না পারার হতাশায় এতটা ডুবে গেছেন যে পারতপক্ষে কথাই বলতে চাইলেন না। গোল করতে না পারায় চাপটা বেড়েছে কি না, সেই প্রশ্নের জবাবে একটাই কথা বললেন, ‘এখন কোনো কথা নয়!’
ফাহিম গোল পেলে আজ মালদ্বীপের বিপক্ষে হয়তো অন্তত ১ পয়েন্ট নিয়ে শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে নামতে পারত বাংলাদেশ দল।পয়েন্ট না পাওয়ায় মালদ্বীপের ম্যাচটা এখন বাঁচা-মরার। সেমিফাইনালে খেলতে হলে মালদ্বীপের বিপক্ষে তিন পয়েন্ট পেতেই হবে জামালদের, যাদের বিপক্ষে ২০০৩ আসরের পর সাফে জয় নেই বাংলাদেশের। গোল করতে না পারা ফাহিমের বিশ্বাস, এবার রক্ষণ ভাঙতে পারলে গোল পাবেই বাংলাদেশ, ‘মালদ্বীপের রক্ষণ ভাঙা অবশ্যই সম্ভব। আমরা আগের ম্যাচে অনেক সুযোগ পেয়েছিলাম, কিন্তু হয়নি। সেই ম্যাচে যা হওয়ার হয়ে গেছে, আমরা এখন মালদ্বীপ ম্যাচ নিয়ে আশাবাদী। যে-ই সুযোগ পাবে, তাকেই এখন গোল করতে হবে।’
র্যাঙ্কিংয়ে ১৫৪তম স্থানে থাকা মালদ্বীপ বাংলাদেশের চেয়ে এগিয়ে ৩৮ ধাপ। দুর্দান্ত আক্রমণভাগের মালদ্বীপের দুর্বলতা শুধু রক্ষণের ডান প্রান্তেই। সেই অংশে ফাটল ধরবেই, এমনটাই বিশ্বাস ফরোয়ার্ড শেখ মোরসালিনের। আর একবার ফাটল ধরলে গোলও হবে বলে বিশ্বাস এই অ্যাটাকিং মিডফিল্ডারের, ‘আগের ম্যাচে চান্স পেলেও কাজে লাগাতে পারিনি। এবারও আশা করি অনেক সুযোগ পাব এবং কাজে লেগে যাবে।’
মালদ্বীপের বিপক্ষে জিততে পারলে বাংলাদেশের ফুটবলের মানচিত্র পাল্টে যাবে বলে মনে করেন আরেক অ্যাটাকিং মিডফিল্ডার রবিউল ইসলাম। বললেন, ‘লেবানন ম্যাচেও আমরা ভালো খেলেছি, কিন্তু শেষ মূহূর্তে গোল হজম করেছি। মানুষ দেখবে, দিন শেষে জিতেছি নাকি হেরেছি। এভাবে আমরা শেষ কয়েক সাফেও প্রথম পর্বে বাদ পড়েছি। আমি মনে করি, আমরা এই টুর্নামেন্টের ফেবারিট; কারণ, যেভাবে প্রস্তুতি নিয়েছি, যেভাবে নিজেদের সেট করেছি...আমাদের ফুটবলের ভবিষ্যতের কথা ভেবে হলেও আসলে আমরা ম্যাচটা জিততে চাই। এর গুরুত্বটা অপরিসীম। যেভাবেই হোক, আমাদের জিততেই হবে। দিন শেষে মানুষ ফল চায়। এটা আমাদের জন্য বাঁচা-মরার ম্যাচ।’
২০০৩ থেকে ২০২৩—দুই দশকে দুই ভিন্ন ভিন্ন প্রজন্ম দেখেছে বাংলাদেশের ফুটবল। এক প্রজন্ম এখন দেশের ফুটবলে ইতিহাসের অংশ, আরেক প্রজন্মের ফুটবল ক্যারিয়ার শেষ হয়েছে অল্পের জন্য আরেকটি ইতিহাস গড়তে না পারার আক্ষেপ নিয়ে।
বাংলাদেশের বর্তমান জাতীয় দলটা দুই প্রজন্মের ফুটবলারদের গড়া। অধিনায়ক জামাল ভূঁইয়া ও সোহেল রানা সাফে খেলছেন ২০১৩ সাল থেকে। এ দুই ফুটবলার যখন খেলা শুরু করেছেন, তখন ক্লাব ফুটবলে গোধূলি লগ্নে আলফাজ আহমেদ-হাসান আল মামুনরা।
আলফাজদের ব্যাটন হাতে করে এমিলি-মামুনুলরা শিরোপার বদলে শুধু আক্ষেপই বাড়িয়েছেন ফুটবলপ্রেমীদের। তবু এমিলি-মামুনুলরা একটা সান্ত্বনা ছিল, সেই দলটায় ছিলেন একাধিক গোল স্কোরার।
২০০৩ সাফ জেতার পরে দুই দশকে বাংলাদেশ সবচেয়ে বেশি যে সংকটে ভুগেছে বা ভুগছে, সেটা হলো দলে একজন নিখাদ স্ট্রাইকার বা গোল করতে না পারা খেলোয়াড়ের সংকট। প্রতি সাফের শুরুতে গোল করার মতো একজন খেলোয়াড়ের অভাব নিয়ে আক্ষেপ শোনা যায়। ম্যাচের পর আক্ষেপ রূপ নেয় হাহাকারে। বেঙ্গালুরুর এই সাফে লেবাননের বিপক্ষে প্রথম ম্যাচের পর তেমনই হাহাকার শোনা গেল বাংলাদেশ শিবিরে।
লেবাননের বিপক্ষে ম্যাচের ৬০ মিনিটে বাংলাদেশের সেরা সুযোগটা পেয়েছিলেন ফয়সাল আহমেদ ফাহিম। তিনি প্রথাগত স্ট্রাইকার নন, একজন উইঙ্গার। লেবানন ম্যাচে যিনি স্ট্রাইকার পজিশনে খেলেছেন, সেই সুমন রেজা ঘরোয়া আর আন্তর্জাতিক ফুটবলে গোল করতে না পারার হতাশায় এতটা ডুবে গেছেন যে পারতপক্ষে কথাই বলতে চাইলেন না। গোল করতে না পারায় চাপটা বেড়েছে কি না, সেই প্রশ্নের জবাবে একটাই কথা বললেন, ‘এখন কোনো কথা নয়!’
ফাহিম গোল পেলে আজ মালদ্বীপের বিপক্ষে হয়তো অন্তত ১ পয়েন্ট নিয়ে শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে নামতে পারত বাংলাদেশ দল।পয়েন্ট না পাওয়ায় মালদ্বীপের ম্যাচটা এখন বাঁচা-মরার। সেমিফাইনালে খেলতে হলে মালদ্বীপের বিপক্ষে তিন পয়েন্ট পেতেই হবে জামালদের, যাদের বিপক্ষে ২০০৩ আসরের পর সাফে জয় নেই বাংলাদেশের। গোল করতে না পারা ফাহিমের বিশ্বাস, এবার রক্ষণ ভাঙতে পারলে গোল পাবেই বাংলাদেশ, ‘মালদ্বীপের রক্ষণ ভাঙা অবশ্যই সম্ভব। আমরা আগের ম্যাচে অনেক সুযোগ পেয়েছিলাম, কিন্তু হয়নি। সেই ম্যাচে যা হওয়ার হয়ে গেছে, আমরা এখন মালদ্বীপ ম্যাচ নিয়ে আশাবাদী। যে-ই সুযোগ পাবে, তাকেই এখন গোল করতে হবে।’
র্যাঙ্কিংয়ে ১৫৪তম স্থানে থাকা মালদ্বীপ বাংলাদেশের চেয়ে এগিয়ে ৩৮ ধাপ। দুর্দান্ত আক্রমণভাগের মালদ্বীপের দুর্বলতা শুধু রক্ষণের ডান প্রান্তেই। সেই অংশে ফাটল ধরবেই, এমনটাই বিশ্বাস ফরোয়ার্ড শেখ মোরসালিনের। আর একবার ফাটল ধরলে গোলও হবে বলে বিশ্বাস এই অ্যাটাকিং মিডফিল্ডারের, ‘আগের ম্যাচে চান্স পেলেও কাজে লাগাতে পারিনি। এবারও আশা করি অনেক সুযোগ পাব এবং কাজে লেগে যাবে।’
মালদ্বীপের বিপক্ষে জিততে পারলে বাংলাদেশের ফুটবলের মানচিত্র পাল্টে যাবে বলে মনে করেন আরেক অ্যাটাকিং মিডফিল্ডার রবিউল ইসলাম। বললেন, ‘লেবানন ম্যাচেও আমরা ভালো খেলেছি, কিন্তু শেষ মূহূর্তে গোল হজম করেছি। মানুষ দেখবে, দিন শেষে জিতেছি নাকি হেরেছি। এভাবে আমরা শেষ কয়েক সাফেও প্রথম পর্বে বাদ পড়েছি। আমি মনে করি, আমরা এই টুর্নামেন্টের ফেবারিট; কারণ, যেভাবে প্রস্তুতি নিয়েছি, যেভাবে নিজেদের সেট করেছি...আমাদের ফুটবলের ভবিষ্যতের কথা ভেবে হলেও আসলে আমরা ম্যাচটা জিততে চাই। এর গুরুত্বটা অপরিসীম। যেভাবেই হোক, আমাদের জিততেই হবে। দিন শেষে মানুষ ফল চায়। এটা আমাদের জন্য বাঁচা-মরার ম্যাচ।’
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫