Ajker Patrika

ওয়াসার বিল নিয়ে ভোগান্তি

শামিমুজ্জামান, খুলনা
আপডেট : ২৪ জানুয়ারি ২০২২, ১৫: ০০
ওয়াসার বিল নিয়ে ভোগান্তি

খুলনা ওয়াসার পানির বিল নিয়ে ভোগান্তিতে পড়েছেন গ্রাহকেরা। কোনো মাসে নির্ধারিত ইউনিটের চেয়ে বিল বেশি, আবার কোনো মাসে আসছে কম। অভিযোগ রয়েছে, মিটার না দেখে বিল করায় এ ধরনের সমস্যায় পড়ছেন গ্রাহকেরা।

একাধিকবার ওয়াসায় অভিযোগ করলেও সমাধান পাননি তাঁরা। বিল নিয়ে সমস্যার কথা স্বীকার করে সমাধানের চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। তাঁরা বলছেন, আগামী মার্চ মাসের মধ্যে সমাধান হয়ে যাবে।

জানা গেছে, খুলনা ওয়াসার পানির গ্রাহক রয়েছে প্রায় ৩৯ হাজার। গ্রাহকদের বিল নিয়ে প্রতি মাসে হয়রানির শিকার হতে হচ্ছে। খালিশপুরের গ্রাহক মো. সাখাওয়াত হোসেন জানান, ডিসেম্বর মাসে তার পানির বিল এসেছে ৩০ ইউনিটের ২৩৯ টাকা। অথচ তাঁর মিটারে বকেয়া রয়েছে আরও ৪৫০ ইউনিট। অর্থাৎ তাঁর যে বিল হওয়ার কথা, তার চেয়ে ৪৫০ ইউনিটের বিল কম এসেছে। তিনি বলেন, ‘প্রতি মাসে কম ইউনিটের বিল দেখিয়ে বিল করছে ওয়াসা। আবার মিটারে বিল বকেয়া থেকে যাচ্ছে। একসঙ্গে বকেয়া বিল করলে দিতে সমস্যা হবে। এ বিষয়ে ওয়াসায় একাধিকবার অভিযোগ করেও কোনো প্রতিকার পাইনি।’

অপরদিকে, একই অভিযোগ করেন খালিশপুর এলাকার এবাদত হোসেন। তিনি জানান, তার মিটারে রয়েছে ১ হাজার ৪৮৬ ইউনিট। অথচ বিল করা হয়েছে ১০০ ইউনিটের ৮৭৫ টাকা। তিনি অভিযোগ করেন, মিটার রিডার মিটার না দেখেই বিল করছেন। তিনি এই জটিলতা নিরসনের জন্য ওয়াসায় একাধিকবার অভিযোগ করলেও এখন পর্যন্ত সমাধান হয়নি।

আবার বেশি বিল করারও অভিযোগ করেন একই এলাকার আব্দুল আজিজ। তিনি জানান, তার মিটারে ৩০ ইউনিট থাকলেও বিল করা হয়েছে ১০০ ইউনিটের।

এদিকে, এই সমস্যা সমাধানের দাবি জানিয়েছে খুলনা নাগরিক সমাজ। সংগঠনটির সদস্যসচিব অ্যাডভোকেট মো. বাবুল হাওলাদার জানান, ওয়াসার বিলের সঙ্গে যারা জড়িত তাদের অদক্ষতার কারণে এই সমস্যা হচ্ছে। এতে মানুষের ভোগান্তি বাড়ে। যারা নিয়মিত বিল দিতে আগ্রহী তাদের আগ্রহ কমে যায়। দীর্ঘ দিন বিল না দেওয়ায় এক সময় গ্রাহকের ওপর বাড়তি চাপ পড়ে। মানুষের ভোগান্তি বাড়ে। তিনি এই সমস্যা সমাধানের দাবি জানান।

অপরদিকে, খুলনা ওয়াসার এমডি মো. আবদুল্লাহ বলেন, ‘২০০৮ সালের ২ মার্চ খুলনা ওয়াসা প্রতিষ্ঠা হয়। তার পর থেকে প্রতিদিনই গ্রাহক বাড়ছে। বর্তমানে প্রায় ৩৯ হাজার গ্রাহক রয়েছেন। কোনো কোনো মিটার রিডার মিটার না দেখেই বিল করায় এই সমস্যা হয়েছে। দোষীদের বিরুদ্ধে তদন্ত হচ্ছে। দোষী প্রমাণ হওয়ায় এরই মধ্যে দুজনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ছাড়া কোনো গ্রাহক অভিযোগ করলে তাঁর বিলের সমস্যা মিটিয়ে দেওয়া হচ্ছে। এর পাশাপাশি ভবিষ্যতে যাতে এ ধরনের সমস্যা না হয়, সে জন্য সফটওয়্যারের মাধ্যমে বিল নেওয়া হবে। সফটওয়্যারের কাজ চলছে। আগামী মার্চের মধ্যে সফটওয়্যারের কাজ শেষ হবে। তখন এ ধরনের সমস্যা আর থাকবে না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

বিবাহিতদের পুলিশ ক্যাডারে না নেওয়ার প্রস্তাব র‍্যাব ডিজির

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত