Ajker Patrika

বনের অসাধু কর্মকর্তাদের যোগসাজশে ঘটছে অগ্নিকাণ্ড : বাপা

নিজস্ব প্রতিবেদক
আপডেট : ০৪ মে ২০২১, ২০: ১১
বনের অসাধু কর্মকর্তাদের যোগসাজশে ঘটছে অগ্নিকাণ্ড : বাপা

ঢাকা : কিছু মৎস্যচাষি ও মৌয়ালীদের সাথে অসাধু বন কর্মকর্তাদের যোগ সাজশে সুন্দরবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। এমন ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার না হওয়ার ফলে দুস্কৃতিকারীরা বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের এমন ক্ষতির সুযোগ পাচ্ছে।

বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সভাপতি সুলতানা কামাল ও সাধারণ সম্পাদক শরীফ জামিল এক বিবৃতি এ কথা জানান।

গত ৩ মে সোমবার সুন্দরবনের শরণখোলার কাছে এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। যা বন বিভাগের শরণখোলা রেঞ্জের সন্নিকটে অবস্থিত। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস, শরণখোলা থানার পুলিশ ও বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছানোর আগে অনেকাংশ পুড়ে যায় বলে এলাকাবাসীরা জানান।

বিবৃতিতে বলা হয়েছে, বারবার এমন দুর্ঘটনা ঘটার পরও সরকার কার্যকর কোন ব্যবস্থা না নেওয়ায় আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। সুন্দরবনের ভেতর আগুন নিয়ন্ত্রণের জন্য ফায়ার সার্ভিস সবসময় কার্যকর নয়। এধরণের ঘটনা বা দুর্ঘটনার পুনরাবৃত্তি যেন আর না ঘটে সে জন্য সরকারের প্রতি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করাসহ অতি দ্রুত ঘটনার সাথে জড়িতদের খুঁজে বের করে দোষীদের শাস্তির দাবী জানাচ্ছি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তৃতীয়বার বিধ্বস্ত হলো বিমানবাহিনীর এফ-৭, এই চীনা যুদ্ধবিমানের বৈশিষ্ট্য কী

উত্তরায় বিমান বিধ্বস্ত: পাইলটসহ নিহত ২২, আহত দেড় শতাধিক, মঙ্গলবার রাষ্ট্রীয় শোক

৯ লাখ টন চাল কিনবে বাংলাদেশ, আশায় বুক বাঁধছেন ভারতীয় ব্যবসায়ীরা

উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

পাইলটের মা-বাবাকে বিমানবাহিনীর উড়োজাহাজে নেওয়া হলো ঢাকায়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত