Ajker Patrika

সপ্তাহজুড়ে ভূমিকম্পের পর অগ্ন্যুৎপাত হলো আইসল্যান্ডের আগ্নেয়গিরি থেকে

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৩, ১২: ২৮
সপ্তাহজুড়ে ভূমিকম্পের পর অগ্ন্যুৎপাত হলো আইসল্যান্ডের আগ্নেয়গিরি থেকে

সপ্তাহজুড়ে ঘন ঘন ব্যাপক ভূমিকম্পের পর আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ঘটেছে আইসল্যান্ডের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের রেইকানেস শহরে। স্থানীয় সময় গতকাল সোমবার অগ্ন্যুৎপাতের কারণে বিস্তীর্ণ এলাকাজুড়ে লাভা ও ধোঁয়া ছড়িয়ে পড়েছে। এতে পার্শ্ববর্তী শহর হুমকির মধ্যে রয়েছে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া অধিদপ্তর। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

রেইকানেস উপদ্বীপে অগ্ন্যুৎপাতের ভয়ে গত মাসে কর্তৃপক্ষ জেলেদের শহর বলে পরিচিত গ্রিন্দাভিকের প্রায় ৪ হাজার বাসিন্দাকে সরিয়ে নেয়। সেই সময় অগ্ন্যুৎপাতের পূর্ব লক্ষণ হিসেবে সেখানকার পার্শ্ববর্তী ব্লু লেগুন হ্রদে জিও-থার্মাল স্পা বা হ্রদের তলদেশে সৃষ্ট ফাটল থেকে উষ্ণ পানির উদ্‌গিরণ বন্ধ হয়ে যায়।   

আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইটে স্থানীয়দের জন্য সতর্কতা জারি করে বলা হয়, ‘গ্রিন্দাভিক শহরের উত্তরে হাগাফেল পর্বতে অগ্ন্যুৎপাত শুরু হয়েছে।’ গ্রিন্দাভিক শহরটি থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে এই আগ্নেয়গিরি। অগ্ন্যুৎপাত ও ভূমিকম্পের ফলে আইসল্যান্ডের রাজধানী রিকজাভিক থেকে প্রায় ৪০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত এই পর্বতের পাদদেশে একটি ফাটল দেখা দিয়েছে, যা গ্রামের দিকে এগিয়ে যাচ্ছে। অগ্ন্যুৎপাতের ফলে রিকজাভিকের কাছাকাছি বিমানবন্দর খোলা থাকলেও অসংখ্য ফ্লাইট বিলম্বিত হচ্ছে। 

বার্তা সংস্থা রয়টার্স অগ্ন্যুৎপাতের ছবি ও ভিডিও প্রকাশ করেছে। এতে দেখা গেছে, ফাটল থেকে লাভা ছড়িয়ে পড়ছে। রাতের অন্ধকার আকাশের বিপরীতে লাভার উজ্জ্বল হলুদ ও কমলা রং অদ্ভুত এক দৃশ্যের জন্ম দিচ্ছিল। 

আবহাওয়া অধিদপ্তর বলছে, ‘জিপিএস ডিভাইস থেকে পরিমাপ ও ভূমিকম্পের কার্যকলাপ থেকে ধারণা করা হচ্ছে, লাভার স্রোত দক্ষিণ-পশ্চিমে চলে যাচ্ছে এবং গ্রিন্দাভিকের দিকে অগ্ন্যুৎপাত অব্যাহত থাকতে পারে। ফাটলটি প্রায় সাড়ে ৩ কিলোমিটার দীর্ঘ ছিল এবং তা দ্রুত বাড়ছে।’

স্থানীয় পুলিশ বলছে, তারা অগ্ন্যুৎপাতের কারণে সতর্কতা বাড়িয়েছে এবং ওই অঞ্চলে জনসাধারণকে না যেতে সতর্ক করেছেন উদ্ধারকর্মীরা। 

আইসল্যান্ড ইউরেশিয়া ও উত্তর আমেরিকার টেকটোনিক প্লেটের মধ্যে অবস্থিত, যা পৃথিবীর দীর্ঘতম টেকটোনিক প্লেট। এর মধ্যে দুটি প্লেট বিপরীত দিকে সরে যাওয়ার কারণে আইসল্যান্ডে ভূমিকম্প ও অগ্ন্যুৎপাতের প্রবণতা বেশি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত