Ajker Patrika

পরিবেশ অধিদপ্তরের অভিযান: ৪৬৭৫ কেজি পলিথিন জব্দ, জরিমানা ১৪ লাখ

আজকের পত্রিকা ডেস্ক­
ফাইল ছবি
ফাইল ছবি

নিষিদ্ধ পলিথিন, বায়ুদূষণ ও শব্দদূষণের বিরুদ্ধে অভিযান চালিয়ে আজ বুধবার প্রায় ১৪ লাখ টাকা জরিমানা আদায় এবং ৪ হাজার ৬৭৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে। পরিবেশ অধিদপ্তর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই অভিযান চালায়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, চট্টগ্রাম, নোয়াখালী, যশোর, মাগুরা এবং ঢাকার মিরপুর ও শান্তিনগরে নিষিদ্ধ পলিথিন উৎপাদন, বিক্রি ও সরবরাহের দায়ে ছয়টি ভ্রাম্যমাণ আদালত ৯টি মামলায় ২ লাখ ২০ হাজার টাকা জরিমানা আদায় করেন। এ সময় ৪ হাজার ৬৭৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। দোকানমালিকদের নিষিদ্ধ পলিথিন ব্যবহার না করতে সতর্ক করা হয়।

নোয়াখালী, ময়মনসিংহ, যশোর, চট্টগ্রাম ও মাদারীপুরে অবৈধ ইটভাটার বিরুদ্ধে পাঁচটি ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ছয়টি মামলায় ১০ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। পাঁচটি ইটভাটার কিলন ভেঙে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।

রাজধানীর যাত্রাবাড়ীতে যানবাহনের অতিরিক্ত কালো ধোঁয়ার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত দুটি মামলায় পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করেন। ১০টি যানবাহনের চালককে সতর্ক করা হয়।

খিলগাঁওয়ে নির্মাণসামগ্রী দিয়ে বায়ুদূষণের দায়ে একটি ভ্রাম্যমাণ আদালত দুটি মামলায় ৩ হাজার টাকা জরিমানা আদায় করেন। দোয়েল চত্বর থেকে ঈদগাহ মাঠ পর্যন্ত এবং বেইলি রোড এলাকায় চারটি প্রতিষ্ঠানকে খোলা ইট, বালু ও মাটি রেখে বায়ুদূষণের কারণে সতর্ক করা হয়।

পঞ্চগড়, নাটোর, কিশোরগঞ্জ, সিরাজগঞ্জ ও যাত্রাবাড়ীতে শব্দদূষণবিরোধী অভিযানে পাঁচটি ভ্রাম্যমাণ আদালত ১৬টি যানবাহনের চালককে ১৮ হাজার টাকা জরিমানা এবং ২৬টি হাইড্রোলিক হর্ন জব্দ করেন। চট্টগ্রামে পাহাড়কাটা বিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালত একটি মামলায় ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেন।

পরিবেশ অধিদপ্তর দূষণ রোধে এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জোটের ভোটেও দলীয় প্রতীক: বিএনপির আপত্তি যে কারণে, এনসিপির উদ্বেগ

বড়াইগ্রামের একটি গুদামে ১৩ টন গুলির খোসা নিয়ে চাঞ্চল্য

মায়ের সঙ্গে ঝগড়ার জেরে বাবার হাতে খুন হলো নিষ্পাপ দুই শিশু

আবারও পুরান ঢাকায় প্রেমিকার বাসার সিঁড়িতে প্রেমিকের লাশ

ফুটবলে নব্বইয়ের দশকের উন্মাদনা ফিরিয়ে আনতে সক্ষম হয়েছি: আসিফ মাহমুদ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ