Ajker Patrika

জাবিতে দুর্লভ উদ্ভিদ সংরক্ষণে বৃক্ষরোপণ কর্মসূচি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
জাবিতে দুর্লভ উদ্ভিদ সংরক্ষণে বৃক্ষরোপণ কর্মসূচি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) পরিবেশের ভারসাম্য রক্ষায় দুর্লভ প্রজাতির ২০০টি গাছের চারা রোপণ করা হয়েছে। আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের বোটানিক্যাল গার্ডেনে প্রকৃতি ও পরিবেশ বিষয়ক সংগঠন তরুপল্লব ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক এসব গাছ রোপণ করে। এতে সহযোগিতা করে বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগ।

দুর্লভ প্রজাতির উদ্ভিদগুলির মধ্যে স্বর্ণচাঁপা, নাগমণি, জগডুমুর, কনকচাঁপা, শিউলি, সোনালু, জ্যাকারান্ডা, নাগলিঙ্গম, গর্জন, রক্তন, নারিকেল, বৌদ্ধ নারিকেল, উদাল, আমড়া, ডেউয়া, সুপারি, হরীতকী গাছের চারা অন্যতম।

বৃক্ষরোপণের সময় উপস্থিত ছিলেন কথাসাহিত্যিক ফারুক মঈনউদ্দিন, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের হেড অব করপোরেট অ্যাফেয়ার্স, ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিং বিটপী দাশ চৌধুরী, তরুপল্লবের সাধারণ সম্পাদক মোকারম হোসেন, সহসভাপতি শাহজাহান মৃধা, জাবি উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক নুহু আলমসহ প্রমুখ।

জাবিতে দুর্লভ প্রজাতির ২০০ গাছের চারা রোপণতরুপল্লবের সাধারণ সম্পাদক ও নিসর্গী মোকারম হোসেন বলেন, দেশে রঙিন উদ্যান তৈরিতে কাজ করে যাচ্ছে তরুপল্লব। বিপন্ন ও দুর্লভ প্রজাতির গাছ বিলুপ্তির হাত থেকে রক্ষা করতে বীজ বা চারা সংগ্রহ করে নিরাপদ স্থানে রোপণের ব্যবস্থা করছি। এর ধারাবাহিকতায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমরা ২০০টি চারা রোপণ করেছি।

এ বিষয়ে জাবি উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক নুহু আলম বলেন, ‘আমাদের গার্ডেন শুধু নান্দনিকতার জন্য না, এটি মাঠ পর্যায়ের গবেষণার জন্য। আমরা গার্ডেনকে পূর্ণাঙ্গ করতে চাই। এ জন্য গাছের আবাসস্থল বানাতেই আমরা গাছগুলো রোপণ করেছি। আর ক্যাম্পাসে গাছ সংরক্ষণে সচেতনতা ও পরিচিতির জন্য প্রতি বছর একটি অনুষ্ঠানের উদ্যোগ নিতে যাচ্ছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

এনবিআর বিলুপ্তির জেরে প্রায় অচল দেশের রাজস্ব কর্মকাণ্ড

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রশ্নে যে প্রতিক্রিয়া জানাল যুক্তরাষ্ট্র

২ ম্যাচ খেলেই মোস্তাফিজ কীভাবে ৬ কোটি রুপি পাবেন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত