Ajker Patrika

পরিবেশ অধিদপ্তরের অভিযানে ৪৮৪৫ কেজি পলিথিন জব্দ, কারখানা সিলগালা

আজকের পত্রিকা ডেস্ক­
বাজারে পলিথিন বিরোধী অভিযান চালানো হয়। ছবি: আজকের পত্রিকা
বাজারে পলিথিন বিরোধী অভিযান চালানো হয়। ছবি: আজকের পত্রিকা

সারা দেশে নিষিদ্ধ ঘোষিত পলিথিন উৎপাদন, বিক্রয়, সরবরাহ ও বাজারজাত করার বিরুদ্ধে ১৪টি ভ্রাম্যমাণ আদালতে অভিযান পরিচালনা করা হয়েছে।

অভিযানে ২১টি প্রতিষ্ঠান থেকে ৬৬ হাজার ১০০ টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় প্রায় ৪ হাজার ৮৪৫ দশমিক ২ কেজি পলিথিন জব্দ এবং একটি পলিথিন উৎপাদনকারী কারখানা সিলগালা করা হয়েছে।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা দীপংকর বর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।

অপরদিকে, নিষিদ্ধ ঘোষিত পলিথিন বিক্রি করায় পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুলতানা সালেহা সুমীর নেতৃত্বে ঢাকা মহানগরের মালিবাগ কাঁচাবাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালতে অভিযান পরিচালনা করে চারটি প্রতিষ্ঠান থেকে ২ হাজার ৫০০ টাকা জরিমানা আদায়সহ ১৬ কেজি পলিথিন জব্দ করা হয়।

১ নভেম্বর থেকে শুরু হওয়া পরিবেশ অধিদপ্তর কর্তৃক দূষণবিরোধী এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টাকে সাংবিধানিক আদেশ জারির প্রস্তাব আবেগতাড়িত, রাষ্ট্র আবেগের ওপর চলে না: সালাহউদ্দিন

বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগদানের ঘোষণা কিশোরগঞ্জের আইনজীবীর, ফেসবুকে ঝড়

আসামিদের কোনো অনুশোচনা নেই, উল্টো সেনাবাহিনীকে রাষ্ট্রের বিরুদ্ধে উসকে দিয়েছে: চিফ প্রসিকিউটর

‘বিএনপি করি, শেখ হাসিনার আদর্শে বিশ্বাসী’: সেই ইউপি সদস্য গ্রেপ্তার

অধস্তন আদালতের বিচারকদের বদলি-পদোন্নতির ক্ষমতা পাচ্ছেন সুপ্রিম কোর্ট

এলাকার খবর
Loading...