Ajker Patrika

মাছ ধরার জালে ধরা পড়া দ্বিতীয় গন্ধগোকুলটিও মারা গেছে

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
আপডেট : ১৪ অক্টোবর ২০২১, ১৭: ২৩
Thumbnail image

ঝিনাইদহের কালীগঞ্জে মাছ ধরার জালে একই সঙ্গে দুটি বিলুপ্তপ্রায় প্রাণি গন্ধগোকুল আটকা পড়ে। বৃহস্পতিবার ভোরে সবুজ নামের এক কৃষকের মাছ ধরার জালে এ প্রাণি দুটি আটকা পড়ে। 

স্থানীয়রা জানায়, উদ্ধারের পর দুটির মধ্যে একটি গন্ধগোকুল মৃত ছিল এবং অন্যটি জীবিত ছিল। পরে সেটিও মারা যায়। এ জাতীয় প্রাণি দেখতে অনেকটা বনবিড়ালের মতো। কিন্তু মুখটা লম্বা, ইঁদুরের মতো হয়। এদের দাঁতগুলো বেশ ধারালো। এবং চোখের পলকে এরা গাছে উঠতে পারে। সারা শরীরে বাঘের মতো ডোরা কাটা দাগ থাকে। স্থানীয় ভাষায় গন্ধগোকুলকে খাটাশ বলে। আগে গ্রামাঞ্চলে ঝোপেঝাড়ে এই প্রাণি দেখা যেতো। কিন্তু বর্তমানে এরা প্রায় বিলুপ্তির পথে। 

ফয়লা গ্রামের রিপন হোসেন বলেন, আমাদের গ্রামের মিশনের কাছের মাঠে সবুজ মাছ ধরার জন্য ধানের খেতের মধ্যে রাতে জাল পেতে রাখে। ভোরের দিকে জাল তুলতে গিয়ে দেখে দুটি গন্ধগোকুল জালে আটকে আছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত