Ajker Patrika

স্কুল দপ্তরি হয়ে ঈদে আসছেন মোশাররফ করিম

স্কুল দপ্তরি হয়ে ঈদে আসছেন মোশাররফ করিম

মোশাররফ করিম প্রতিটি চরিত্রে নিজেকে মানিয়ে নেন সাবলীলভাবে। আসছে ঈদে তিনি এবার হাজির হচ্ছেন দপ্তরি চরিত্রে। শাব্দিক শাহীনের পরিচালনায় ‘লতিফ দপ্তরি’ শিরোনামের একটি নাটকে অভিনয় করেছেন তিনি। নাটকটি বাংলাভিশনে প্রচারিত হবে ঈদের তৃতীয় দিন রাত ১০টা ৪৫ মিনিটে।

নাটকটি নিয়ে আজকের পত্রিকাকে শাব্দিক শাহীন বলেন, ‘আমার নির্মাণ যারা দেখেন, তারা জানেন আমি সব মসময় ভিন্ন কিছু নির্মাণের চেষ্টা করি। আমি এই গল্পে একজন মানুষের গল্প বলতে চেয়েছি। যে মানুষ প্রকৃতির আদর্শ বুকে নিয়ে বাঁচার চেষ্টা চালিয়ে যাচ্ছে প্রতিনিয়ত। যে বিশ্বাস করে সৃষ্টিকে লালন পালনের দায়িত্ব শুধু প্রকৃতির একার নয়, প্রকৃতির প্রতিও আমাদের সমানভাবে যত্নশীল হতে হয়। আশা করি গল্পটি সবার ভালো লাগবে।’

লতিফ দপ্তরি’ নাটকটি প্রচারিত হবে ঈদের তৃতীয় দিন রাত ১০টা ৪৫ মিনিটে বাংলাভিশন‘লতিফ দপ্তরি’তে নাম ভূমিকায় অভিনয় করেছেন মোশাররফ করিম। তাঁর সঙ্গে অভিনয় করেছেন তানিয়া বৃষ্টি। এ ছাড়া গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন কাজী আনিসুল হক বরুণ।

সম্প্রতি নাটকটির একটি প্রমো প্রকাশ্যে এসেছে। প্রমোতে মোশাররফ করিমের একটি সংলাপ বিশেষভাবে নজর কেড়েছে দর্শকদের। সেটা হলো, ‘এই যে ছোট ছোট ছাওয়াল-পাওয়াল আমাদের স্কুলে, একেকটা কিন্তু তরতাজা চারাগাছ। ঠিকঠাক যদি যত্নআত্তি করা যায়, তাইলে একটা বিশাল বড় মহিরুহে পরিণত হবে। কত মানুষকে ছায়া দেবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত