ঘিওরে লালনের গানে মুগ্ধ হাজারো দর্শক
একতারা, ডুগডুগি, মন্দিরা আর ঢাক-তবলার তালে তালে শ্বেতশুভ্র বসনধারী শিল্পী গেয়ে উঠলেন ‘ভবে মানুষ গুরু নিষ্ঠা যার/ সর্বসাধন সিদ্ধ হয় তার’। মুহুর্মুহু করতালি, চারদিকে উৎসুক শত শত দর্শক শ্রোতার অপেক্ষা। এরপর ‘শুনিলে প্রাণ চমকে ওঠে, দেখতে যেমন