বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ডদল আর্টসেল ১৭ বছর পর নিজেদের তৃতীয় অ্যালবাম প্রকাশ করেছে। ‘অতৃতীয়’ শিরোনামের অ্যালবামটি গতকাল বৃহস্পতিবার দুপুরে ‘গান’ নামে একটি মিউজিক্যাল অ্যাপে মুক্তি পায়। যেখানে মোট গান রয়েছে ১১টি।
এর আগে ২০০২ সালে আর্টসেলের প্রথম অ্যালবাম ‘অন্য সময়’ প্রকাশিত হয়। যেটির গানগুলো এখনো দারুণ দর্শকপ্রিয়। এর চার বছর পর ২০০৬ সালে ‘অনিকেত প্রান্তর’ রিলিজ হওয়ার পর বাকিটা যেন ইতিহাস। অনিকেত প্রান্তর অ্যালবামটি বাংলাদেশে এখন পর্যন্ত সর্বোচ্চ বিক্রি হওয়া অ্যালবামের একটি।
দীর্ঘদিন ধরেই আর্টসেলের নতুন অ্যালবামের অপেক্ষায় ছিল তাদের শ্রোতারা। অনিকেত প্রান্তর অ্যালবাম রিলিজের ১৭ বছর পার হলেও এত দিন নতুন কোনো অ্যালবাম আনেনি তারা। ‘অতৃতীয়’ অ্যালবামের সব গান শুনতে হলে ভক্তদের ৩০০ টাকা খরচ করতে হবে। আর আগামী ৯ মার্চ থেকে জি সিরিজের ইউটিউব চ্যানেলে বিনা মূল্যেই শোনা যাবে অ্যালবামের সব গান।
দীর্ঘ সময় পর আর্টসেলের ‘অতৃতীয়’ অ্যালবাম মুক্তির খবরে ব্যান্ডটির ভক্তদের পাশাপাশি বেশ উচ্ছ্বসিত আর্টসেল। ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের উচ্ছ্বাস-ভালোবাসার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তাঁরা।
আর্টসেল জানিয়েছে, তাদের প্রকাশিত নতুন অ্যালবামের ১১টি গানের সময় ধার্য করা হয়েছে ৮২ মিনিট ৪২ সেকেন্ড। গানগুলোর কথা, সুর ও সংগীত আয়োজন করেছে দলের সদস্যরাই। এবারের অ্যালবামের লাইনআপেও বেশ পরিবর্তন হয়েছে। আর্টসেলের বর্তমান লাইনআপে আছেন লিড ভোকালিস্ট ও গিটারিস্ট লিংকন ডি কস্তা, লিড গিটারে ইকবাল আসিফ জুয়েল ও কাজী ফয়সাল আহমেদ, ড্রামে কাজী সাজ্জাদুল আশেকীন, বেজ গিটার সাইফ আল নাজি।
বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ডদল আর্টসেল ১৭ বছর পর নিজেদের তৃতীয় অ্যালবাম প্রকাশ করেছে। ‘অতৃতীয়’ শিরোনামের অ্যালবামটি গতকাল বৃহস্পতিবার দুপুরে ‘গান’ নামে একটি মিউজিক্যাল অ্যাপে মুক্তি পায়। যেখানে মোট গান রয়েছে ১১টি।
এর আগে ২০০২ সালে আর্টসেলের প্রথম অ্যালবাম ‘অন্য সময়’ প্রকাশিত হয়। যেটির গানগুলো এখনো দারুণ দর্শকপ্রিয়। এর চার বছর পর ২০০৬ সালে ‘অনিকেত প্রান্তর’ রিলিজ হওয়ার পর বাকিটা যেন ইতিহাস। অনিকেত প্রান্তর অ্যালবামটি বাংলাদেশে এখন পর্যন্ত সর্বোচ্চ বিক্রি হওয়া অ্যালবামের একটি।
দীর্ঘদিন ধরেই আর্টসেলের নতুন অ্যালবামের অপেক্ষায় ছিল তাদের শ্রোতারা। অনিকেত প্রান্তর অ্যালবাম রিলিজের ১৭ বছর পার হলেও এত দিন নতুন কোনো অ্যালবাম আনেনি তারা। ‘অতৃতীয়’ অ্যালবামের সব গান শুনতে হলে ভক্তদের ৩০০ টাকা খরচ করতে হবে। আর আগামী ৯ মার্চ থেকে জি সিরিজের ইউটিউব চ্যানেলে বিনা মূল্যেই শোনা যাবে অ্যালবামের সব গান।
দীর্ঘ সময় পর আর্টসেলের ‘অতৃতীয়’ অ্যালবাম মুক্তির খবরে ব্যান্ডটির ভক্তদের পাশাপাশি বেশ উচ্ছ্বসিত আর্টসেল। ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের উচ্ছ্বাস-ভালোবাসার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তাঁরা।
আর্টসেল জানিয়েছে, তাদের প্রকাশিত নতুন অ্যালবামের ১১টি গানের সময় ধার্য করা হয়েছে ৮২ মিনিট ৪২ সেকেন্ড। গানগুলোর কথা, সুর ও সংগীত আয়োজন করেছে দলের সদস্যরাই। এবারের অ্যালবামের লাইনআপেও বেশ পরিবর্তন হয়েছে। আর্টসেলের বর্তমান লাইনআপে আছেন লিড ভোকালিস্ট ও গিটারিস্ট লিংকন ডি কস্তা, লিড গিটারে ইকবাল আসিফ জুয়েল ও কাজী ফয়সাল আহমেদ, ড্রামে কাজী সাজ্জাদুল আশেকীন, বেজ গিটার সাইফ আল নাজি।
বিতর্কের সূত্রপাত ২০২০-২১ সালের কৃষক আন্দোলনের সময়। সে সময় কঙ্গনা সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছিলেন, যেখানে তিনি পাঞ্জাবের ৭৩ বছর বয়সী বৃদ্ধা মহিন্দর কৌরের একটি ছবি শেয়ার করে দাবি করেন, তিনি নাকি শাহিনবাগের ‘বিলকিস বানু’, যাকে নাকি ১০০ টাকার বিনিময়ে আন্দোলনে আনা যায়।
১০ মিনিট আগেসিতারে জমিন পার ইউটিউবে মুক্তির ঘোষণা দেওয়ার জন্য বানানো হয়েছে একটি অ্যানাউন্সমেন্ট ভিডিও। তাতে দুই ছেলে জুনায়েদ ও আজাদকে সঙ্গী করে নিজের ব্যর্থতা নিয়ে মজা করতে দেখা গেল আমির খানকে। ভিডিওটি তৈরি হয়েছে ‘আন্দাজ আপনা আপনা’ সিনেমার বাবা-ছেলের দৃশ্যের অনুকরণে।
২ ঘণ্টা আগেমাছরাঙা টেলিভিশনের বৈঠকি গানের অনুষ্ঠান ‘তোমায় গান শোনাবো’ আজ ৬০০ পর্বের মাইলফলক স্পর্শ করতে যাচ্ছে। বিশেষ এই পর্বে আজ গান শোনাবেন সংগীতশিল্পী ফাহমিদা নবী।
৩ ঘণ্টা আগেচলচ্চিত্র তারকাদের রাজনীতির ময়দানে অবতরণের খবর নতুন নয়। এ পর্যন্ত অনেক তারকা ভারতের বিধায়ক-সাংসদ-মন্ত্রী হয়েছেন। তবে সালমান খান রাজনীতিতে জড়াবেন, বিষয়টি ঠিক হজম হচ্ছিল না ভক্তদের।
৪ ঘণ্টা আগে