বাঙ্গালির প্রাণ নেচে ওঠে বসন্ত আগমনে। ফাগুনের মাতাল সমীরণ মনোজগতে তোলে আলোড়ন। ২০০৫ সালের কোনো এক ফাগুন বিকেলে কবি মোক্তার হোসেন লিখেছিলেন ‘উপহার’ কবিতাটি।
এরপর কেটে যায় বেশ কটি বসন্ত। গত বছর এক বিকেলে কবির বাসায় বন্ধু মামুনুর গিয়েছিলেন তাঁর মিউজিক ভিডিও ‘বৃথা সম্প্রচারের’ শুটিংয়ে। শুটিং শেষে চা আড্ডার এক ফাঁকে কবি মামুনুরের হাতে তুলে দেন তার ২০১৭ সালে বইমেলায় প্রকাশিত দ্বিতীয় কাব্য গ্রন্থ ‘মহুয়া মাতাল হলে’। যেখানে প্রকাশিত হয় কবিতা ‘উপহার’।
এরপর কেটে যায় আরও কিছুদিন। এক ভোরে কবি ঘুম থেকে জেগে দেখতে পান মামুনুরের একটা ভয়েস ক্লিপ, যেখানে সুরারোপিত তারই কবিতা ‘উপহার’।
শুরু হয় উপহার গানের নির্মাণ। একে একে যুক্ত হন সংগীত আয়োজক রোমেল হাসান, গিটারিস্ট জে আর সুমন ও মিক্সিং মাস্টার জাহান ইসলাম।
কবি মোক্তার হোসেন বলেন, যে আবেগ উৎসারিত হয়েছিল তাঁর কবিতায় তিনি অবাক হয়ে শুনলেন মামুনুর তৈরি করেছেন সেই অধরা সুর। যে সুরে খেলে যায় ফাগুনের হাওয়ার অবমিশ্রিত সুখ, যে অনুভূতি তিনি রচনা ও প্রকাশ করতে চেয়েছেন এই কথামালায়।
মামুনুর নিজের প্রাণের তাগিদে গান করেন। জানান, ভালোবাসা থেকে গান করা, কোনো বাণিজ্যিক উদ্দেশ্য থেকে নয়। আর তাই তাঁর গানগুলো বর্তমান সময় থেকে একটু আলাদা। কারণ তিনি এখনো নব্বইয়ের দশকের বাংলা গানে মোহিত হয়ে আছেন। শিল্পী মামুনুর বলেন, এখন গান শুধু শোনার নয়, দেখারও। উপহার গানের মিউজিক ভিডিওটি আপাতত অনলাইন প্ল্যাটফর্ম ইউটিউবে প্রকাশ হয়েছে।
বাঙ্গালির প্রাণ নেচে ওঠে বসন্ত আগমনে। ফাগুনের মাতাল সমীরণ মনোজগতে তোলে আলোড়ন। ২০০৫ সালের কোনো এক ফাগুন বিকেলে কবি মোক্তার হোসেন লিখেছিলেন ‘উপহার’ কবিতাটি।
এরপর কেটে যায় বেশ কটি বসন্ত। গত বছর এক বিকেলে কবির বাসায় বন্ধু মামুনুর গিয়েছিলেন তাঁর মিউজিক ভিডিও ‘বৃথা সম্প্রচারের’ শুটিংয়ে। শুটিং শেষে চা আড্ডার এক ফাঁকে কবি মামুনুরের হাতে তুলে দেন তার ২০১৭ সালে বইমেলায় প্রকাশিত দ্বিতীয় কাব্য গ্রন্থ ‘মহুয়া মাতাল হলে’। যেখানে প্রকাশিত হয় কবিতা ‘উপহার’।
এরপর কেটে যায় আরও কিছুদিন। এক ভোরে কবি ঘুম থেকে জেগে দেখতে পান মামুনুরের একটা ভয়েস ক্লিপ, যেখানে সুরারোপিত তারই কবিতা ‘উপহার’।
শুরু হয় উপহার গানের নির্মাণ। একে একে যুক্ত হন সংগীত আয়োজক রোমেল হাসান, গিটারিস্ট জে আর সুমন ও মিক্সিং মাস্টার জাহান ইসলাম।
কবি মোক্তার হোসেন বলেন, যে আবেগ উৎসারিত হয়েছিল তাঁর কবিতায় তিনি অবাক হয়ে শুনলেন মামুনুর তৈরি করেছেন সেই অধরা সুর। যে সুরে খেলে যায় ফাগুনের হাওয়ার অবমিশ্রিত সুখ, যে অনুভূতি তিনি রচনা ও প্রকাশ করতে চেয়েছেন এই কথামালায়।
মামুনুর নিজের প্রাণের তাগিদে গান করেন। জানান, ভালোবাসা থেকে গান করা, কোনো বাণিজ্যিক উদ্দেশ্য থেকে নয়। আর তাই তাঁর গানগুলো বর্তমান সময় থেকে একটু আলাদা। কারণ তিনি এখনো নব্বইয়ের দশকের বাংলা গানে মোহিত হয়ে আছেন। শিল্পী মামুনুর বলেন, এখন গান শুধু শোনার নয়, দেখারও। উপহার গানের মিউজিক ভিডিওটি আপাতত অনলাইন প্ল্যাটফর্ম ইউটিউবে প্রকাশ হয়েছে।
নতুন গান প্রকাশ করল ব্যান্ড মেঘদল। শিরোনাম ‘গোলাপের নাম’। এটি মেঘদলের নতুন অ্যালবাম ‘অ্যালুমিনিয়ামের ডানা’র ৭ম গান। গানটি লিখেছেন ও সুর করেছেন শিবু কুমার শীল। ভিডিও নির্মাণ করেছেন সৌরভ সরকার।
৩ ঘণ্টা আগেএত দিনে ২০২৩ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ীদের ঘরে থাকার কথা ছিল। তবে বাস্তবতা হলো, রাজনৈতিক পট পরিবর্তনের কারণে সময়মতো আসেনি জাতীয় পুরস্কারের ঘোষণা, আয়োজন করা যায়নি অনুষ্ঠানের। শোনা যাচ্ছে, আগামী মাসেই ২০২৩ সালের বিজয়ীদের হাতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার তুলে দেওয়া হবে। গত আগস্টের আগেও সবার...
৩ ঘণ্টা আগেসংস্কৃতি খাতে জাতীয় বাজেটে ন্যূনতম ১ শতাংশ বরাদ্দের দাবি করেছেন সংস্কৃতিকর্মীরা। তাঁরা বলছেন, বিগত এক যুগে জাতীয় বাজেটের আকার বাড়লেও উল্লেখযোগ্য হারে বাড়েনি সংস্কৃতি খাতের বরাদ্দ। গত এক দশকে বাজেটে সংস্কৃতি খাতে বরাদ্দ শূন্য দশমিক শূন্য ৯ শতাংশ থেকে শূন্য দশমিক ১৬ শতাংশের ওপরে ওঠেনি...
৩ ঘণ্টা আগেবিশ্বের কাছে নতুন বিস্ময় এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তি। এআই প্রযুক্তি ব্যবহার করে নানা কণ্ঠের মিথস্ক্রিয়ায় নতুন গান তৈরি হচ্ছে দেদার। সেলিব্রিটিদের কণ্ঠ নকল করে ইউটিউব ও টিকটকে এসব মিউজিক ছাড়া হচ্ছে। তবে অনেক সংগীতশিল্পী এই কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারে বিরক্ত। রীতিমতো অস্তিত্ব সংকটে...
৩ ঘণ্টা আগে