Ajker Patrika

সন্তানদের নিয়ে বার্সেলোনা ছাড়ছেন শাকিরা, পিকের আপত্তি

সন্তানদের নিয়ে বার্সেলোনা ছাড়ছেন শাকিরা, পিকের আপত্তি

এক সময়ের জনপ্রিয় তারকা দম্পতি শাকিরা–পিকের বিচ্ছেদের ঘোষণার বেশ কিছুদিন হয়ে গেছে। কলম্বিয়ান গায়িকা শাকিরা যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের সবচেয়ে বড় শহর মিয়ামিতে যাবে বলে বহুদিন ধরেই শোনা যাচ্ছে। সেখানে তিনি তার দুই সন্তান সাশা ও মিলানকে নিয়ে যেতে চান। এমনই জানা গেছে স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার এক প্রতিবেদনে।

শাকিরা জানিয়েছেন, তিনি বার্সেলোনা ছাড়তে চান এবং দুই সন্তানকে নিয়ে মিয়ামিতে বসবাস করতে চান। আর এতেই আপত্তি পিকের। শাকিরার সঙ্গে সন্তানদের মিয়ামি পাঠাতে নারাজ স্প্যানিশ ফুটবলার জেরার্ড পিকে। পিকে কোনোমতেই তার সন্তানদের স্পেন ছাড়তে দেবেন না, এমনকি ছুটি কাটাতেও না!

তবে এবার মার্কার প্রতিবেদনে জানা যায় আগামী ১ এপ্রিল মিয়ামিতে যাচ্ছেন শাকিরা। তবে শেষ পর্যন্ত মিয়ামি যাওয়ার সময় শাকিরা তার সন্তানদের সঙ্গে নিয়ে যেতে পারবেন কি না সে বিষয়টি এখনো স্পষ্ট নয়।

শাকিরা ও জেরার্ড পিকেস্প্যানিশ সাংবাদিক সান্দ্রা আলাদ্রো জানিয়েছেন, আগামী ১ এপ্রিল মিয়ামিতে যাচ্ছেন শাকিরা। শাকিরা স্পেন ছেড়ে দিলেই পরিস্থিতি ঠান্ডা হবে। দুজনের স্পেনে অবস্থানের কারণে বিষয়টি আরও জটিল আকার ধারণ করেছে। এর প্রভাব পড়ছে বাচ্চাদের ওপর। বাচ্চারা ভালো নেই।

তবে মিয়ামি যাওয়ার সময় শাকিরা তার সন্তানদের সঙ্গে নিয়ে যেতে পারবেন না সে বিষয়ে এই সাংবাদিক কোনো তথ্য দেননি।

তারকা জুটির সম্পর্ক ভেঙে যাওয়ার দায়টা অবশ্য পিকেরই। শাকিরার সঙ্গে প্রতারণা করেছেন তিনি। অন্য নারীর সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় শাকিরার কাছে হাতেনাতে ধরা পড়ছেন ২০১০ বিশ্বকাপজয়ী তারকা। এ ঘটনায় দুই সন্তান নিয়ে তখন ইবিজা দ্বীপে চলে যান শাকিরা। 

২০১০ বিশ্বকাপের সময় প্রথম সাক্ষাৎ হয় পিকে ও শাকিরার। সেই সময় থেকেই তাঁদের প্রেমের শুরু। তবে বিয়ে করেননি তাঁরা। দীর্ঘ ১২ বছরের সম্পর্ক শেষ পর্যন্ত ভেঙেই গেল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইতিহাস দরজায় কড়া নেড়ে বলছে, ১৯৭১ থেকে পাকিস্তান কি শেখেনি কিছুই

‘আমাদের মরদেহ বাড়িতে নিয়ো না’

কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের খামারবাড়ি অবরোধের ঘোষণা

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

যশোরে আত্মগোপনে থাকা আ.লীগের শীর্ষস্থানীয় নেতাদের বাড়িতে পুলিশের অভিযান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত