Ajker Patrika

৯ বছর পর আসছে অ্যাশেজের নতুন অ্যালবাম

আপডেট : ০৩ মার্চ ২০২৩, ১২: ৩১
৯ বছর পর আসছে অ্যাশেজের নতুন অ্যালবাম

৯ বছরের অপেক্ষার পর নিজেদের দ্বিতীয় অ্যালবাম আনছে জনপ্রিয় ব্যান্ডদল অ্যাশেজ। ‘অন্তঃসারশূন্য’ শিরোনামের অ্যালবামের মুক্তি উপলক্ষে আগামী ১০ মার্চ একক কনসার্টের আয়োজন করেছে ব্যান্ডটি। এদিনই ফ্যানদের সঙ্গে আনন্দ উদ্‌যাপনে ফার্মগেটের কেআইবি মিলনায়তনে উন্মুক্ত হবে নতুন অ্যালবামটি।

জানা গেছে, ‘অন্তঃসারশূন্য’ অ্যালবামে থাকছে মোট সাতটি গান। আগে প্রকাশ পাওয়া ‘নিজের জন্য’, ‘আমি বদলে যাব’, ‘উড়ে যাওয়া পাখির চোখে’ গানগুলো ছাড়াও এতে যুক্ত হবে নতুন কিছু গান। 

অ্যালবাম প্রকাশে ৯ বছরের এই দেরি কেন, সে সম্পর্কে জানতে চাইলে ব্যান্ডটির ভোকালিস্ট জুনায়েদ ইভান বললেন, ‘কয়েক বছর ধরে কনসার্টে অনেক ব্যস্ততার মধ্য দিয়ে যেতে হচ্ছে আমাদের, আসলে এত ব্যস্ততার মধ্যে নতুন অ্যালবাম রেকর্ডিং অনেক চ্যালেঞ্জিং। এর পরেও আমাদের শ্রোতাদের ভালোবাসার প্রতিদানে আমরা অ্যালবামটি আনছি। অ্যালবামের কাজ সময় নিয়ে করেছি। শ্রোতাদের কাছে এবার গানগুলো পৌঁছাবে।’ 

প্রসঙ্গত, ২০১০ সালে ‘দ্য ৬৯’ অ্যালবামে অ্যাশেজের ‘হীন’ ও ২০১২ সালে মিক্সড অ্যালবাম ‘হাতিয়ার’-এ ছিল ‘পবিত্র পাপ’ গানটি। এরপর প্রথম একক অ্যালবাম ‘ছারপোকা’ দিয়ে ২০১৪ সালে যাত্রা শুরু ব্যান্ডটির। 

অ্যাশেজের লাইনআপ—জুনায়েদ ইভান (ভোকাল), সুলতান রাফসান খান (লিড গিটার), তৌহিদ আহমেদ বিজয় (ড্রামস), আদনান বিন জামান (কিবোর্ড) ও ওয়াহিদুজ্জামান তূর্য (বেজ গিটার)।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত