বিনোদন ডেস্ক
গত দুই মাস ধরে চলতে থাকা ‘গেরুয়া’ বিতর্ক নিয়ে মুখ খুলেছেন ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং। গতকাল শনিবার কলকাতার অ্যাকোয়াটিকায় আয়োজন করা হয় অরিজিৎ সিংয়ের কনসার্টের। মঞ্চে দাঁড়িয়ে অরিজিৎ সিং বলেন, ‘আরে এই গানটা নিয়ে শুধু শুধু বিতর্ক তৈরি হলো। গেরুয়া তো সন্ন্যাসীদের রং। স্বামী বিবেকানন্দও তো গেরুয়া পরতেন। তিনি যদি সাদা পরতেন, তাহলে কি এত বিতর্ক হতো?’ গতকাল সন্ধ্যায়ও অরিজিৎ সিং তাঁর জনপ্রিয় গান ‘গেরুয়া’ গেয়ে ভক্তদের মাতিয়েছিলেন।
ঘটনার সূত্রপাত গত ১৫ ডিসেম্বর কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে। সেদিন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আবদারে গান গেয়েছিলেন অরিজিৎ। গেয়েছিলেন তাঁর জনপ্রিয় গান ‘রং দে তু মহে গেরুয়া’। সেদিনের এই গানের জন্য বিতর্কে পড়েন অরিজিৎ। যদিও মুখ্যমন্ত্রী বারবারই বলে এসেছেন, গেরুয়ায় কারও ঠিকেদারি নেই। স্বামীজি গেরুয়া পরতেন।
গতকালের কনসার্টটি হওয়ার কথা ছিল কলকাতার ইকো পার্কে। কিন্তু শেষ মুহূর্তে ইকো পার্কের পরিবর্তে অ্যাকোয়াটিকায় আয়োজন করা হয় কনসার্টের। এর নেপথ্যের কারণ অরিজিৎ সিংয়ের গেরুয়া গান। অনুষ্ঠানের স্থান বদল নিয়ে অরিজিৎ রসিকতা করে বলেন, ‘শেষ অবধি তাহলে অনুষ্ঠান হচ্ছে। বলা হয়েছিল গন্ডগোল হতে পারে। এখানে কেউ গন্ডগোল করলে তাঁকে মঞ্চে নিয়ে আসব কিন্তু।’
গতকাল প্রায় তিন ঘণ্টা মঞ্চ মাতান অরিজিৎ। নিজের সুপারহিট গানগুলো পরিবেশন করেন তিনি। সঙ্গে গেয়েছেন কিশোর কুমার, লতা মঙ্গেশকর, হেমন্ত মুখোপাধ্যায়, মান্না দের গানও। বাদ গেল না সপ্তপদী, এমনকি শ্যামা সংগীতও। সবচেয়ে অবাক করছেন সুরজিৎ, অনিন্দ্য, শিলাজিৎ, রূপমের মতো বর্তমানের শিল্পীদের গান গেয়ে। এ ছাড়া কনসার্টে উপস্থিত ছিলেন রূপম ইসলাম। মঞ্চ থেকে নেমে রূপম ইসলামের কাছে যান অরিজিৎ সিং। দুজনে একসঙ্গে ‘এই একলা ঘর আমার দেশ’ গানটি ডুয়েট গান।
গত দুই মাস ধরে চলতে থাকা ‘গেরুয়া’ বিতর্ক নিয়ে মুখ খুলেছেন ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং। গতকাল শনিবার কলকাতার অ্যাকোয়াটিকায় আয়োজন করা হয় অরিজিৎ সিংয়ের কনসার্টের। মঞ্চে দাঁড়িয়ে অরিজিৎ সিং বলেন, ‘আরে এই গানটা নিয়ে শুধু শুধু বিতর্ক তৈরি হলো। গেরুয়া তো সন্ন্যাসীদের রং। স্বামী বিবেকানন্দও তো গেরুয়া পরতেন। তিনি যদি সাদা পরতেন, তাহলে কি এত বিতর্ক হতো?’ গতকাল সন্ধ্যায়ও অরিজিৎ সিং তাঁর জনপ্রিয় গান ‘গেরুয়া’ গেয়ে ভক্তদের মাতিয়েছিলেন।
ঘটনার সূত্রপাত গত ১৫ ডিসেম্বর কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে। সেদিন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আবদারে গান গেয়েছিলেন অরিজিৎ। গেয়েছিলেন তাঁর জনপ্রিয় গান ‘রং দে তু মহে গেরুয়া’। সেদিনের এই গানের জন্য বিতর্কে পড়েন অরিজিৎ। যদিও মুখ্যমন্ত্রী বারবারই বলে এসেছেন, গেরুয়ায় কারও ঠিকেদারি নেই। স্বামীজি গেরুয়া পরতেন।
গতকালের কনসার্টটি হওয়ার কথা ছিল কলকাতার ইকো পার্কে। কিন্তু শেষ মুহূর্তে ইকো পার্কের পরিবর্তে অ্যাকোয়াটিকায় আয়োজন করা হয় কনসার্টের। এর নেপথ্যের কারণ অরিজিৎ সিংয়ের গেরুয়া গান। অনুষ্ঠানের স্থান বদল নিয়ে অরিজিৎ রসিকতা করে বলেন, ‘শেষ অবধি তাহলে অনুষ্ঠান হচ্ছে। বলা হয়েছিল গন্ডগোল হতে পারে। এখানে কেউ গন্ডগোল করলে তাঁকে মঞ্চে নিয়ে আসব কিন্তু।’
গতকাল প্রায় তিন ঘণ্টা মঞ্চ মাতান অরিজিৎ। নিজের সুপারহিট গানগুলো পরিবেশন করেন তিনি। সঙ্গে গেয়েছেন কিশোর কুমার, লতা মঙ্গেশকর, হেমন্ত মুখোপাধ্যায়, মান্না দের গানও। বাদ গেল না সপ্তপদী, এমনকি শ্যামা সংগীতও। সবচেয়ে অবাক করছেন সুরজিৎ, অনিন্দ্য, শিলাজিৎ, রূপমের মতো বর্তমানের শিল্পীদের গান গেয়ে। এ ছাড়া কনসার্টে উপস্থিত ছিলেন রূপম ইসলাম। মঞ্চ থেকে নেমে রূপম ইসলামের কাছে যান অরিজিৎ সিং। দুজনে একসঙ্গে ‘এই একলা ঘর আমার দেশ’ গানটি ডুয়েট গান।
সিনেমা অনবদ্য অভিনয়, নির্মাণ, প্রযোজনার পাশাপাশি ব্যক্তিগত জীবন ও সম্পর্কে ইতিবাচক দৃষ্টিভঙ্গির কারণে অন্যরকম জনপ্রিয়তা রয়েছে মিস্টার পারফেকশনিস্ট খ্যাত বলিউড তারকা আমীর খান। প্রাক্তন দুই স্ত্রীর সঙ্গে এখনো বন্ধুত্বপূর্ণ ও শ্রদ্ধাশীল সম্পর্ক রয়েছে তাঁর। সম্প্রতি তাঁর মায়ের জন্মদিনে অন্য স্বজন...
২ ঘণ্টা আগেআজ শুরু হচ্ছে অমর একুশে বইমেলা। নতুন বইয়ের গন্ধে বইপ্রেমীরা মেতে উঠবে বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানে। প্রতিবছরই মেলায় খ্যাতিমান লেখকদের বই যেমন প্রকাশিত হয়, তেমনি তরুণ লেখকদের বইও আসে। পাশাপাশি শোবিজ তারকারাও উপহার দেন তাঁদের লেখা বই। সেই ধারাবাহিকতায় এ বছরও আসছে বেশ কজন তারকার নতুন..
৩ ঘণ্টা আগেঅভিনেতা হিসেবে তিনি যে দুর্দান্ত, তা বলা বাহুল্য। বলিউডে দুই যুগের বেশি সময় ধরে রাজত্ব করছেন তিনি। সেই বোমান ইরানি এবার দাঁড়ালেন ক্যামেরার পেছনে। প্রথমবারের মতো হাজির হলেন পরিচালক হিসেবে। বানিয়েছেন ‘দ্য মেহতা বয়েজ’। ৭ ফেব্রুয়ারি আমাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাবে সিনেমাটি। সম্প্রতি প্রকাশ পেয়েছে...
৩ ঘণ্টা আগেনব্বইয়ের দশকে ঢাকার মঞ্চের কয়েকজন তরুণ নাট্যপ্রেমী গড়ে তোলেন ‘প্রাচ্যনাট’ নামের নতুন নাট্যদল। নামটি দিয়েছিলেন প্রখ্যাত নাট্যকার ও গবেষক সেলিম আল দীন। ১৯৯৭ সালের ২১ ফেব্রুয়ারি দলটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। সেই থেকে দলটি যেমন নতুন নতুন নাটক উপহার দিয়েছে, তেমনি নাট্যকর্মী সৃষ্টিতেও গুরুত্বপূর্ণ...
৩ ঘণ্টা আগে