গত সপ্তাহে জানা গিয়েছিল, প্রেমিক অ্যান্ড্রু ডারনেলের সঙ্গে বিচ্ছেদ হয়েছে পপসংগীতশিল্পী ম্যাডোনার। কিন্তু সপ্তাহ না পেরোতেই আবারও নতুন প্রেমে পড়েছেন ম্যাডোনা (৬৪), এমনটাই জানিয়েছে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম পেজ সিক্স।
আন্তর্জাতিক গণমাধ্যম পেজ সিক্স ম্যাডোনার সঙ্গে তাঁর নতুন প্রেমিকের কিছু ছবি প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়, জসুয়া পপার নামের এক বক্সারের প্রেমে মজেছেন এ গায়িকা।
ম্যাডোনার জন্ম ১৯৫৮ সালের ১৬ আগস্ট। আমেরিকান গায়িকা, গীতিকার এবং অভিনেত্রী ম্যাডোনাকে বলা হয় ‘কুইন অব পপ’।
গত শুক্রবার রাতে আমেরিকার একটি বক্সিং প্রতিযোগিতায় অংশ নেন জসুয়া। সেদিন গ্যালারিতে উপস্থিত ছিলেন ম্যাডোনাও। সেই বক্সিং ম্যাচে জয়লাভের পর জসুয়ার কাছে ছুটে যান ম্যাডোনা। পরে ক্যামেরায় একসঙ্গে হাস্যোজ্জ্বল ভঙ্গিতে ক্যামেরাবন্দী হন তাঁরা। সেখানে উপস্থিত বিভিন্ন সংবাদমাধ্যমের বেশ কয়েকজন সাংবাদিক জানান, জসুয়ার জয়লাভে ম্যাডোনার আনন্দ সীমা ছাড়িয়েছিল।
ম্যাডোনার সর্বশেষ প্রেমিক ছিলেন ২৩ বছর বয়সী অ্যান্ড্রু ডারনেল। গত সপ্তাহে প্রেমিক অ্যান্ড্রু ডারনেলের সঙ্গে বিচ্ছেদ হয়েছে ম্যাডোনার। মাত্র পাঁচ মাসেই বিচ্ছেদ হয়ে যায় তাঁদের। আত্মবিশ্বাসের সংকট থাকায় এই সম্পর্ক থেকে বেরিয়ে এসেছেন বলে জানিয়েছেন গায়িকা। প্রায় পাঁচ মাস ডেটিং করেছেন তাঁরা।
এখন পর্যন্ত দুবার বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন ম্যাডোনা। তাঁর প্রথম স্বামী কারলোস লিওন ও দ্বিতীয় স্বামী ছিলেন গাই রিচি। বহু আগেই দুই সংসারের ইতি টেনেছেন এই গায়িকা।
এ ছাড়া ম্যাডোনার প্রেমিকের তালিকায় ছিলেন পপগায়ক ড্যান গিলোরি, মার্কিন গ্রাফিতি শিল্পী জিন মিশেল বাসকুয়েট, প্রয়াত মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডির ছেলে জন এফ কেনেডি জুনিয়র, মার্কিন র্যাপার ভ্যানিলা আইস, ব্রিটিশ চলচ্চিত্র প্রযোজক অ্যান্ডি বার্ড।
গত সপ্তাহে জানা গিয়েছিল, প্রেমিক অ্যান্ড্রু ডারনেলের সঙ্গে বিচ্ছেদ হয়েছে পপসংগীতশিল্পী ম্যাডোনার। কিন্তু সপ্তাহ না পেরোতেই আবারও নতুন প্রেমে পড়েছেন ম্যাডোনা (৬৪), এমনটাই জানিয়েছে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম পেজ সিক্স।
আন্তর্জাতিক গণমাধ্যম পেজ সিক্স ম্যাডোনার সঙ্গে তাঁর নতুন প্রেমিকের কিছু ছবি প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়, জসুয়া পপার নামের এক বক্সারের প্রেমে মজেছেন এ গায়িকা।
ম্যাডোনার জন্ম ১৯৫৮ সালের ১৬ আগস্ট। আমেরিকান গায়িকা, গীতিকার এবং অভিনেত্রী ম্যাডোনাকে বলা হয় ‘কুইন অব পপ’।
গত শুক্রবার রাতে আমেরিকার একটি বক্সিং প্রতিযোগিতায় অংশ নেন জসুয়া। সেদিন গ্যালারিতে উপস্থিত ছিলেন ম্যাডোনাও। সেই বক্সিং ম্যাচে জয়লাভের পর জসুয়ার কাছে ছুটে যান ম্যাডোনা। পরে ক্যামেরায় একসঙ্গে হাস্যোজ্জ্বল ভঙ্গিতে ক্যামেরাবন্দী হন তাঁরা। সেখানে উপস্থিত বিভিন্ন সংবাদমাধ্যমের বেশ কয়েকজন সাংবাদিক জানান, জসুয়ার জয়লাভে ম্যাডোনার আনন্দ সীমা ছাড়িয়েছিল।
ম্যাডোনার সর্বশেষ প্রেমিক ছিলেন ২৩ বছর বয়সী অ্যান্ড্রু ডারনেল। গত সপ্তাহে প্রেমিক অ্যান্ড্রু ডারনেলের সঙ্গে বিচ্ছেদ হয়েছে ম্যাডোনার। মাত্র পাঁচ মাসেই বিচ্ছেদ হয়ে যায় তাঁদের। আত্মবিশ্বাসের সংকট থাকায় এই সম্পর্ক থেকে বেরিয়ে এসেছেন বলে জানিয়েছেন গায়িকা। প্রায় পাঁচ মাস ডেটিং করেছেন তাঁরা।
এখন পর্যন্ত দুবার বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন ম্যাডোনা। তাঁর প্রথম স্বামী কারলোস লিওন ও দ্বিতীয় স্বামী ছিলেন গাই রিচি। বহু আগেই দুই সংসারের ইতি টেনেছেন এই গায়িকা।
এ ছাড়া ম্যাডোনার প্রেমিকের তালিকায় ছিলেন পপগায়ক ড্যান গিলোরি, মার্কিন গ্রাফিতি শিল্পী জিন মিশেল বাসকুয়েট, প্রয়াত মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডির ছেলে জন এফ কেনেডি জুনিয়র, মার্কিন র্যাপার ভ্যানিলা আইস, ব্রিটিশ চলচ্চিত্র প্রযোজক অ্যান্ডি বার্ড।
সাধারণত ‘সুপারস্টার’ কিংবা ‘মেগাস্টার’—এ ধরনের তকমা পছন্দ নয় দেবের। রঘু ডাকাত সিনেমায়ও তাঁর নামের আগে মেগাস্টার শব্দটি ব্যবহার করার বিরোধী ছিলেন তিনি।
৬ ঘণ্টা আগেনায়ক জসীমের ছেলে ‘ওন্ড’ ব্যান্ডের ভোকাল এ কে রাতুল মারা গেছেন। আজ রোববার বেলা সাড়ে ৩টার দিকে জিমে শরীরচর্চা করার সময় তিনি হৃদ্রোগে আক্রান্ত হন। এরপর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। রাতুলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সংগীতশিল্পী আলিফ আলাউদ্দীনসহ একাধিকজন।
৭ ঘণ্টা আগেবলিউড অভিনেত্রী কারিশমা কাপুরের সাবেক স্বামী বিশিষ্ট ব্যবসায়ী সঞ্জয় কাপুর গত ১২ জুন মারা গেছেন। তাঁর আকস্মিক মৃত্যুর এক মাস পর, তাঁর পরিবারের ৩০ হাজার কোটি রুপির সম্পত্তি নিয়ে নতুন করে বিরোধ দেখা দিয়েছে।
৭ ঘণ্টা আগেবলিউড অভিনেত্রী তনুশ্রী দত্ত আবারও খবরের শিরোনামে এসেছেন। তবে এবার কোনো সিনেমা নয়, শ্রাবণ মাসে পাঁঠার মাংস খাওয়ার সিদ্ধান্তকে কেন্দ্র করে বিতর্কের মুখে পড়েছেন তিনি। সম্প্রতি একটি ভিডিও পোস্ট করে অভিনেত্রী তাঁর উপবাস ও খাদ্য গ্রহণ নিয়ে ব্যক্তিগত ও সাংস্কৃতিক দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন।
৮ ঘণ্টা আগে