অসুস্থ হয়ে বিশ্রামে আছেন জনপ্রিয় সংগীতশিল্পী তৌসিফ আহমেদ। ছয় মাস থাকতে হবে চিকিৎসকের পর্যবেক্ষণে। গত মাসে শারীরিকভাবে অসুস্থবোধ করলে চিকিৎসকের শরণাপন্ন হন তিনি। পরীক্ষা নিরীক্ষা শেষে চিকিৎসকেরা জানান, তৌসিফের হার্ট অ্যাটাক হয়েছে, সেই সঙ্গে মাইল্ড স্ট্রোক হয়ে ব্রেনের ডান পাশে রক্ত জমাট বেঁধেছে তাঁর। আগামী ছয় মাস থাকতে হবে বিশ্রামে ও ডাক্তারের পর্যবেক্ষণে।
এ বিষয়ে জানতে চাইলে তৌসিফ বলেন, ‘আগে থেকেই অসুস্থ বোধ করছিলাম। মাঝে মাঝে অজ্ঞান হয়ে পড়তাম। প্রথমে চিকিৎসকেরা ধরতে পারছিলেন না। গত মাসে অসুস্থবোধ করলে হাসপাতালে যাই। সেখানে গিয়ে ইসিজি করার পর হার্টের সমস্যা ধরে পড়ে। পরীক্ষার পর চিকিৎসক জানান, আমার হার্ট অ্যাটাক হয়েছে। সাবধানের থাকার পরামর্শ দিয়ে জানান, সামনে বড় ধরনের অ্যাটাকও হতে পারে।’
পরে বাসায় আবারও অজ্ঞান হয়ে পড়লে পরীক্ষা নিরীক্ষার পর চিকিৎসকেরা জানিয়েছেন, ব্রেনের ডান পাশে রক্ত জমাট বেঁধেছে তাঁর। তৌসিফ এখন নিউরো সায়েন্স হাসপাতালের নিউরো সার্জন বিভাগের প্রধান প্রফেসর সাবের হোসেনের চৌধুরীর তত্ত্বাবধানে আছেন।
বর্তমান শারীরিক অবস্থা জানিয়ে তৌসিফ বলেন, ‘প্রফেসর সাবের হোসেনের পরামর্শ অনুযায়ী ওষুধ চলছে। ছয় মাস পর্যবেক্ষণের পর সিদ্ধান্ত নেওয়া হবে সার্জারি করতে হবে কিনা।’
অসুস্থ হওয়ার পর বাসাতেই সময় কাটছে তৌসিফের। এখন কোনো ধরনের কাজ না করার পরামর্শ দেওয়া হয়েছে তাঁকে। তৌসিফ বলেন, ‘গত এক মাস বাসায় শুয়ে-বসে সময় কাটছে। আগামী ছয় মাসের মতো বিশ্রামে থাকতে হবে। সবার কাছে দোয়া চাই। যেন শিগগিরই স্বাভাবিক জীবনে ফিরতে পারি।’
এর আগে ২০২২ সালের এপ্রিল মাসে হার্ট অ্যাটাক হয়েছিল তৌসিফের। সে সময় ধানমন্ডির একটি হাসপাতালে ছয় ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হয়েছিল তাঁকে।
দেশের অডিও জগতের জনপ্রিয় সংগীতশিল্পী তৌসিফের প্রথম একক অ্যালবাম ‘অভিপ্রায়’ প্রকাশিত হয় ২০০৭ সালে। ‘দূরে কোথাও আছি বসে’, ‘বৃষ্টি ঝরে যায়’, ‘এ মনের আঙিনায়’, ‘জান পাখি’সহ জনপ্রিয় অনেক গান রয়েছে তাঁর ঝুলিতে। গাওয়ার পাশাপাশি তিনি গান লেখেন, সুর ও সংগীতায়োজন করেন।
অসুস্থ হয়ে বিশ্রামে আছেন জনপ্রিয় সংগীতশিল্পী তৌসিফ আহমেদ। ছয় মাস থাকতে হবে চিকিৎসকের পর্যবেক্ষণে। গত মাসে শারীরিকভাবে অসুস্থবোধ করলে চিকিৎসকের শরণাপন্ন হন তিনি। পরীক্ষা নিরীক্ষা শেষে চিকিৎসকেরা জানান, তৌসিফের হার্ট অ্যাটাক হয়েছে, সেই সঙ্গে মাইল্ড স্ট্রোক হয়ে ব্রেনের ডান পাশে রক্ত জমাট বেঁধেছে তাঁর। আগামী ছয় মাস থাকতে হবে বিশ্রামে ও ডাক্তারের পর্যবেক্ষণে।
এ বিষয়ে জানতে চাইলে তৌসিফ বলেন, ‘আগে থেকেই অসুস্থ বোধ করছিলাম। মাঝে মাঝে অজ্ঞান হয়ে পড়তাম। প্রথমে চিকিৎসকেরা ধরতে পারছিলেন না। গত মাসে অসুস্থবোধ করলে হাসপাতালে যাই। সেখানে গিয়ে ইসিজি করার পর হার্টের সমস্যা ধরে পড়ে। পরীক্ষার পর চিকিৎসক জানান, আমার হার্ট অ্যাটাক হয়েছে। সাবধানের থাকার পরামর্শ দিয়ে জানান, সামনে বড় ধরনের অ্যাটাকও হতে পারে।’
পরে বাসায় আবারও অজ্ঞান হয়ে পড়লে পরীক্ষা নিরীক্ষার পর চিকিৎসকেরা জানিয়েছেন, ব্রেনের ডান পাশে রক্ত জমাট বেঁধেছে তাঁর। তৌসিফ এখন নিউরো সায়েন্স হাসপাতালের নিউরো সার্জন বিভাগের প্রধান প্রফেসর সাবের হোসেনের চৌধুরীর তত্ত্বাবধানে আছেন।
বর্তমান শারীরিক অবস্থা জানিয়ে তৌসিফ বলেন, ‘প্রফেসর সাবের হোসেনের পরামর্শ অনুযায়ী ওষুধ চলছে। ছয় মাস পর্যবেক্ষণের পর সিদ্ধান্ত নেওয়া হবে সার্জারি করতে হবে কিনা।’
অসুস্থ হওয়ার পর বাসাতেই সময় কাটছে তৌসিফের। এখন কোনো ধরনের কাজ না করার পরামর্শ দেওয়া হয়েছে তাঁকে। তৌসিফ বলেন, ‘গত এক মাস বাসায় শুয়ে-বসে সময় কাটছে। আগামী ছয় মাসের মতো বিশ্রামে থাকতে হবে। সবার কাছে দোয়া চাই। যেন শিগগিরই স্বাভাবিক জীবনে ফিরতে পারি।’
এর আগে ২০২২ সালের এপ্রিল মাসে হার্ট অ্যাটাক হয়েছিল তৌসিফের। সে সময় ধানমন্ডির একটি হাসপাতালে ছয় ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হয়েছিল তাঁকে।
দেশের অডিও জগতের জনপ্রিয় সংগীতশিল্পী তৌসিফের প্রথম একক অ্যালবাম ‘অভিপ্রায়’ প্রকাশিত হয় ২০০৭ সালে। ‘দূরে কোথাও আছি বসে’, ‘বৃষ্টি ঝরে যায়’, ‘এ মনের আঙিনায়’, ‘জান পাখি’সহ জনপ্রিয় অনেক গান রয়েছে তাঁর ঝুলিতে। গাওয়ার পাশাপাশি তিনি গান লেখেন, সুর ও সংগীতায়োজন করেন।
রাজধানীর উত্তরায় দিয়াবাড়িতে বিমানবাহিনীর এফ-৭ বিজেআই প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটেছে। নিহত ও আহত ব্যক্তিদের প্রতি সমবেদনা জানিয়ে শোক প্রকাশ করেছেন শোবিজ তারকারা। একই সঙ্গে তাঁরা আহত ব্যক্তিদের চিকিৎসার্থে এগিয়ে আসার জন্য সবাইকে আহ্বান জানিয়েছেন।
৪ ঘণ্টা আগেরবি কিষাণ বলেন, ‘সে আমার দুঃসময়ের সঙ্গী। যখন আমার কিছুই ছিল না, কোনো অর্থ সম্পদ ছিল না; তখনো সে আমার সঙ্গ ছাড়েনি। সকল উত্থান পতনে একমাত্র ভরসা হয়ে সে ছিল আমার পাশে। আজ আমার যত অর্জন, যত সাফল্য; সবই তার জন্য।’
৯ ঘণ্টা আগেজাই উলফের আসল নাম সজীব সাহা। বাংলাদেশে জন্ম নেওয়া এই মার্কিন শিল্পী অনেক নামীদামি ফেস্টিভ্যালে তাঁর পারফরম্যান্স দিয়ে মুগ্ধ করেছেন শ্রোতাদের। এবার প্রথমবারের মতো বাংলাদেশে পারফর্ম করতে আসছেন জাই উলফ।
১১ ঘণ্টা আগেএক আফ্রিকান ব্রিটিশ যুবক লন্ডনের ইসকনের নিরামিষ রেস্তোরাঁয় প্রবেশ করেন। হঠাৎ ব্যাগ থেকে কেএফসির একটি বাক্স বের করেন। সেখানে দাঁড়িয়ে সবাইকে দেখিয়ে চিকেন ফ্রাই খেতে শুরু করেন।
১২ ঘণ্টা আগে