Ajker Patrika

অফিশিয়াল আমন্ত্রণে ওম্যাক্সে যাচ্ছি

এম এস রানা, ঢাকা
আপডেট : ০১ অক্টোবর ২০২১, ১৫: ২৯
অফিশিয়াল আমন্ত্রণে ওম্যাক্সে যাচ্ছি

পর্তুগালের পোর্তো শহরে ২৭ থেকে ৩১ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্বের বৃহত্তম সংগীত সম্মেলন ওম্যাক্স (ওয়ার্ল্ডওয়াইড মিউজিক এক্সপো)। বাংলাদেশের পক্ষ থেকে সম্মেলনে অংশ নেবেন চিরকুট ব্যান্ডের শারমিন সুলতানা সুমি। এবারই প্রথম অফিশিয়াল আমন্ত্রণ পেলেন বাংলাদেশের কোনো সংগীত ব্যক্তিত্ব। সুমির সঙ্গে কথা বলেছেন এম এস রানা

অফিশিয়াল আমন্ত্রণ পেয়ে ওম্যাক্সে অংশ নিচ্ছেন। কীভাবে এল আমন্ত্রণ?
বাংলাদেশের ব্যান্ড হিসেবে চিরকুট দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক নানা আয়োজনে অংশ নিচ্ছে। ২০১৬ সালে টেক্সাসের সাউথ বাই সাউথ ওয়েস্ট ফেস্টিভ্যাল অব অস্টিনে অংশ নিয়েছিলাম আমরা। উৎসবের পরিচালক টড আমাদের পারফরম্যান্স দেখেছেন। তিনি এ বছর ওম্যাক্স ২১-এর জুরি সদস্য। টড আমাকে উৎসবে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছেন।

ওম্যাক্স সম্পর্কে বলুন।
প্রতিবছর অক্টোবরে ভিন্ন ভিন্ন দেশে অনুষ্ঠিত হয় এই সম্মেলন। এবার হবে পর্তুগালের পোর্তো শহরে। ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, বিশ্বের ৯০টি দেশের ২৬০ জন সংগীতশিল্পীসহ আড়াই হাজারেরও বেশি সংগীত পেশাদার অংশ নেন এই সম্মেলনে। বিশ্বের বৃহত্তর এই সংগীত উৎসবে খ্যাতিমান সংগীত পেশাদাররা একত্রিত হন, মতবিনিময় করেন। এই উৎসবকে সারা বিশ্বের আন্ডারগ্রাউন্ড, ফোক, রক, জ্যাজ, লোকাল মিউজিকসহ সব ধরনের মিউজিকের বৃহত্তম মার্কেটও বলা হয়ে থাকে।

এবার উৎসবে সাত শতাধিক সংগীত প্রযোজনা প্রতিষ্ঠান অংশ নেবে। একাধিক মঞ্চে থাকছে শিল্পীদের পরিবেশনা, অ্যাওয়ার্ড প্রদানসহ নানা আয়োজন। 

আপনি কবে যাচ্ছেন?
২০ অক্টোবর সুইজারল্যান্ডে যাব। সেখানে গান নিয়ে একটা মিটিং আছে। ২৫ তারিখে লিসবনে পৌঁছানোর পরিকল্পনা আছে। সেখান থেকে পোর্তো শহরে যাব ২৬ অক্টোবর।

শারমিন সুলতানা সুমিসুইজারল্যান্ডে কী নিয়ে আলোচনা?
আমার একজন পুরোনো বন্ধু আছে সুইস ফিল্ম মেকার। তারা ইন্টারন্যাশনাল মার্কেটে ছবি বানায়। তাদের সঙ্গে গানের বিষয়ে আলোচনা। 

সুইস ছবিতে গান করছেন?
ছবির গান নয়, অন্য একটি প্রজেক্টের গান নিয়ে আলোচনা।

বাংলাদেশ থেকে আর কেউ যাচ্ছেন ওম্যাক্সে? 
এ বছর আর কেউ যাচ্ছেন না। যত দূর জানি, এর আগেও কেউ যাননি। এবারই প্রথম যাচ্ছি আমি।

উৎসবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন, কেমন লাগছে? সেখানে কী নিয়ে আলোচনা করবেন?
এমন একটি মর্যাদাপূর্ণ বৈশ্বিক সংগীত মঞ্চে চিরকুটের হয়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পারাটা সত্যিই আনন্দের। উৎসবে আমি সমৃদ্ধ বাংলাদেশি সংগীত ঐতিহ্য তুলে ধরতে চাই। বাংলাদেশের ফোক, ব্যান্ডসহ সব ধরনের গানের কথা বলতে চাই। ইতিমধ্যে বিশ্বের অনেক সংগীত প্রযোজক, ব্যক্তিত্ব আমার সঙ্গে যোগাযোগ করছেন। এ এক নতুন অভিজ্ঞতা!

নতুন গানের খবর কী?
ছয়টি নতুন গান তৈরি হয়ে আছে। যাওয়ার আগে একটা গান রিলিজ দিয়ে যাব। অমিতাভ রেজার ‘রিকশা গার্ল’ ছবিতে বাংলাদেশি ভার্সনের জন্য দুটি গান করলাম। আরটিভির মিউজিক অ্যাওয়ার্ডে সেরা ব্যান্ডের নমিনেশন পেয়েছে চিরকুট।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত