বিনোদন প্রতিবেদক, ঢাকা
ফিরোজ সাঁইয়ের গাওয়া জনপ্রিয় গান ‘এক সেকেন্ডের নাই ভরসা, বন্ধ হইব রং তামাশা, চক্ষু মুদিলে, হায়রে দম ফুরাইলে।’ গানটির প্রথম চার লাইন নিয়ে নতুন করে গান বাঁধলেন ডিজে রাহাত ও আদিব কবীর। গানে কণ্ঠ দিয়েছেন পারভেজ সাজ্জাদ ও ঢাকায় বসবাস করা নাইজেরিয়ান শিল্পী ওলি বয়। ফিরোজ সাঁইয়ের ‘এক সেকেন্ডের নাই ভরসা’ গানটির প্রথম চার লাইন নিয়ে গানের বাকি কথা লিখেছেন ওলি বয়। গানের শিরোনাম রেখেছেন ‘এক সেকেন্ডের নাই ভরসা’। মুক্তি দেওয়া হবে আগামীকাল বৃহস্পতিবার ডিজে রাহাত ইউটিউব চ্যানেল ও এটিভি ইউএসএ মিউজিক ইউটিউব চ্যানেল।
ওলি বয় আগেও বাংলা গান করেছেন। বিশেষ করে কোক স্টুডিও বাংলায় শায়ান চৌধুরী অর্ণবের ‘তাঁতী’ গানে কণ্ঠ দিয়ে নজর কেড়েছেন ওলি বয়। অন্যদিকে আদিব কবীর র্যাপ মিউজিক করে জনপ্রিয় হয়েছেন। সর্বশেষ গত ২৫ জুন প্রকাশিত হয়েছে তাঁর করা আশা ভোঁসলের গাওয়া ‘খুব চেনা চেনা মুখখানি তোমার’ গানটির রিমেক। এই গানে নতুন করে কণ্ঠ দিয়েছেন আয়েশা আজাদ, র্যাপ অংশ গেয়েছেন আদিব। ফোক গানের জনপ্রিয় শিল্পী পারভেজ সাজ্জাদ আধুনিক গানেও শ্রোতাপ্রিয় হয়েছেন। হৃদয় খানের কম্পোজিশনে ‘যাবি যদি উড়ে দূরে নীল অজানাতে’ তাঁর গাওয়া অন্যতম জনপ্রিয় গান।
অন্যদিকে বাংলাদেশের জনপ্রিয় ডিজে ও সংগীত প্রযোজক রাহাত এরই মধ্যে একটি অনন্য মাইলফলক ছুঁয়েছেন; ইউটিউবে একটি একক ট্র্যাকে ১৫০ মিলিয়ন ভিউ হয়েছে তাঁর। রাহাত জানিয়েছেন, ‘বাংলা ফোক ম্যাশআপ’ শিরোনামের এই ট্র্যাক ১ অক্টোবর, ২০১৯ তারিখে প্রকাশিত হয়েছিল এবং এখন এটি বিশ্বের প্রথম ফোক ম্যাশআপে পরিণত হয়েছে, যা প্ল্যাটফর্মে ১৫০ মিলিয়ন ভিউ পেয়েছে। ডিজে রাহাত প্রযোজিত এবং পারভেজ সাজ্জাদের গাওয়া এই ট্র্যাক ১০টি জনপ্রিয় বাংলা লোকগানের রিমিক্স। সমসাময়িক ইলেকট্রনিক মিউজিকের সঙ্গে বাংলার ঐতিহ্যবাহী সুরের মিশ্রণ ঘটানো হয়েছে এই ম্যাশআপে।
ডিজে রাহাত স্থায়ী হয়েছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে। পারভেজও এখন আছেন সেখানে। অন্যদিকে নাইজেরিয়ান শিল্পী ওলি বয় ও ডিজে আদিব কবীর থাকেন ঢাকায়। এই চার শিল্পীর যৌথ অংশগ্রহণে তৈরি হয়েছে নতুন গানটি। ট্র্যাপ মিউজিক ধাঁচের গানটি নিয়ে নিউইয়র্ক থেকে রাহাত বলেন, ‘এই গান করার সময় আমাদের মাথায় দুটি বিষয় ছিল। একটি হচ্ছে এখনকার জেন-জিরা যে ধরনের মিউজিক ট্র্যাক ওয়ার্ল্ডওয়াইড শুনছে, সেই ধরনের মিউজিক ট্র্যাক তৈরি করা। যেটা হবে একটু পপিস সাউন্ড। দ্বিতীয়ত, আমাদের শিকড়ের কোনো একটা গান যদি এই মিউজিকের সঙ্গে যুক্ত করতে পারি, তাহলে নিজস্ব গানের জায়গাটাও থাকে। তাই আমরা ফিরোজ সাঁইয়ের এক সেকেন্ডের নাই ভরসা গানের প্রথম চারটা লাইনসহ গানটি তৈরি করেছি।’
ফিরোজ সাঁইয়ের গাওয়া জনপ্রিয় গান ‘এক সেকেন্ডের নাই ভরসা, বন্ধ হইব রং তামাশা, চক্ষু মুদিলে, হায়রে দম ফুরাইলে।’ গানটির প্রথম চার লাইন নিয়ে নতুন করে গান বাঁধলেন ডিজে রাহাত ও আদিব কবীর। গানে কণ্ঠ দিয়েছেন পারভেজ সাজ্জাদ ও ঢাকায় বসবাস করা নাইজেরিয়ান শিল্পী ওলি বয়। ফিরোজ সাঁইয়ের ‘এক সেকেন্ডের নাই ভরসা’ গানটির প্রথম চার লাইন নিয়ে গানের বাকি কথা লিখেছেন ওলি বয়। গানের শিরোনাম রেখেছেন ‘এক সেকেন্ডের নাই ভরসা’। মুক্তি দেওয়া হবে আগামীকাল বৃহস্পতিবার ডিজে রাহাত ইউটিউব চ্যানেল ও এটিভি ইউএসএ মিউজিক ইউটিউব চ্যানেল।
ওলি বয় আগেও বাংলা গান করেছেন। বিশেষ করে কোক স্টুডিও বাংলায় শায়ান চৌধুরী অর্ণবের ‘তাঁতী’ গানে কণ্ঠ দিয়ে নজর কেড়েছেন ওলি বয়। অন্যদিকে আদিব কবীর র্যাপ মিউজিক করে জনপ্রিয় হয়েছেন। সর্বশেষ গত ২৫ জুন প্রকাশিত হয়েছে তাঁর করা আশা ভোঁসলের গাওয়া ‘খুব চেনা চেনা মুখখানি তোমার’ গানটির রিমেক। এই গানে নতুন করে কণ্ঠ দিয়েছেন আয়েশা আজাদ, র্যাপ অংশ গেয়েছেন আদিব। ফোক গানের জনপ্রিয় শিল্পী পারভেজ সাজ্জাদ আধুনিক গানেও শ্রোতাপ্রিয় হয়েছেন। হৃদয় খানের কম্পোজিশনে ‘যাবি যদি উড়ে দূরে নীল অজানাতে’ তাঁর গাওয়া অন্যতম জনপ্রিয় গান।
অন্যদিকে বাংলাদেশের জনপ্রিয় ডিজে ও সংগীত প্রযোজক রাহাত এরই মধ্যে একটি অনন্য মাইলফলক ছুঁয়েছেন; ইউটিউবে একটি একক ট্র্যাকে ১৫০ মিলিয়ন ভিউ হয়েছে তাঁর। রাহাত জানিয়েছেন, ‘বাংলা ফোক ম্যাশআপ’ শিরোনামের এই ট্র্যাক ১ অক্টোবর, ২০১৯ তারিখে প্রকাশিত হয়েছিল এবং এখন এটি বিশ্বের প্রথম ফোক ম্যাশআপে পরিণত হয়েছে, যা প্ল্যাটফর্মে ১৫০ মিলিয়ন ভিউ পেয়েছে। ডিজে রাহাত প্রযোজিত এবং পারভেজ সাজ্জাদের গাওয়া এই ট্র্যাক ১০টি জনপ্রিয় বাংলা লোকগানের রিমিক্স। সমসাময়িক ইলেকট্রনিক মিউজিকের সঙ্গে বাংলার ঐতিহ্যবাহী সুরের মিশ্রণ ঘটানো হয়েছে এই ম্যাশআপে।
ডিজে রাহাত স্থায়ী হয়েছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে। পারভেজও এখন আছেন সেখানে। অন্যদিকে নাইজেরিয়ান শিল্পী ওলি বয় ও ডিজে আদিব কবীর থাকেন ঢাকায়। এই চার শিল্পীর যৌথ অংশগ্রহণে তৈরি হয়েছে নতুন গানটি। ট্র্যাপ মিউজিক ধাঁচের গানটি নিয়ে নিউইয়র্ক থেকে রাহাত বলেন, ‘এই গান করার সময় আমাদের মাথায় দুটি বিষয় ছিল। একটি হচ্ছে এখনকার জেন-জিরা যে ধরনের মিউজিক ট্র্যাক ওয়ার্ল্ডওয়াইড শুনছে, সেই ধরনের মিউজিক ট্র্যাক তৈরি করা। যেটা হবে একটু পপিস সাউন্ড। দ্বিতীয়ত, আমাদের শিকড়ের কোনো একটা গান যদি এই মিউজিকের সঙ্গে যুক্ত করতে পারি, তাহলে নিজস্ব গানের জায়গাটাও থাকে। তাই আমরা ফিরোজ সাঁইয়ের এক সেকেন্ডের নাই ভরসা গানের প্রথম চারটা লাইনসহ গানটি তৈরি করেছি।’
সীমা বিশ্বাসের চরিত্রের সাজপোশাক দেখে অনুমান করা যাচ্ছে, সিনেমায় তাঁকে শেখ হাসিনার চরিত্রে দেখা যাবে। তাঁর অভিব্যক্তি, পরনের ঢাকাই জামদানি শাড়ি ও মাথায় ঘোমটা দেওয়ার ধরনে তেমনটাই ধারনা করা হচ্ছে।
২৪ মিনিট আগেসঞ্জয় লীলা বনসালীর আগের ছবি ‘হাম দিল দে চুকে সনমের’ শুটিংয়ের সময় সালমান খান ও ঐশ্বরিয়া রায়ের মধ্যে শুরু হয় তুমুল প্রেম। বলিউডের সবচেয়ে আলোচিত সেই প্রেমকাহিনিতে ছিল উত্তেজনা, অধিকারবোধ আর দ্বন্দ্বের ছায়া। ‘দেবদাস’-এর শুটিং যখন শুরু হয়, তখন তাদের সম্পর্ক পৌঁছেছে ভাঙনের কিনারায়।
৪ ঘণ্টা আগেবলিউডে টক শোর রাজত্ব এত দিন ছিল করণ জোহরের হাতে। এবার সেই মঞ্চ কেঁপে উঠবে দুই সাহসী আর ঠোঁটকাটা অভিনেত্রীর দাপটে। প্রাইম ভিডিও আনছে নতুন টক শো। সেটির উপস্থাপনায় থাকবেন কাজল ও টুইঙ্কেল খান্না।
৫ ঘণ্টা আগেইরানের এই সময়ের সবচেয়ে আলোচিত নির্মাতা জাফর পানাহি। শেষ তিন দশকে সিনেমা বানানোর অধিকারের জন্য, শিল্পীর স্বাধীনতার জন্য তিনি অনেক লড়াই করেছেন ইরান সরকারের বিরুদ্ধে। ফলে তিনবার কারাবরণ করতে হয়েছে পানাহিকে। তাঁর সিনেমা নির্মাণের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল, ছিল সাক্ষাৎকার দেওয়া কিংবা বিদেশে...
৫ ঘণ্টা আগে