বিনোদন প্রতিবেদক, ঢাকা
ফিরোজ সাঁইয়ের গাওয়া জনপ্রিয় গান ‘এক সেকেন্ডের নাই ভরসা, বন্ধ হইব রং তামাশা, চক্ষু মুদিলে, হায়রে দম ফুরাইলে।’ গানটির প্রথম চার লাইন নিয়ে নতুন করে গান বাঁধলেন ডিজে রাহাত ও আদিব কবীর। গানে কণ্ঠ দিয়েছেন পারভেজ সাজ্জাদ ও ঢাকায় বসবাস করা নাইজেরিয়ান শিল্পী ওলি বয়। ফিরোজ সাঁইয়ের ‘এক সেকেন্ডের নাই ভরসা’ গানটির প্রথম চার লাইন নিয়ে গানের বাকি কথা লিখেছেন ওলি বয়। গানের শিরোনাম রেখেছেন ‘এক সেকেন্ডের নাই ভরসা’। মুক্তি দেওয়া হবে আগামীকাল বৃহস্পতিবার ডিজে রাহাত ইউটিউব চ্যানেল ও এটিভি ইউএসএ মিউজিক ইউটিউব চ্যানেল।
ওলি বয় আগেও বাংলা গান করেছেন। বিশেষ করে কোক স্টুডিও বাংলায় শায়ান চৌধুরী অর্ণবের ‘তাঁতী’ গানে কণ্ঠ দিয়ে নজর কেড়েছেন ওলি বয়। অন্যদিকে আদিব কবীর র্যাপ মিউজিক করে জনপ্রিয় হয়েছেন। সর্বশেষ গত ২৫ জুন প্রকাশিত হয়েছে তাঁর করা আশা ভোঁসলের গাওয়া ‘খুব চেনা চেনা মুখখানি তোমার’ গানটির রিমেক। এই গানে নতুন করে কণ্ঠ দিয়েছেন আয়েশা আজাদ, র্যাপ অংশ গেয়েছেন আদিব। ফোক গানের জনপ্রিয় শিল্পী পারভেজ সাজ্জাদ আধুনিক গানেও শ্রোতাপ্রিয় হয়েছেন। হৃদয় খানের কম্পোজিশনে ‘যাবি যদি উড়ে দূরে নীল অজানাতে’ তাঁর গাওয়া অন্যতম জনপ্রিয় গান।
অন্যদিকে বাংলাদেশের জনপ্রিয় ডিজে ও সংগীত প্রযোজক রাহাত এরই মধ্যে একটি অনন্য মাইলফলক ছুঁয়েছেন; ইউটিউবে একটি একক ট্র্যাকে ১৫০ মিলিয়ন ভিউ হয়েছে তাঁর। রাহাত জানিয়েছেন, ‘বাংলা ফোক ম্যাশআপ’ শিরোনামের এই ট্র্যাক ১ অক্টোবর, ২০১৯ তারিখে প্রকাশিত হয়েছিল এবং এখন এটি বিশ্বের প্রথম ফোক ম্যাশআপে পরিণত হয়েছে, যা প্ল্যাটফর্মে ১৫০ মিলিয়ন ভিউ পেয়েছে। ডিজে রাহাত প্রযোজিত এবং পারভেজ সাজ্জাদের গাওয়া এই ট্র্যাক ১০টি জনপ্রিয় বাংলা লোকগানের রিমিক্স। সমসাময়িক ইলেকট্রনিক মিউজিকের সঙ্গে বাংলার ঐতিহ্যবাহী সুরের মিশ্রণ ঘটানো হয়েছে এই ম্যাশআপে।
ডিজে রাহাত স্থায়ী হয়েছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে। পারভেজও এখন আছেন সেখানে। অন্যদিকে নাইজেরিয়ান শিল্পী ওলি বয় ও ডিজে আদিব কবীর থাকেন ঢাকায়। এই চার শিল্পীর যৌথ অংশগ্রহণে তৈরি হয়েছে নতুন গানটি। ট্র্যাপ মিউজিক ধাঁচের গানটি নিয়ে নিউইয়র্ক থেকে রাহাত বলেন, ‘এই গান করার সময় আমাদের মাথায় দুটি বিষয় ছিল। একটি হচ্ছে এখনকার জেন-জিরা যে ধরনের মিউজিক ট্র্যাক ওয়ার্ল্ডওয়াইড শুনছে, সেই ধরনের মিউজিক ট্র্যাক তৈরি করা। যেটা হবে একটু পপিস সাউন্ড। দ্বিতীয়ত, আমাদের শিকড়ের কোনো একটা গান যদি এই মিউজিকের সঙ্গে যুক্ত করতে পারি, তাহলে নিজস্ব গানের জায়গাটাও থাকে। তাই আমরা ফিরোজ সাঁইয়ের এক সেকেন্ডের নাই ভরসা গানের প্রথম চারটা লাইনসহ গানটি তৈরি করেছি।’
ফিরোজ সাঁইয়ের গাওয়া জনপ্রিয় গান ‘এক সেকেন্ডের নাই ভরসা, বন্ধ হইব রং তামাশা, চক্ষু মুদিলে, হায়রে দম ফুরাইলে।’ গানটির প্রথম চার লাইন নিয়ে নতুন করে গান বাঁধলেন ডিজে রাহাত ও আদিব কবীর। গানে কণ্ঠ দিয়েছেন পারভেজ সাজ্জাদ ও ঢাকায় বসবাস করা নাইজেরিয়ান শিল্পী ওলি বয়। ফিরোজ সাঁইয়ের ‘এক সেকেন্ডের নাই ভরসা’ গানটির প্রথম চার লাইন নিয়ে গানের বাকি কথা লিখেছেন ওলি বয়। গানের শিরোনাম রেখেছেন ‘এক সেকেন্ডের নাই ভরসা’। মুক্তি দেওয়া হবে আগামীকাল বৃহস্পতিবার ডিজে রাহাত ইউটিউব চ্যানেল ও এটিভি ইউএসএ মিউজিক ইউটিউব চ্যানেল।
ওলি বয় আগেও বাংলা গান করেছেন। বিশেষ করে কোক স্টুডিও বাংলায় শায়ান চৌধুরী অর্ণবের ‘তাঁতী’ গানে কণ্ঠ দিয়ে নজর কেড়েছেন ওলি বয়। অন্যদিকে আদিব কবীর র্যাপ মিউজিক করে জনপ্রিয় হয়েছেন। সর্বশেষ গত ২৫ জুন প্রকাশিত হয়েছে তাঁর করা আশা ভোঁসলের গাওয়া ‘খুব চেনা চেনা মুখখানি তোমার’ গানটির রিমেক। এই গানে নতুন করে কণ্ঠ দিয়েছেন আয়েশা আজাদ, র্যাপ অংশ গেয়েছেন আদিব। ফোক গানের জনপ্রিয় শিল্পী পারভেজ সাজ্জাদ আধুনিক গানেও শ্রোতাপ্রিয় হয়েছেন। হৃদয় খানের কম্পোজিশনে ‘যাবি যদি উড়ে দূরে নীল অজানাতে’ তাঁর গাওয়া অন্যতম জনপ্রিয় গান।
অন্যদিকে বাংলাদেশের জনপ্রিয় ডিজে ও সংগীত প্রযোজক রাহাত এরই মধ্যে একটি অনন্য মাইলফলক ছুঁয়েছেন; ইউটিউবে একটি একক ট্র্যাকে ১৫০ মিলিয়ন ভিউ হয়েছে তাঁর। রাহাত জানিয়েছেন, ‘বাংলা ফোক ম্যাশআপ’ শিরোনামের এই ট্র্যাক ১ অক্টোবর, ২০১৯ তারিখে প্রকাশিত হয়েছিল এবং এখন এটি বিশ্বের প্রথম ফোক ম্যাশআপে পরিণত হয়েছে, যা প্ল্যাটফর্মে ১৫০ মিলিয়ন ভিউ পেয়েছে। ডিজে রাহাত প্রযোজিত এবং পারভেজ সাজ্জাদের গাওয়া এই ট্র্যাক ১০টি জনপ্রিয় বাংলা লোকগানের রিমিক্স। সমসাময়িক ইলেকট্রনিক মিউজিকের সঙ্গে বাংলার ঐতিহ্যবাহী সুরের মিশ্রণ ঘটানো হয়েছে এই ম্যাশআপে।
ডিজে রাহাত স্থায়ী হয়েছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে। পারভেজও এখন আছেন সেখানে। অন্যদিকে নাইজেরিয়ান শিল্পী ওলি বয় ও ডিজে আদিব কবীর থাকেন ঢাকায়। এই চার শিল্পীর যৌথ অংশগ্রহণে তৈরি হয়েছে নতুন গানটি। ট্র্যাপ মিউজিক ধাঁচের গানটি নিয়ে নিউইয়র্ক থেকে রাহাত বলেন, ‘এই গান করার সময় আমাদের মাথায় দুটি বিষয় ছিল। একটি হচ্ছে এখনকার জেন-জিরা যে ধরনের মিউজিক ট্র্যাক ওয়ার্ল্ডওয়াইড শুনছে, সেই ধরনের মিউজিক ট্র্যাক তৈরি করা। যেটা হবে একটু পপিস সাউন্ড। দ্বিতীয়ত, আমাদের শিকড়ের কোনো একটা গান যদি এই মিউজিকের সঙ্গে যুক্ত করতে পারি, তাহলে নিজস্ব গানের জায়গাটাও থাকে। তাই আমরা ফিরোজ সাঁইয়ের এক সেকেন্ডের নাই ভরসা গানের প্রথম চারটা লাইনসহ গানটি তৈরি করেছি।’
নতুন ওয়েব কনটেন্টে অভিনয় করেছেন এফ এস নাঈম। ‘খুব কাছেরই কেউ’ নামের এই কনটেন্টকে বলা হচ্ছে ফ্ল্যাশ ফিকশন। এতে নাঈমের সহশিল্পী সুনেরাহ বিনতে কামাল। রোমান্টিক ঘরানার কনটেন্টটি পরিচালনা করেছেন সুরকার, গীতিকার ও কণ্ঠশিল্পী আরাফাত মহসিন নিধি। এটি তাঁর দ্বিতীয় নির্মাণ।
২ ঘণ্টা আগেআলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকার ফ্রাইডে থিয়েটার স্কুলের উদ্যোগে ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ‘হ্যামেলিনের পাইড পাইপার’ শিরোনামের মঞ্চনাটক। আলিয়ঁস ফ্রঁসেজের ধানমন্ডি শাখার মিলনায়তনে ওই দিন দুটি প্রদর্শনী হবে নাটকটির। প্রথম প্রদর্শনী শুরু হবে বিকেল ৪টা ৩০ মিনিটে, দ্বিতীয়টি সন্ধ্যা ৭টায়।
২ ঘণ্টা আগেইতিহাস গড়তে চলেছে দক্ষিণি অভিনেত্রী কল্যাণী প্রিয়দর্শন অভিনীত মালয়ালম সিনেমা ‘লোকা: চ্যাপ্টার ওয়ান-চন্দ্রা’। ডমিনিক অরুণ পরিচালিত সিনেমাটি মুক্তি পেয়েছিল গত ২৮ আগস্ট। এই সুপারহিরো ফ্যান্টাসি গল্প দেখতে প্রথম দিন থেকেই প্রেক্ষাগৃহে ছিল উপচে পড়া ভিড়। প্রথম সপ্তাহেই শতকোটির ঘর পেরিয়ে যায়।
২ ঘণ্টা আগে১৩ সেপ্টেম্বর শনিবার, রাজধানীর লো মেরিডিয়ান হোটেলে অনুষ্ঠিত হবে গ্লোবাল ব্র্যান্ডস ও মেগাস্টার ফিলিপাইন আয়োজিত ‘মিস অ্যান্ড মিসেস এলিগ্যান্স বাংলাদেশ’। অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যা ৬টায়। সভাপতিত্ব করবেন সাংবাদিক ও মিডিয়া ব্যক্তিত্ব এবং মিস অ্যান্ড মিসেস এলিগ্যান্স বাংলাদেশের প্রধান উপদেষ্টা রাজু আলীম।
২ ঘণ্টা আগে