সংগীতশিল্পী উত্তমকুমার রায়ের একক সংগীতসন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে গতকাল শনিবার রাজধানীর জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে। বিকেল পাঁচটা থেকে শুরু হয় অনুষ্ঠান। ‘একটি ফুলকে বাঁচাব বলে যুদ্ধ করি’ গানটি দিয়ে পরিবেশনা শুরু করেন উত্তমকুমার। এরপর একের পর এক প্রায় আড়াই ঘণ্টা গান গেয়ে দর্শক-শ্রোতাদের মাতিয়ে রাখেন তিনি।
গানের ফাঁকে ফাঁকে উত্তমকুমার রায় তাঁর সংগীত চর্চা, সংগীত জীবন নিয়ে কথা বলেন। দীর্ঘদিন তিনি নজরুল চর্চা করেছেন সংগীতজ্ঞ সুধীন দাশ ও সোহরাব হোসেনের কাছে। উত্তমের সংগীতের প্রথম শিক্ষক প্রয়াত দেলোয়ার হক। বিশুদ্ধ মার্গসংগীত শিখেছেন উস্তাদ মিহির লালা, অনিলকুমার সাহা, গৌতম ভট্টাচার্য, উস্তাদ মাশকুর আলী খান, শুভ্রা গুহ, বিদুষী শান্তি শর্মা প্রমুখের কাছে। উচ্চাঙ্গ সংগীতে উচ্চতর তালিম নিয়েছেন পণ্ডিত তুষার দত্তের কাছে।
সংগীতশিল্পী উত্তমকুমার রায়ের জন্ম ও বেড়ে ওঠা সোনারগাঁয়ে। ছেলেবেলা থেকেই তাঁর গান গাওয়ার শুরু। স্কুল থেকে বিশ্ববিদ্যালয় জীবন—সবখানেই সংগীতশিল্পী হিসেবে জুটেছে সম্মান আর পুরস্কার। উত্তমের পড়াশোনা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে।
নজরুল ইন্সটিটিউট থেকে ডিপ্লোমায় প্রথম শ্রেণি পাওয়া উত্তমকুমার এই প্রতিষ্ঠানটির সার্টিফায়েড প্রশিক্ষক। এ ছাড়া রবীন্দ্রভারতী থেকে বিমিউজ সম্পন্ন করেছেন। তিনি তালিম নিয়েছেন বাংলাদেশ ও ভারতের খ্যাতিমান সংগীতজ্ঞদের কাছে।
বিটিভিসহ দেশের প্রায় সব টিভি চ্যানেলে নানা ধারার গানের অনুষ্ঠান করে নাম কুড়িয়েছেন উত্তমকুমার। তিনি বাংলাদেশ বেতারের তালিকাভুক্ত সুরকার ও সংগীত পরিচালক। তাঁর নিজের লেখা ও সুর করা অনেক শ্রোতাপ্রিয় গান রয়েছে। উত্তমকুমারের জনপ্রিয় গানগুলোর মধ্যে ‘ভালোবাসার ময়না’, ‘আমার চোখের জলে বহে নদী’ অন্যতম।
২০০৪ সালে উত্তমের প্রথম অ্যালবাম ‘হাওয়া’ প্রকাশ পায়। কাজী নজরুল ইসলামের বাছাই করা অবিস্মরণীয় কীর্তন, ভজন, বাউল, শ্যামা বিষয়ক ৮টি ভক্তিগীতি নিয়ে ‘এলোরে শ্রী দুর্গা’ অ্যালবাম প্রকাশ করেছেন। এছাড়া উত্তমের গাওয়া আধুনিক ও নজরুল সংগীতের বেশকিছু মিক্সড অ্যালবাম বাজারে রয়েছে।
সংগীতশিল্পী উত্তমকুমার রায়ের একক সংগীতসন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে গতকাল শনিবার রাজধানীর জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে। বিকেল পাঁচটা থেকে শুরু হয় অনুষ্ঠান। ‘একটি ফুলকে বাঁচাব বলে যুদ্ধ করি’ গানটি দিয়ে পরিবেশনা শুরু করেন উত্তমকুমার। এরপর একের পর এক প্রায় আড়াই ঘণ্টা গান গেয়ে দর্শক-শ্রোতাদের মাতিয়ে রাখেন তিনি।
গানের ফাঁকে ফাঁকে উত্তমকুমার রায় তাঁর সংগীত চর্চা, সংগীত জীবন নিয়ে কথা বলেন। দীর্ঘদিন তিনি নজরুল চর্চা করেছেন সংগীতজ্ঞ সুধীন দাশ ও সোহরাব হোসেনের কাছে। উত্তমের সংগীতের প্রথম শিক্ষক প্রয়াত দেলোয়ার হক। বিশুদ্ধ মার্গসংগীত শিখেছেন উস্তাদ মিহির লালা, অনিলকুমার সাহা, গৌতম ভট্টাচার্য, উস্তাদ মাশকুর আলী খান, শুভ্রা গুহ, বিদুষী শান্তি শর্মা প্রমুখের কাছে। উচ্চাঙ্গ সংগীতে উচ্চতর তালিম নিয়েছেন পণ্ডিত তুষার দত্তের কাছে।
সংগীতশিল্পী উত্তমকুমার রায়ের জন্ম ও বেড়ে ওঠা সোনারগাঁয়ে। ছেলেবেলা থেকেই তাঁর গান গাওয়ার শুরু। স্কুল থেকে বিশ্ববিদ্যালয় জীবন—সবখানেই সংগীতশিল্পী হিসেবে জুটেছে সম্মান আর পুরস্কার। উত্তমের পড়াশোনা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে।
নজরুল ইন্সটিটিউট থেকে ডিপ্লোমায় প্রথম শ্রেণি পাওয়া উত্তমকুমার এই প্রতিষ্ঠানটির সার্টিফায়েড প্রশিক্ষক। এ ছাড়া রবীন্দ্রভারতী থেকে বিমিউজ সম্পন্ন করেছেন। তিনি তালিম নিয়েছেন বাংলাদেশ ও ভারতের খ্যাতিমান সংগীতজ্ঞদের কাছে।
বিটিভিসহ দেশের প্রায় সব টিভি চ্যানেলে নানা ধারার গানের অনুষ্ঠান করে নাম কুড়িয়েছেন উত্তমকুমার। তিনি বাংলাদেশ বেতারের তালিকাভুক্ত সুরকার ও সংগীত পরিচালক। তাঁর নিজের লেখা ও সুর করা অনেক শ্রোতাপ্রিয় গান রয়েছে। উত্তমকুমারের জনপ্রিয় গানগুলোর মধ্যে ‘ভালোবাসার ময়না’, ‘আমার চোখের জলে বহে নদী’ অন্যতম।
২০০৪ সালে উত্তমের প্রথম অ্যালবাম ‘হাওয়া’ প্রকাশ পায়। কাজী নজরুল ইসলামের বাছাই করা অবিস্মরণীয় কীর্তন, ভজন, বাউল, শ্যামা বিষয়ক ৮টি ভক্তিগীতি নিয়ে ‘এলোরে শ্রী দুর্গা’ অ্যালবাম প্রকাশ করেছেন। এছাড়া উত্তমের গাওয়া আধুনিক ও নজরুল সংগীতের বেশকিছু মিক্সড অ্যালবাম বাজারে রয়েছে।
ঈদে মুক্তি পাওয়া আফরান নিশো অভিনীত ‘দাগি’ সিনেমায় জেফার রহমানের গাওয়া ‘নিয়ে যাবে কি’ শিরোনামের গানটি ইতিমধ্যেই শ্রোতাদের মন ছুঁয়েছে। অনলাইনেও গানটি নেটিজেনদের প্রশংসা কুড়াচ্ছে। ‘নিয়ে যাবে কি আমায় দূরে কল্পনায়, তোমার আর আমার গল্পে কি আবার হবে নতুন সূচনা’ এমন কথায় গানটি লিখেছেন বাঁধন, সুর করেছেন জেফার
১ ঘণ্টা আগেআন্তর্জাতিক নৃত্য দিবসে নতুন উদ্যোগের কথা জানালেন অভিনেত্রী ও নৃত্যশিল্পী উম্মে হাবিবা। রাজধানীর নিকেতনে শুরু করেছেন নিজের নৃত্য প্রতিষ্ঠান। টিম কালারস ড্যান্স ক্লাস নামের এই প্রতিষ্ঠানে ভরতনাট্যম, সেমি-ক্লাসিক্যাল, কনটেম্পরারি ও বলিউড নৃত্যশৈলীতে প্রশিক্ষণ দেওয়া হবে।
১ ঘণ্টা আগেমহান মে দিবসে শিশুশিল্পীদের নিয়ে দুরন্ত টিভি প্রচার করবে বিশেষ নৃত্যানুষ্ঠান ‘নোঙর তোলো তোলো’। অনুষ্ঠানটিতে এম আর ওয়াসেকের নৃত্য পরিচালনায় গণসংগীতের সঙ্গে নৃত্য পরিবেশন করেছে নন্দনকলা কেন্দ্রের নৃত্যশিল্পী পুষ্পিতা, অর্পিতা, ইমি, পিউ, ইরা, অর্জন, মাহমুদা, শ্রেষ্ঠা, লাবিবা, সিলভা, সাদিয়া, সিজান, সিফা
১ ঘণ্টা আগেদীর্ঘ খরা কাটিয়ে ২০২৩ সালে পরপর তিন সিনেমা দিয়ে রাজকীয় প্রত্যাবর্তন ঘটে শাহরুখ খানের। ‘পাঠান’, ‘জওয়ান’ ও ‘ডানকি’ দিয়ে সে বছর বক্স অফিসে নয়া রেকর্ড গড়েন বলিউড বাদশা। এরপর কিছুটা বিরতি। গত বছর কোনো সিনেমা মুক্তি পায়নি শাহরুখের, এ বছরটাও ফাঁকা যাবে। নতুন সিনেমা নিয়ে তিনি প্রেক্ষাগৃহে ফিরবেন ২০২৬ সালে।
১ ঘণ্টা আগে