Ajker Patrika

সমুদ্রস্নানে ফ্রেমবন্দী শিরিন আক্তার শিলা

আপডেট : ১৯ জানুয়ারি ২০২৪, ১৪: ৩৩
সমুদ্রস্নানে ফ্রেমবন্দী শিরিন আক্তার শিলা

সমুদ্রস্নানে ফ্রেমবন্দী হলেন বাংলাদেশি মডেল ও অভিনেত্রী শিরিন আক্তার শিলা। ফটোগ্রাফার রিশি কাব্যের ক্যামেরায় তাঁর ছবি নজর কেড়েছে সবার। গতকাল বৃহস্পতিবার কুশিকাটার বিকিনিতে শিলার ছবিগুলো ফেসবুকে রীতিমতো ভাইরাল।

২০১৯ সালে মডেল খোঁজার প্রতিযোগিতা ‘ফেস অব বাংলাদেশ’-এ চ্যাম্পিয়ন হয়ে ‘ফেস অব এশিয়া’য় বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন শিরিন আক্তার শিলা। ঠিক এর পরপরই সুযোগ আসে মিস ইউনিভার্স বাংলাদেশের। ২০১৮ সালে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন শিলা। তবে সেবার মুকুট জেতেন ঐশী।

শিরিন আক্তার শিলা। ছবি: রিশি কাব্যএর পরের বছর আবারও অংশ নেন তিনি। আর সেবারই হন চ্যাম্পিয়ন। বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারের নবরাত্রী হলে সেদিন শিরিন আক্তার শিলার মাথায় মুকুট পরিয়ে দেন মিস ইউনিভার্স ও ভারতীয় অভিনেত্রী সুস্মিতা সেন।

শিরিন আক্তার শিলা। ছবি: রিশি কাব্য‘মিস ইউনিভার্স’ প্রতিযোগিতার ৬৮তম আসরে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করেন শিলা। দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত প্রতিযোগিতায় পুরস্কার না জিতলেও হৃদয় জিতে নেন বাংলাদেশের শিলা। ‘মিস ইউনিভার্স ন্যাশনাল কস্টিউম’ ইভেন্টে লাল জামদানি শাড়ি ও রিকশার হুড পরে সবার নজর কাড়েন তিনি। রিকশার হুডে শোভা পায় ঐতিহ্যবাহী রিকশা পেইন্ট। তাঁর দুই কানে শোভা পায় ‘ক’ বর্ণের ঝোলানো দুল। গলায়ও ঝোলে বাংলা বর্ণমালা।

শিরিন আক্তার শিলা। ছবি: রিশি কাব্যনুহাশ হুমায়ূন পরিচালিত অ্যান্থলজি সিরিজ ‘ষ’-এর প্রথম পর্ব ‘এই বিল্ডিং-এ মেয়ে নিষেধ’-এ সোহেল মণ্ডলের বিপরীতে তাঁর অভিনয় প্রশংসা কুড়িয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত