Ajker Patrika

চলে গেলেন সত্যজিৎ-সৌমিত্রর স্বাতীলেখা

বিনোদন ডেস্ক
আপডেট : ১১ নভেম্বর ২০২১, ১৫: ৪৫
Thumbnail image

ঢাকা: মারা গেলেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী স্বাতীলেখা সেনগুপ্ত। কিছুদিন আগেই পালন করেছিলেন ৭১ বছরের জন্মদিন। দীর্ঘদিন ধরে ভুগছিলেন কিডনির সমস্যায়। আজ বুধবার কলকাতার এক বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন অভিনেত্রী।

belasheseসত্যজিতের ‘বিমলা’ হিসেবে জনপ্রিয়তা পেয়েছিলেন। তবে এ প্রজন্মের দর্শকের কাছে নতুনভাবে ধরা দেন শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ছবির মাধ্যমে। ‘বেলাশেষে’ ও ‘বেলাশুরু’ ছবিতে একসঙ্গে কাজ করেছেন তাঁরা। ‘বেলাশেষে’ ছবিতে তাঁর ও সৌমিত্র চট্টোপাধ্যায়ের সম্পর্কের রসায়ন মন কেড়েছিল দর্শকদের। সৌমিত্রর সঙ্গে একত্রে ‘বেলাশুরু’র কাজও করেছিলেন। কিন্তু ছবি মুক্তির আগেই না ফেরার দেশে চলে গেলেন দুই তারকা। স্বাতীলেখা সেনগুপ্ত অভিনীত ‘ধর্মযুদ্ধ’ নামে আরো একটি আলোচিত সিনেমা মুক্তির অপেক্ষায় আছে।

বেলাশেষে সিনেমায় স্বাতীলেখা সেনগুপ্ত ও সৌমিত্র চট্টোপাধ্যায়১৯৮৪ সালে সৌমিত্র চট্টোপাধ্যায় এবং ভিক্টর বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পর্দায় অভিনয়ের যাত্রা শুরু স্বাতীলেখার। অভিনয় করেছিলেন সত্যজিৎ রায়ের পরিচালনায় ‘ঘরে বাইরে’র ‘বিমলা’ চরিত্রে। সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে তাঁর জুটি বেশ মনে ধরেছিল দর্শকদের। তারপর তিনি সিনেমা ছেড়ে থিয়েটারেই মনোযোগি হন। বড় পর্দায় ফিরেছিলেন ফের সৌমিত্রের নায়িকা হয়েই। দীর্ঘ ৩১ বছর পরে প্রযোজক-পরিচালক নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের হাত ধরে বড় পর্দায় দেখা যায় তাঁকে।

belashese.jpg-2১৯৭০ সালে এলাহাবাদে মঞ্চজীবন শুরু তাঁর। মঞ্চজীবনে পেয়েছেন বিভি করন্থ, তাপস সেন এবং খালেদ চৌধুরীর মতো ব্যক্তিত্বের সান্নিধ্য। ১৯৭৮ সালে ‘নান্দীকার’ নাট্যদলের সঙ্গে গাঁটছড়া বাঁধেন তিনি। সেখানেই আলাপ ও প্রেম হয় নাট্যব্যক্তিত্ব রুদ্রপ্রসাদ সেনগুপ্তের সঙ্গে। তার পরে বিয়ে এবং সংসার। ভারতীয় নাট্যজগতে তাঁর অবদানের জন্য বহু পুরস্কার পেয়েছেন। ‘পাঞ্চজন্য’, ‘বিপন্নতা’, ‘নাচনী’, ‘অযত্নবাস’, ‘পাতা ঝরে যায়’-এর মতো বহু নাটকে তাঁর অভিনয় অবিস্মরণীয়। তাঁর মেয়ে সোহিনী সেনগুপ্তও একই ভাবে নাটক ও পর্দার জগতে নিজের পরিচয় তৈরি করেছেন।

আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত