মারা গেছেন ভারতের প্রবীণ চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেত্রী উত্তরা বাওকার। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে দীর্ঘদিন অসুস্থতার পর গত মঙ্গলবার ভারতের পুনের একটি হাসপাতালে ৭৯ বছর বয়সে তিনি মারা যান।
অধ্যাপকের স্ত্রী চরিত্রে কিংবদন্তি নির্মাতা মৃণাল সেনের সিনেমা ‘একদিন অচানক’-এ অসাধারণ অভিনয় করেছিলেন উত্তরা বাওকার। সিনেমাটির জন্য তিনি সেরা সহ অভিনেত্রী ক্যাটাগরিতে ১৯৮৯ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছিলেন। তিনি ১৯৮৭ সালে গোবিন্দ নিহালানি পরিচালিত ‘তামাস’ এবং ১৯৯১ সালে ‘রুকমাবতী কি হাভেলি’–তে অসাধারণ অভিনয় তাঁর দর্শকপ্রিয়তা এনে দেয়।
সিনেমার বাইরে তিনি ছিলেন ভারতের মঞ্চ অভিনেতাদের মধ্য সবচেয়ে জনপ্রিয়দের একজন। তিনি ভারতীয় কিংবদন্তি নাট্যকার ইব্রাহিম আলকাজীর অধীনে অভিনয়ের ওপর প্রশিক্ষণ নিয়েছিলেন। তাঁর উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে ‘মুখ্যমন্ত্রী’, ‘মেনা গুরজারি’, ‘ওথেলো’, ‘তুঘলক’, এবং ‘উমরাও জান’ ইত্যাদি। ১৯৭৮ সালে তিনি কুসুম কুমারের হিন্দি অনুবাদে জয়বন্ত দলবির নাটক ‘সন্ধ্যা ছায়া’ পরিচালনাও করেছিলেন।
১৯৮৪ সালে তিনি হিন্দি থিয়েটারে অভিনয়ের জন্য ভারতের জাতীয় একাডেমি পুরস্কার অর্জন করেছিলেন। তিনি সদাশিব আম্রপুরকর ও রেণুকা দফতরদারের সঙ্গে দোঘি (১৯৯৫) এবং সোনালি কুলকার্নির সঙ্গে উত্তরায়ণ (২০০৫), শেওরি (২০০৬) এবং রেস্তোরাঁ (২০০৬) এর মতো মারাঠি সিনেমাতেও অভিনয় করেছিলেন।
এ ছাড়া তিনি ‘উড়ান’, ‘অন্তরাল’, ‘এক্স জোন’, ‘রিশতে কোরা কাগজ’, ‘নজরানা’, ‘জাসি জাইসি কোই নাহিন’, ‘কাশমাকাশ জিন্দেগি কি’ এবং ‘জব লাভ হুয়া’–এর মতো জনপ্রিয় টেলিভিশন শোতে অভিনয় করেছিলেন।
মারা গেছেন ভারতের প্রবীণ চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেত্রী উত্তরা বাওকার। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে দীর্ঘদিন অসুস্থতার পর গত মঙ্গলবার ভারতের পুনের একটি হাসপাতালে ৭৯ বছর বয়সে তিনি মারা যান।
অধ্যাপকের স্ত্রী চরিত্রে কিংবদন্তি নির্মাতা মৃণাল সেনের সিনেমা ‘একদিন অচানক’-এ অসাধারণ অভিনয় করেছিলেন উত্তরা বাওকার। সিনেমাটির জন্য তিনি সেরা সহ অভিনেত্রী ক্যাটাগরিতে ১৯৮৯ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছিলেন। তিনি ১৯৮৭ সালে গোবিন্দ নিহালানি পরিচালিত ‘তামাস’ এবং ১৯৯১ সালে ‘রুকমাবতী কি হাভেলি’–তে অসাধারণ অভিনয় তাঁর দর্শকপ্রিয়তা এনে দেয়।
সিনেমার বাইরে তিনি ছিলেন ভারতের মঞ্চ অভিনেতাদের মধ্য সবচেয়ে জনপ্রিয়দের একজন। তিনি ভারতীয় কিংবদন্তি নাট্যকার ইব্রাহিম আলকাজীর অধীনে অভিনয়ের ওপর প্রশিক্ষণ নিয়েছিলেন। তাঁর উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে ‘মুখ্যমন্ত্রী’, ‘মেনা গুরজারি’, ‘ওথেলো’, ‘তুঘলক’, এবং ‘উমরাও জান’ ইত্যাদি। ১৯৭৮ সালে তিনি কুসুম কুমারের হিন্দি অনুবাদে জয়বন্ত দলবির নাটক ‘সন্ধ্যা ছায়া’ পরিচালনাও করেছিলেন।
১৯৮৪ সালে তিনি হিন্দি থিয়েটারে অভিনয়ের জন্য ভারতের জাতীয় একাডেমি পুরস্কার অর্জন করেছিলেন। তিনি সদাশিব আম্রপুরকর ও রেণুকা দফতরদারের সঙ্গে দোঘি (১৯৯৫) এবং সোনালি কুলকার্নির সঙ্গে উত্তরায়ণ (২০০৫), শেওরি (২০০৬) এবং রেস্তোরাঁ (২০০৬) এর মতো মারাঠি সিনেমাতেও অভিনয় করেছিলেন।
এ ছাড়া তিনি ‘উড়ান’, ‘অন্তরাল’, ‘এক্স জোন’, ‘রিশতে কোরা কাগজ’, ‘নজরানা’, ‘জাসি জাইসি কোই নাহিন’, ‘কাশমাকাশ জিন্দেগি কি’ এবং ‘জব লাভ হুয়া’–এর মতো জনপ্রিয় টেলিভিশন শোতে অভিনয় করেছিলেন।
বিজ্ঞাপন, মিউজিক ভিডিও ও নাচের মঞ্চে মামনুন ইমন ও প্রার্থনা ফারদিন দীঘি জুটি হয়েছিলেন আগে। এবার এই জুটিকে প্রথমবারের মতো দেখা যাবে বড় পর্দায়। সরকারি অনুদানের ‘দেনাপাওনা’ সিনেমায় অভিনয় করবেন তাঁরা।
৩৪ মিনিট আগেঅত ভালো ছাত্র ছিলেন না সুরিয়া। টেনেটুনে পাস করতেন। ফেল ছিল তাঁর নিত্যসঙ্গী। সেই গড়পড়তা ছাত্র এখন হাজারো শিক্ষার্থীর ভরসা। ২০০৬ সালে তামিল এই অভিনেতা গড়ে তোলেন আগারাম ফাউন্ডেশন নামের একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি থেকে তামিলনাড়ুর প্রত্যন্ত অঞ্চলের পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য কাজ করেন তি
৩৯ মিনিট আগেএকসময় টিভি নাটকে ছিল পারিবারিক গল্পের রাজত্ব। মাঝে প্রেম আর কমেডি গল্পের ভিড়ে হারিয়ে যেতে বসেছিল এই ধরনের নাটক। সংখ্যায় কম হলেও সম্প্রতি আবার ফিরছে পারিবারিক গল্পের নাটক। গত বছরের শেষ দিকে কে এম সোহাগ রানা শুরু করেন ‘দেনা পাওনা’ নামের ধারাবাহিকের কাজ। শুরুতে ইউটিউবে ৮ পর্বের মিনি সিরিজ হিসেবে পরিকল্
৪৩ মিনিট আগেকালজয়ী রূপকথা ‘স্নো হোয়াইট’কে নতুনভাবে পর্দায় নিয়ে এসেছে ডিজনি। প্রায় ২৭০ মিলিয়ন ডলার বাজেটে তৈরি হয়েছে স্নো হোয়াইট। ডিজনির অন্যতম ব্যয়বহুল এই মিউজিক্যাল ফ্যান্টাসি মুক্তির আগে থেকেই নানা বিতর্কে জড়িয়েছিল। গত ২১ মার্চে মুক্তির পর বিতর্ক বেড়েছে আরও।
১ ঘণ্টা আগে