মারা গেছেন ভারতীয় অভিনেতা নাঈম সাইয়িদ, যিনি জুনিয়র মেহমুদ নামে পরিচিত ছিলেন। ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পর আজ শুক্রবার নিজ বাড়িতে তাঁর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে হিন্দুস্তান টাইমস। মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর।
সংবাদমাধ্যমকে দেওয়া এক বিবৃতিতে জুনিয়র মেহমুদের পরিবার মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, ‘জুনিয়র মেহমুদ তাঁর বাসভবনে রাত ২.১৫ মিনিটে মারা যান। তিনি পাকস্থলীর ক্যানসারে ভুগছিলেন। তাঁর আত্মা শান্তিতে থাকুক।’
জুনিয়র মেহমুদের ছেলে হুসনাইন বলেন, ‘আমরা ১৮ দিন আগে জানতে পারি বাবা ক্যানসারে আক্রান্ত। এবং তা চতুর্থ পর্যায়ে। আমরা তাঁকে টাটা মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যাই। সেখানকার ডিন আমাদের বলেছিলেন যে, এই পর্যায়ে চিকিৎসা এবং কেমোথেরাপি খুব বেদনাদায়ক হবে। হাসপাতাল থেকে আমাদের বাড়িতে রেখেই তাঁর যত্ন নেওয়ার পরামর্শ দেন।’
জুনিয়র মেহমুদের অসুস্থতার খবর পাওয়ার পর দেখা করতে গিয়েছিলেন অভিনেতা জনি লিভার। এ ছাড়া গিয়েছিলেন জীতেন্দ্র, সচিন পিলগাঁওকর। জীতেন্দ্র হিন্দুস্তান টাইমসকে জানান, ‘এত যন্ত্রণা হচ্ছিল যে ও চোখ খুলে তাকাতেই পারছিল না। ওভাবে ওকে দেখতে হবে আমি কখনো ভাবিনি। আমাকে চিনতেও পারেনি।’
জুনিয়র মেহমুদ শিশুশিল্পী হিসেবে তাঁর চলচ্চিত্র জীবন শুরু করেন ‘মহব্বত জিন্দেগি হ্যায়’ (১৯৬৬) দিয়ে। এরপর তিনি ‘নৌনিহাল’, ‘ক্যারাভান’, ‘হাতি মেরে সাথি’, ‘মেরা নাম জোকার’, ‘সোহাগ রাত’, ‘ব্রহ্মচারী’, ‘কাটি পতং’, ‘হরে রমা হরে কৃষ্ণ’, ‘ইমানদার’, ‘বাপ নম্বরি বেটা দশ নম্বরি’, ‘আজ কা অর্জুন’-এর মতো সিনেমায় অভিনয় করেছেন। এ ছাড়া তিনি বেশ কিছু মারাঠি সিনেমা প্রযোজনা ও পরিচালনা করেছেন।
মারা গেছেন ভারতীয় অভিনেতা নাঈম সাইয়িদ, যিনি জুনিয়র মেহমুদ নামে পরিচিত ছিলেন। ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পর আজ শুক্রবার নিজ বাড়িতে তাঁর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে হিন্দুস্তান টাইমস। মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর।
সংবাদমাধ্যমকে দেওয়া এক বিবৃতিতে জুনিয়র মেহমুদের পরিবার মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, ‘জুনিয়র মেহমুদ তাঁর বাসভবনে রাত ২.১৫ মিনিটে মারা যান। তিনি পাকস্থলীর ক্যানসারে ভুগছিলেন। তাঁর আত্মা শান্তিতে থাকুক।’
জুনিয়র মেহমুদের ছেলে হুসনাইন বলেন, ‘আমরা ১৮ দিন আগে জানতে পারি বাবা ক্যানসারে আক্রান্ত। এবং তা চতুর্থ পর্যায়ে। আমরা তাঁকে টাটা মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যাই। সেখানকার ডিন আমাদের বলেছিলেন যে, এই পর্যায়ে চিকিৎসা এবং কেমোথেরাপি খুব বেদনাদায়ক হবে। হাসপাতাল থেকে আমাদের বাড়িতে রেখেই তাঁর যত্ন নেওয়ার পরামর্শ দেন।’
জুনিয়র মেহমুদের অসুস্থতার খবর পাওয়ার পর দেখা করতে গিয়েছিলেন অভিনেতা জনি লিভার। এ ছাড়া গিয়েছিলেন জীতেন্দ্র, সচিন পিলগাঁওকর। জীতেন্দ্র হিন্দুস্তান টাইমসকে জানান, ‘এত যন্ত্রণা হচ্ছিল যে ও চোখ খুলে তাকাতেই পারছিল না। ওভাবে ওকে দেখতে হবে আমি কখনো ভাবিনি। আমাকে চিনতেও পারেনি।’
জুনিয়র মেহমুদ শিশুশিল্পী হিসেবে তাঁর চলচ্চিত্র জীবন শুরু করেন ‘মহব্বত জিন্দেগি হ্যায়’ (১৯৬৬) দিয়ে। এরপর তিনি ‘নৌনিহাল’, ‘ক্যারাভান’, ‘হাতি মেরে সাথি’, ‘মেরা নাম জোকার’, ‘সোহাগ রাত’, ‘ব্রহ্মচারী’, ‘কাটি পতং’, ‘হরে রমা হরে কৃষ্ণ’, ‘ইমানদার’, ‘বাপ নম্বরি বেটা দশ নম্বরি’, ‘আজ কা অর্জুন’-এর মতো সিনেমায় অভিনয় করেছেন। এ ছাড়া তিনি বেশ কিছু মারাঠি সিনেমা প্রযোজনা ও পরিচালনা করেছেন।
২০২৪ সালের মে মাসে সড়ক দুর্ঘটনায় মারা যান অড সিগনেচারের ভোকাল আহাসান তানভীর পিয়াল। সেই ঘটনার পর প্রায় এক বছর গান থেকে দূরে ছিল ব্যান্ডটি। গত মে মাসে ‘জগৎ মঞ্চ’ নামে একটি নতুন গান প্রকাশের মাধ্যমে আবার নতুন করে গানে ফেরে অড সিগনেচার।
৬ ঘণ্টা আগেসোশ্যাল মিডিয়ায় ছেলেকে নিয়ে নিয়মিত হাজির হন চিত্রনায়িকা পরীমনি। তবে তাঁর মেয়েকে তেমন একটা দেখা যায় না। নেটিজেনদের অনেকের ধারণা, দত্তক নিয়েছেন বলেই কন্যাকে সবার সামনে আনতে চান না নায়িকা। অবশেষ গতকাল রোববার ফেসবুকে এক পোস্টে প্রতিক্রিয়া জানিয়েছেন পরীমনি।
৬ ঘণ্টা আগেগণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আগামীকাল ৫ আগস্ট বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে মূকাভিনয়ের দল মাইম আর্ট। থাকবে জুলাইয়ের কবিতা আবৃত্তি, মুক্ত আলোচনা ও ‘রক্তে আগুন লেগেছে’ মূকনাট্যের প্রদর্শনী।
৭ ঘণ্টা আগেএক যুগ পর রানঝানা নতুনভাবে মুক্তি দিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান ইরোস ইন্টারন্যাশনাল। তবে রি-রিলিজে শেষ দৃশ্যে বদল আনা হয়েছে। এআই প্রযুক্তি ব্যবহার করে শেষ দৃশ্যে কুন্দন চরিত্রটিকে আবার জীবিত করে তোলা হয়েছে।
৮ ঘণ্টা আগে