বিনোদন প্রতিবেদক, ঢাকা
গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আগামীকাল ৫ আগস্ট বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে মূকাভিনয়ের দল মাইম আর্ট। বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার হলে ৫ আগস্ট সন্ধ্যা ৬টা থেকে শুরু হবে এই আয়োজন। উদ্বোধন করবেন বিএনপির সাবেক তথ্য-গবেষণাবিষয়ক সম্পাদক ও জাসাসের সাবেক সভাপতি রেজাবুদ্দৌলা চৌধুরী।
আয়োজনে থাকছে জুলাইয়ের কবিতা আবৃত্তি, মুক্ত আলোচনা ও নিথর মাহবুবের একক মূকাভিনয়ে মাইম আর্টের প্রযোজনা ‘রক্তে আগুন লেগেছে’ মূকনাট্যের প্রদর্শনী। ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটে নির্মিত প্রযোজনাটির তৃতীয় মঞ্চায়ন হতে যাচ্ছে এবার।
অভিনয়ের পাশাপাশি রক্তে আগুন লেগেছে নাটকের রচনা ও নির্দেশনা দিয়েছেন নিথর মাহবুব। এটি উৎসর্গ করা হয়েছে ’২৪-এর গণ-আন্দোলনের সব যোদ্ধাদের, যাঁরা অন্যায়ের বিরুদ্ধে পথে নেমেছিলেন, প্রতিবাদ করেছিলেন।
নাটকটির সহকারী নির্দেশক ফয়সাল মাহমুদ। সংগীত পরিকল্পনা ও প্রয়োগে শুভাশীষ দত্ত তন্ময়। আলোক পরিকল্পনায় মোখলেস এবং মঞ্চে সার্বিক সহযোগিতায় থাকবেন লেমন।
নিথর মাহবুব বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানকে স্মরণীয় করে রাখতে আমাদের এই আয়োজন। রক্তে আগুন লেগেছে কেবল একটি পারফরম্যান্স নয়; বরং সময়ের বাস্তবতা, প্রতিবাদ, বঞ্চনা ও আশার এক মৌন ভাষ্য। এটি অন্যায়ের বিরুদ্ধে মৌন চিৎকার, বৈষম্যের বিরুদ্ধে দাঁড়িয়ে থাকা মানুষের মননচিত্র।’
গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আগামীকাল ৫ আগস্ট বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে মূকাভিনয়ের দল মাইম আর্ট। বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার হলে ৫ আগস্ট সন্ধ্যা ৬টা থেকে শুরু হবে এই আয়োজন। উদ্বোধন করবেন বিএনপির সাবেক তথ্য-গবেষণাবিষয়ক সম্পাদক ও জাসাসের সাবেক সভাপতি রেজাবুদ্দৌলা চৌধুরী।
আয়োজনে থাকছে জুলাইয়ের কবিতা আবৃত্তি, মুক্ত আলোচনা ও নিথর মাহবুবের একক মূকাভিনয়ে মাইম আর্টের প্রযোজনা ‘রক্তে আগুন লেগেছে’ মূকনাট্যের প্রদর্শনী। ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটে নির্মিত প্রযোজনাটির তৃতীয় মঞ্চায়ন হতে যাচ্ছে এবার।
অভিনয়ের পাশাপাশি রক্তে আগুন লেগেছে নাটকের রচনা ও নির্দেশনা দিয়েছেন নিথর মাহবুব। এটি উৎসর্গ করা হয়েছে ’২৪-এর গণ-আন্দোলনের সব যোদ্ধাদের, যাঁরা অন্যায়ের বিরুদ্ধে পথে নেমেছিলেন, প্রতিবাদ করেছিলেন।
নাটকটির সহকারী নির্দেশক ফয়সাল মাহমুদ। সংগীত পরিকল্পনা ও প্রয়োগে শুভাশীষ দত্ত তন্ময়। আলোক পরিকল্পনায় মোখলেস এবং মঞ্চে সার্বিক সহযোগিতায় থাকবেন লেমন।
নিথর মাহবুব বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানকে স্মরণীয় করে রাখতে আমাদের এই আয়োজন। রক্তে আগুন লেগেছে কেবল একটি পারফরম্যান্স নয়; বরং সময়ের বাস্তবতা, প্রতিবাদ, বঞ্চনা ও আশার এক মৌন ভাষ্য। এটি অন্যায়ের বিরুদ্ধে মৌন চিৎকার, বৈষম্যের বিরুদ্ধে দাঁড়িয়ে থাকা মানুষের মননচিত্র।’
২০১২ সালের দিকে কলকাতার এক কনসার্টে আইয়ুব বাচ্চু ও আমি গেয়েছিলাম। আমার পর ও উঠেছিল মঞ্চে। অনেক রাত পর্যন্ত গেয়েছিল। আমি বাসা থেকে ফ্রেশ হয়ে ওর হোটেলে অপেক্ষা করছিলাম দেখা করার জন্য। ও এসেই আমাকে বলল, আমার একটাই ইন্টারেস্ট আছে, পার্ক স্ট্রিটের নাইট ক্লাবে বাজাব।
১৮ ঘণ্টা আগে২০২২ সালে সংগীতশিল্পী সিঁথি সাহা জানতে পারেন, তাঁর শরীরে বাসা বেঁধেছে ক্যানসার। ব্রেস্ট ক্যানসারে আক্রান্ত হলেও ভেঙে পড়েননি সিঁথি। চিকিৎসা চালিয়ে গেছেন। অপারেশন ও কেমোথেরাপির পর এখন পুরোপুরি সুস্থ তিনি। এর মধ্যে সন্তানের মা হয়েছেন। একেবারে কাছের কয়েকজন ছাড়া কেউ জানত না সিঁথির অসুস্থতার কথা।
১৮ ঘণ্টা আগেহলিউডে নীরবে উঠে আসছে এক নতুন প্রজন্ম। এরই মধ্যে বিভিন্ন সিনেমায় নিজেদের প্রতিভার প্রমাণ দিয়েছেন তাঁরা। এই নতুন তারকারা জায়গা করে নিয়েছেন দর্শকদের মনে এবং সমালোচকদের কলমে। আগামী কয়েক বছরের মধ্যে তাঁদের হাতেই যাবে হলিউডের রাজত্ব।
১৯ ঘণ্টা আগেঅস্কারজয়ী ভারতীয় সুরকার ও গায়ক এ আর রাহমানের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায়—ধর্মান্তর এবং সুফি ইসলাম গ্রহণ। এ নিয়ে একাধিকবার খোলাখুলি কথা বলেছেন তিনি। ২০১৫ সালে প্রকাশিত নাসীর মুন্নি কবিরের লেখা ‘এ আর রাহমান: দ্য স্পিরিট অব মিউজিক’ গ্রন্থে তিনি জানান কীভাবে একজন হিন্দু জ্যোতিষী তাঁর জন্য
১ দিন আগে