Ajker Patrika

মণিপুরি রীতিতে বিয়ে করলেন বলিউড অভিনেতা রণদীপ হুদা

বিনোদন ডেস্ক
আপডেট : ৩০ নভেম্বর ২০২৩, ১৬: ৩৭
Thumbnail image

বিয়ে করেছেন বলিউড অভিনেতা রণদীপ হুদা। গতকাল বুধবার ভারতের মণিপুরে ঐতিহ্যবাহী মণিপুরি রীতি মেনে দীর্ঘদিনের প্রেমিকা মডেল-অভিনেত্রী লিন লাইশ্রামকে বিয়ে করেন তিনি। বিয়ের পরে সামাজিক মাধ্যমে ছবি শেয়ার করে অভিনেতা ক্যাপশনে লিখেছেন, ‘আজ থেকে আমরা এক হলাম।’

ভারতীয় সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, ইম্পলের চুমথাং শানাপুং রিসোর্টে বসেছিল রণদীপ-লিনের বিয়ের আসর। খুবই ঘরোয়া আয়োজনে বিয়ে করেছেন তাঁরা। মেইতেই আচার মেনে বিয়ে সম্পন্ন হয়। এ সময় দুই পরিবারের সদস্য ও তাদের ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত ছিলেন।

বিয়ের ছবিতে রণদীপ হুডা ও লিন লাইশ্রাম।বিয়ের অনুষ্ঠানে রণদীপ ও লিন দুজনকেই মণিপুরি পোশাকে দেখা যায়। রণদীপ পরেছিলেন সাদা রঙের পোশাক। সাদা ধুতি, ফতুয়া আর চাদর। মাথায় সাদা পাগড়ি, কপালে তিলক।

অন্যদিকে কোনো ডিজাইনার লেহেঙ্গা নয়, লিন পরেছিলেন মেরুন আর সোনালি রঙের পটলোই। এটিও মণিপুরের একটি ঐতিহ্যবাহী পোশাক। মাথায় মুকুট। নজর কেড়েছে লিনের সোনার গয়না।

রণদীপ ও লিন দুজনকেই মণিপুরি পোশাকে দেখা যায়।এই তারকা জুটির বিয়েতে শুধু পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত ছিলেন। পরে মুম্বাইয়ে ইন্ডাস্ট্রির বন্ধুদের এবং কাছের সবার জন্য একটি রিসেপশনের আয়োজন করবেন তাঁরা।

রণদীপ এবং লিন দুজনকেই মণিপুরী পোশাকে দেখা যায়।২০০১ সালে ‘মনসুন ওয়েডিং’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে রণদীপের। এরপর একাধিক ব্যবসাসফল সিনেমায় কাজ করেছেন তিনি। ‘হাইওয়ে’, ‘সর্বজিৎ’, ‘কিক’, ‘জান্নাত টু’, ‘জিসম টু’সহ বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন রণদীপ হুদা। ২০১০ সালে অভিনেত্রী নীতু চন্দ্রার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান এই অভিনেতা। তবে সেই সম্পর্ক টিকেছিল মাত্র তিন বছর।

বিয়ের ছবিতে রণদীপ হুদা ও লিন লাইশ্রাম।ভারতের মণিপুরের মেয়ে লিন লাইশ্রাম। ‘ওম শান্তি ওম’, ‘রেঙ্গুন’, ‘ম্যারি কম’ সিনেমায় অভিনয় করেছেন ৩৭ বছর বয়সী এই অভিনেত্রী। মডেল হিসেবেও তাঁর বেশ খ্যাতি রয়েছে। তাঁকে শেষ দেখা গিয়েছিল সুজয় ঘোষের ‘জানে জান’ ছবিতে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত