Ajker Patrika

পুনম পান্ডে বেঁচে আছেন, ইনস্টাগ্রামে জানালেন নিজেই 

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৪: ৩৮
পুনম পান্ডে বেঁচে আছেন, ইনস্টাগ্রামে জানালেন নিজেই 

জরায়ুমুখ ক্যানসারে মৃত্যু হয়েছে পুনম পান্ডের—গতকাল শুক্রবার বেলা ১১টা নাগাদ সামাজিক যোগাযোগের মাধ্যমে এই খবর ছড়িয়ে পড়ে। ৩২ বছর বয়সী অভিনেত্রীর আকস্মিক মৃত্যু ঘিরে দানা বাঁধে রহস্য। পরে তার ম্যানেজার নিশ্চিত করেন মৃত্যুর তথ্য।

কিন্তু পরদিনই আবার হঠাৎ মৃত্যু নিয়ে গভীর বিস্ময় প্রকাশ করেন এই অভিনেত্রীর ১১ বছরের দেহরক্ষী। মৃত্যুর খবর তিনি মানতে পারছিলেন না। অবশেষে তার বিস্ময়ই বাস্তব প্রমাণিত হল।

আজ শনিবার একটু আগে পুনম পান্ডে নিজেই জানালেন, তিনি মরেননি, বেঁচে আছেন। একটি বিশেষ উদ্দেশ্য থেকে মৃত্যুর ভুয়া খবর ছড়িয়েছিলেন নিজেই। আর এ জন্য ক্ষমাও চেয়েছেন তিনি। সেই সঙ্গে ভালোবাসা প্রকাশের জন্য সকলের প্রতি কৃতজ্ঞতাও জানান তিনি। এক ভিডিও বার্তায় জানিয়েছেন মৃত্যুর ভুয়া খবর ছড়ানোর কারণ।

বলিউড অভিনেত্রী পুনম পান্ডে। ছবি: ইনস্টাগ্রামগতকাল শুক্রবার বেলা ১১টায় পুনম পান্ডে মৃত্যুর খবর প্রথম প্রকাশ্যে আসে তাঁর ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে। ইনস্টাগ্রামে লেখা হয়, ‘আজ সকালটা আমাদের জন্য কঠিন। আপনাদের গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমরা আমাদের প্রিয় পুনমকে জরায়ু ক্যানসারে হারিয়েছি। দুঃখের এই সময়ে আমরা আপনাদের কাছে সব রকম গোপনীয়তার জন্য অনুরোধ করব। এখন আমরা স্নেহের সঙ্গে তাঁকে স্মরণ করতে চাই।’

পুনমের মৃত্যুর খবর নিশ্চিত করে তাঁর ম্যানেজার নিকিতা শর্মাও অফিশিয়াল বিবৃতিতে দিয়েছিলেন। তিনি জানিয়েছিলেন, পুনম সার্ভিকাল ক্যানসারে (জরায়ুমুখের ক্যানসার) ভুগছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত