বিনোদন প্রতিবেদক, ঢাকা
গত বছরের ধারাবাহিকতায় এ বছরও তরুণ নাট্যকর্মীদের প্রচেষ্টা ও সাধনাকে স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নিয়েছে এথিক নাট্যদল। দলটির ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কাল সোমবার বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মূল হলে আয়োজিত হবে এথিক তারুণ্য সম্মাননা-২০২৩। রাজধানী ঢাকায় সক্রিয় নাট্যদলগুলোর মধ্য থেকে ১৪টি নাট্যদলের ১৪ জন তরুণ নাট্যকর্মীর হাতে সম্মাননা তুলে দেবেন নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, মঞ্চসারথি আতাউর রহমান এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।
সম্মাননাপ্রাপ্তরা হলেন আরণ্যক নাট্যদলের রেজওয়ান পারভেজ, থিয়েটারের লিটা খান, ঢাকা থিয়েটারের জয়শ্রী মজুমদার লতা, প্রাচ্যনাটের ডায়না ম্যারিলিন চৌধুরী, থিয়েটার আর্ট ইউনিটের সজল চৌধুরী, প্রাঙ্গণেমোরের সুবক্তগীন শুভ, শব্দ নাট্যচর্চা কেন্দ্রের ইনতিশা তাশদীদ তাহা, স্বপ্নদলের শিশির সিকদার, মহাকাল নাট্য সম্প্রদায়ের ইকবাল হোসেন চৌধুরী, বটতলার মাহবুব মাসুম, অনুস্বরের এস আর সম্পদ, বাতিঘরের সাদ্দাম রহমান, লোক নাট্যদলের ফজলুল হক এবং থিয়েটার ৫২-এর আদিব মজলিশ খান।
গত বছর প্রথমবারের মতো ৫০ জনকে সম্মাননা দিয়েছিল এথিক নাট্যদল। এবার দেওয়া হচ্ছে ১৪ জনকে। এ বিষয়ে সংগঠনটি জানায়, এখন থেকে প্রতিবছর প্রতিষ্ঠাবার্ষিকীর সংখ্যার সঙ্গে মিল রেখেই সম্মাননা দেওয়া হবে। যেহেতু এ বছর সংগঠনটি ১৪ বছরে পা দিয়েছে, তাই ১৪ জনের হাতে তুলে দেওয়া হবে তারুণ্য সম্মাননা। আগামী বছরগুলোতে একটি করে সংখ্যা বাড়বে।
সম্মাননা প্রদান শেষে থাকবে এথিকের নাটক ‘রাজদ্রোহী’-এর প্রদর্শনী। নাটকটির রচনা ও নির্দেশনা দিয়েছেন রেজানুর রহমান। বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন রেজানুর রহমান, সুমনা সোমা, মনি কানচন, সুকর্ন হাসান, মিন্টু সরদার, সবুজ রহমান, রিমন, আজিম উদ্দিন, রুনি ও অপ্সরা।
গত বছরের ধারাবাহিকতায় এ বছরও তরুণ নাট্যকর্মীদের প্রচেষ্টা ও সাধনাকে স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নিয়েছে এথিক নাট্যদল। দলটির ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কাল সোমবার বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মূল হলে আয়োজিত হবে এথিক তারুণ্য সম্মাননা-২০২৩। রাজধানী ঢাকায় সক্রিয় নাট্যদলগুলোর মধ্য থেকে ১৪টি নাট্যদলের ১৪ জন তরুণ নাট্যকর্মীর হাতে সম্মাননা তুলে দেবেন নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, মঞ্চসারথি আতাউর রহমান এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।
সম্মাননাপ্রাপ্তরা হলেন আরণ্যক নাট্যদলের রেজওয়ান পারভেজ, থিয়েটারের লিটা খান, ঢাকা থিয়েটারের জয়শ্রী মজুমদার লতা, প্রাচ্যনাটের ডায়না ম্যারিলিন চৌধুরী, থিয়েটার আর্ট ইউনিটের সজল চৌধুরী, প্রাঙ্গণেমোরের সুবক্তগীন শুভ, শব্দ নাট্যচর্চা কেন্দ্রের ইনতিশা তাশদীদ তাহা, স্বপ্নদলের শিশির সিকদার, মহাকাল নাট্য সম্প্রদায়ের ইকবাল হোসেন চৌধুরী, বটতলার মাহবুব মাসুম, অনুস্বরের এস আর সম্পদ, বাতিঘরের সাদ্দাম রহমান, লোক নাট্যদলের ফজলুল হক এবং থিয়েটার ৫২-এর আদিব মজলিশ খান।
গত বছর প্রথমবারের মতো ৫০ জনকে সম্মাননা দিয়েছিল এথিক নাট্যদল। এবার দেওয়া হচ্ছে ১৪ জনকে। এ বিষয়ে সংগঠনটি জানায়, এখন থেকে প্রতিবছর প্রতিষ্ঠাবার্ষিকীর সংখ্যার সঙ্গে মিল রেখেই সম্মাননা দেওয়া হবে। যেহেতু এ বছর সংগঠনটি ১৪ বছরে পা দিয়েছে, তাই ১৪ জনের হাতে তুলে দেওয়া হবে তারুণ্য সম্মাননা। আগামী বছরগুলোতে একটি করে সংখ্যা বাড়বে।
সম্মাননা প্রদান শেষে থাকবে এথিকের নাটক ‘রাজদ্রোহী’-এর প্রদর্শনী। নাটকটির রচনা ও নির্দেশনা দিয়েছেন রেজানুর রহমান। বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন রেজানুর রহমান, সুমনা সোমা, মনি কানচন, সুকর্ন হাসান, মিন্টু সরদার, সবুজ রহমান, রিমন, আজিম উদ্দিন, রুনি ও অপ্সরা।
ক্যারিয়ারে ত্রিভুজ প্রেমের অনেক গল্পে অভিনয় করেছেন বাপ্পারাজ। বেশির ভাগ সিনেমায় শেষ দৃশ্যে থাকতেন আত্মত্যাগের ভূমিকায়। পর্দায় নেই অনেক দিন, তবে এখনো সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়ান বাপ্পারাজ। প্রায়ই দেখা যায় তাঁর সিনেমার দৃশ্য শেয়ার করে কেউ লিখছেন ব্যর্থ প্রেমিক কিংবা কেউ লিখছেন ব্যর্থ প্রেমের সফল নায়ক।
২ ঘণ্টা আগেজুলাই আন্দোলনে অনুপ্রাণিত হয়ে নতুন গান উপহার দিলেন কণ্ঠশিল্পী সায়েরা রেজা। গানের শিরোনাম ‘বেলা চাও, আলো দাও’। আদিব কবিরের সংগীত আয়োজনে গানটির কথা লিখেছেন কাজী জহিরুল ইসলাম। এরই মধ্যে গানটি ইউটিউব, স্পটিফাই, ফেসবুকসহ বিভিন্ন অনলাইন মিডিয়ায় প্রকাশিত হয়েছে।
৩ ঘণ্টা আগেচার বছরের বিবাহিত জীবন ছিল নাগা চৈতন্যের সঙ্গে সামান্থা রুথ প্রভুর। বিচ্ছেদের অধ্যায় ভুলে সোবিতা ধুলিপালার সঙ্গে নতুন করে জীবন শুরু করেছেন নাগা। গত ডিসেম্বরে বিয়ে হয়েছে তাঁর। সামান্থাও হাঁটছেন অন্য পথে। মনে হচ্ছে, এত দিনে বিশেষ কাউকে খুঁজে পেলেন তিনি। বিশেষ সে ব্যক্তিটি নির্মাতা রাজ নিদিমরু।
৩ ঘণ্টা আগেপ্রথমবারের মতো কোনো পডকাস্টে আসছেন অভিনেতা, পরিচালক ও প্রযোজক আলমগীর। ‘আমি আলমগীর’ শীর্ষক এই অনুষ্ঠানে নিজের জীবন ও ক্যারিয়ার নিয়ে নানা কথা বলবেন তিনি। এই অনুষ্ঠানে তাঁর সিনেমার পরিচালকদের নিয়ে স্মৃতিচারণা করেছেন আলমগীর। পরিচালকদের প্রসঙ্গে আলমগীর বলেন, ‘আমি আপনাদের আলমগীর হতে পেরেছি আমার সিনেমার
৩ ঘণ্টা আগে