Ajker Patrika

সিনেপ্লেক্সে কুসুম শিকদারের ‘শরতের জবা’

সিনেপ্লেক্সে কুসুম শিকদারের ‘শরতের জবা’

২০১৭ সালের একটি পত্রিকার ঈদসংখ্যায় প্রকাশিত হয়েছিল অভিনেত্রী কুসুম শিকদারের লেখা ‘শরতের জবা’। একজন একাকী নারীর রহস্যময় জীবনের গল্প শরতের জবা। অতৃপ্ত প্রেম, আঘাতের পর আঘাত, কিছু অপ্রত্যাশিত মৃত্যু জড়ানো জবার জীবন একেক সময় একেক প্রশ্নের জন্ম দেয়। সেই গল্প এবার বড় পর্দায় নিয়ে আসছেন কুসুম। কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের পাশাপাশি এ সিনেমা দিয়েই বড় পর্দায় পরিচালক হিসেবে আত্মপ্রকাশ হচ্ছে তাঁর। চিত্রনাট্য ও প্রযোজনাও করেছেন কুসুম। আজ স্টার সিনেপ্লেক্স ও যমুনা ব্লকবাস্টারে মুক্তি পাচ্ছে সিনেমাটি।

দেশের সার্বিক অবস্থা বিবেচনা করে দুর্গাপূজা উপলক্ষে শরতের জবা মুক্তি নিয়ে দ্বিধায় ছিলেন কুসুম শিকদার। শেষ পর্যন্ত ঝুঁকি থাকলেও পূজা উপলক্ষে মুক্তির সিদ্ধান্ত নেন তিনি। কুসুম শিকদার বলেন, ‘অনেকেই পরামর্শ দিয়েছেন এই সময়ে সিনেমাটি মুক্তি না দিতে। কিন্তু ব্যক্তিগতভাবে আমি খুব ইতিবাচক একজন মানুষ। নানা যুদ্ধের মধ্যে, স্ট্রাগলের মধ্যে, অনেক না পাওয়ার মধ্যেও পজিটিভ থাকি। দেশের এই পরিস্থিতির মধ্যে কোনো কিছু তো থেমে নেই। সব অফিস চলছে, সবাই নিজেদের কাজ করছে। বিনোদনের মাধ্যমগুলোও সক্রিয়। তাহলে শুধু সিনেমা হল কেন বন্ধ থাকবে? নতুন সিনেমা মুক্তি পাবে না কেন? এ কারণে ঝুঁকি থাকলেও দুর্গাপূজায় শরতের জবা মুক্তির সিদ্ধান্ত নিয়েছি। আশা করছি, সবাই সিনেমাটি দেখবেন।’

সর্বশেষ ২০১৮ সালে একটি নাটকে অভিনয় করেছিলেন কুসুম শিকদার। এরপর অভিনয়ে আর দেখা যায়নি তাঁকে। আবারও অভিনয়ে নিয়মিত হতে চান কুসুম। আর পরিচালনার বিষয়টি এই সিনেমার সাফল্যের ওপর নির্ভর করছে বলে জানান তিনি।

শরতের জবা সিনেমায় আরও অভিনয় করেছেন ইয়াশ রোহান, জীতু আহসান, শহীদুল আলম সাচ্চু, নরেশ ভূঁইয়া, মাহমুদুল ইসলাম মিঠু, অশোক ব্যাপারী প্রমুখ। উপদেষ্টা পরিচালক সুমন ধর। যৌথ প্রযোজনায় কুসুম শিকদার ও ফরিদুর রেজা সাগর।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত