বিনোদন প্রতিবেদক, ঢাকা
আগামীকাল ১১ মে, বুদ্ধপূর্ণিমা। এ উপলক্ষে ঢাকাসহ ৬টি জেলায় একযোগে সাংস্কৃতিক উৎসব আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আজ সন্ধ্যা ৭টায় ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়িতে অনুষ্ঠিত হবে এই আয়োজন।
বুদ্ধপূর্ণিমা উপলক্ষে ঢাকার আয়োজন সাজানো হয়েছে রাজধানীর শিল্পকলা একাডেমির নন্দন মঞ্চে। অতিথি হিসেবে থাকবেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীসহ বেশ কয়েকজন উপদেষ্টা। এ ছাড়া চীন, থাইল্যান্ড, সিঙ্গাপুর, কম্বোডিয়াসহ বেশ কয়েকটি দেশের রাষ্ট্রদূতকে অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে। আরও উপস্থিত থাকবেন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সভাপতি বুদ্ধপ্রিয় মহাথেরো। অনুষ্ঠানের শুরুতেই থাকবে বৌদ্ধ সম্প্রদায়ের শিল্পীদের পরিবেশনায় সমবেত কণ্ঠে মানবতাবাদী সংগীত ও নৃত্য। এরপর সংগীত পরিবেশন করবে ব্যান্ড ডিফারেন্ট টাচ এবং সংগীতশিল্পী সায়ান।
চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে সংগীত ও নৃত্য পরিবেশন করবেন জেলা শিল্পকলা একাডেমির শিল্পীরা। সংগীত পরিবেশন করবে ব্যান্ড ম্যাট্রিক্যাল ও সংগীতশিল্পী আসিফ আকবর।
কক্সবাজারের রামু উপজেলার খিজারী সরকারি উচ্চবিদ্যালয় মাঠের অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন সংগীতশিল্পী পারভেজ ও মিলা।
বান্দরবানের রাজার মাঠে আয়োজিত অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবে স্থানীয় ব্যান্ড ও সংগীতশিল্পী নোলক বাবু।
রাঙামাটি জেলার রাঙামাটি সরকারি কলেজ মাঠে বুদ্ধপূর্ণিমা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন জিকু মারমা ও তাঁর দল। আরও গাইবেন রাফি তালুকদার এবং সংগীতশিল্পী বিউটি ও তাঁর দল।
খাগড়াছড়ি সরকারি উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবে ব্যান্ড অরণ্য, শান্তি দেবনাথ ও তাঁর দল, সংগীতশিল্পী রূপসা ও রাজিব।
আগামীকাল ১১ মে, বুদ্ধপূর্ণিমা। এ উপলক্ষে ঢাকাসহ ৬টি জেলায় একযোগে সাংস্কৃতিক উৎসব আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আজ সন্ধ্যা ৭টায় ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়িতে অনুষ্ঠিত হবে এই আয়োজন।
বুদ্ধপূর্ণিমা উপলক্ষে ঢাকার আয়োজন সাজানো হয়েছে রাজধানীর শিল্পকলা একাডেমির নন্দন মঞ্চে। অতিথি হিসেবে থাকবেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীসহ বেশ কয়েকজন উপদেষ্টা। এ ছাড়া চীন, থাইল্যান্ড, সিঙ্গাপুর, কম্বোডিয়াসহ বেশ কয়েকটি দেশের রাষ্ট্রদূতকে অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে। আরও উপস্থিত থাকবেন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সভাপতি বুদ্ধপ্রিয় মহাথেরো। অনুষ্ঠানের শুরুতেই থাকবে বৌদ্ধ সম্প্রদায়ের শিল্পীদের পরিবেশনায় সমবেত কণ্ঠে মানবতাবাদী সংগীত ও নৃত্য। এরপর সংগীত পরিবেশন করবে ব্যান্ড ডিফারেন্ট টাচ এবং সংগীতশিল্পী সায়ান।
চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে সংগীত ও নৃত্য পরিবেশন করবেন জেলা শিল্পকলা একাডেমির শিল্পীরা। সংগীত পরিবেশন করবে ব্যান্ড ম্যাট্রিক্যাল ও সংগীতশিল্পী আসিফ আকবর।
কক্সবাজারের রামু উপজেলার খিজারী সরকারি উচ্চবিদ্যালয় মাঠের অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন সংগীতশিল্পী পারভেজ ও মিলা।
বান্দরবানের রাজার মাঠে আয়োজিত অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবে স্থানীয় ব্যান্ড ও সংগীতশিল্পী নোলক বাবু।
রাঙামাটি জেলার রাঙামাটি সরকারি কলেজ মাঠে বুদ্ধপূর্ণিমা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন জিকু মারমা ও তাঁর দল। আরও গাইবেন রাফি তালুকদার এবং সংগীতশিল্পী বিউটি ও তাঁর দল।
খাগড়াছড়ি সরকারি উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবে ব্যান্ড অরণ্য, শান্তি দেবনাথ ও তাঁর দল, সংগীতশিল্পী রূপসা ও রাজিব।
হেভি মেটাল সংগীতের পথিকৃৎ ব্যান্ড ‘ব্ল্যাক সাবাথ-এর কিংবদন্তি প্রধান গায়ক ওজি অসবর্ন মারা গেছেন। গতকাল মঙ্গলবার ৭৬ বছর বয়সে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তাঁর শেষ কনসার্টের মাত্র কয়েক সপ্তাহ পরেই ভক্তদের জন্য এই শোকাবহ সংবাদ এল।
৩৮ মিনিট আগেফিরোজ সাঁইয়ের গাওয়া জনপ্রিয় গান ‘এক সেকেন্ডের নাই ভরসা, বন্ধ হইব রং তামাশা, চক্ষু মুদিলে, হায়রে দম ফুরাইলে।’ গানটির প্রথম চার লাইন নিয়ে নতুন করে গান বাঁধলেন ডিজে রাহাত ও আদিব কবীর। গানে কণ্ঠ দিয়েছেন পারভেজ সাজ্জাদ ও ঢাকায় বসবাস করা নাইজেরিয়ান শিল্পী ওলি বয়।
২ ঘণ্টা আগেশিশু-কিশোরদের জন্য অভিনেত্রী আফসানা মিমির নতুন উদ্যোগ ‘ইচ্ছেতলা’। উত্তরার ১২ নম্বর সেক্টরে অবস্থিত প্রতিষ্ঠানটি। এখানে শিশু-কিশোরেরা নাচ, গান, অভিনয়, ছবি আঁকাসহ নানা ধরনের সংস্কৃতিচর্চা করে। এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রথমবারের মতো মঞ্চে নিয়ে আসছে নাটক।
২ ঘণ্টা আগেজুলাইয়ের গণ-অভ্যুত্থান স্মরণে বাংলাদেশ বেতারের জন্য তৈরি হলো নতুন গান। গানটি গেয়েছেন সংগীতশিল্পী সাব্বির জামান ও অনন্যা আচার্য্য। ‘আমরা লিখেছি বুকের রক্তে নতুন দিনের গান, অনাগত কাল ধরে রেখো তুমি এ মাটির সম্মান’—এমন কথায় গানটি লিখেছেন মোহসীন আহমেদ, সুর করেছেন মিল্টন খন্দকার।
২ ঘণ্টা আগে