Ajker Patrika

মিমির উদ্যোগে শিশুতোষ নাটক ‘বনের ধারে নদী’

বিনোদন প্রতিবেদক, ঢাকা
‘বনের ধারে নদী’ নাটকের দৃশ্য। ছবি: সংগৃহীত
‘বনের ধারে নদী’ নাটকের দৃশ্য। ছবি: সংগৃহীত

শিশু-কিশোরদের জন্য অভিনেত্রী আফসানা মিমির নতুন উদ্যোগ ‘ইচ্ছেতলা’। উত্তরার ১২ নম্বর সেক্টরে অবস্থিত প্রতিষ্ঠানটি। এখানে শিশু-কিশোরেরা নাচ, গান, অভিনয়, ছবি আঁকাসহ নানা ধরনের সংস্কৃতিচর্চা করে। এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রথমবারের মতো মঞ্চে নিয়ে আসছে নাটক। ইচ্ছেতলার প্রথম প্রযোজনার নাম ‘বনের ধারে নদী’। রাজধানীর বেইলি রোডের মহিলা সমিতিতে ২৫ জুলাই বিকেল সাড়ে ৫টায় হবে প্রথম শো, দ্বিতীয় শো একই দিন সন্ধ্যা সাড়ে ৭টায়।

ইচ্ছেতলার পরিচালক আফসানা মিমি বলেন, ‘ইচ্ছেতলা শিশু-কিশোরদের এক মুক্ত পৃথিবী। যেখানে ওরা আনন্দে নাচে, গলা ছেড়ে গান করে, মনের রং দিয়ে ছবি আঁকে, চারপাশের জীবন ও জগৎকে দেখতে শেখে। সুন্দর করে নিজেদের প্রকাশ করে। ওদের মনের বিকাশের জন্য মঞ্চনাটক দারুণ একটা মাধ্যম। তাই ইচ্ছেতলার শিশু-কিশোররা সবাই মিলে একটা গল্প বলার জন্য এই নাটকটা করেছে। বনের ধারে নদী ওদের প্রথম পদক্ষেপ।’

সৌমিত্র বসু রচিত বনের ধারে নদী নাটকের গল্পে দেখা যাবে এক বনের গল্প। সেই বনের ধারে ছিল একটা নদী। বনে বাস করত নেকড়ে, হরিণ, হাতি, খরগোশ, বানর, প্রজাপতিসহ হাজার হাজার পশুপাখি। একদিন নেকড়ে বলল, এই নদী শুধু তার। এই নিয়ে ঝগড়া বেঁধে গেল হাতির সঙ্গে। হঠাৎ বন্দুক নিয়ে সেই বনে মানুষ এল। তারা বলল, এই নদী শুধু মানুষের। শুরু হলো ভীষণ যুদ্ধ।

বনের ধারে নদী নাটকের নির্দেশনা দিয়েছেন মো. ফরহাদ আহমেদ শামীম। মঞ্চ ও আলোক নির্দেশনা মো. সাইফুল ইসলাম, সংগীত পরিচালনা দেবাশীষ দেব, প্রযোজনা অধিকর্তা সানজিত সুপ্ত। নির্দেশনা উপদেষ্টা হিসেবে আছেন আফসানা মিমি। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন হৃদো, রাজকন্যা, দিব্য, প্রাপ্তি, অরুদ্ধ, যাইফ, সাচমিন, আরিবা, নামিরা, আনাস, আরুশা, আহনাফ, অনুষ্কা, ঐশী, জয়িতা, আনায়াসহ অনেকে।

ইচ্ছেতলা উদ্যোগটি নিয়ে আফসানা মিমি বলেন, ‘শিশু-কিশোরদের জন্য আনন্দময় পৃথিবী তৈরি করতে চাই। আমি আসলে নতুন প্রজন্মকে না, পুরোনো প্রজন্মকে বার্তা দিতে চাই। আমি মা-বাবা এবং নীতিনির্ধারণী পর্যায়ের সবাইকে বলতে চাই, পড়াশোনার পাশে সুস্থ শারীরিক ও মানসিক বিকাশের জন্য বাচ্চাদের খেলাধুলা বা সংস্কৃতিচর্চা—যেকোনো একটার সঙ্গে যুক্ত থাকা ভীষণ জরুরি। আমি যেহেতু সংস্কৃতিচর্চাটা বুঝি, তাই এটি নিয়ে কাজ করছি; যদি স্পোর্টসম্যান হতাম, তাহলে খেলাধুলা নিয়ে কাজ করতাম।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত