Ajker Patrika

অভ্যুত্থানের গান

জুলাইয়ের গণ-অভ্যুত্থান স্মরণে বেতারে গাইলেন সাব্বির-অনন্যা

বিনোদন প্রতিবেদক, ঢাকা
অনন্যা আচার্য্য ও সাব্বির জামান। ছবি: সংগৃহীত
অনন্যা আচার্য্য ও সাব্বির জামান। ছবি: সংগৃহীত

জুলাইয়ের গণ-অভ্যুত্থান স্মরণে বাংলাদেশ বেতারের জন্য তৈরি হলো নতুন গান। গানটি গেয়েছেন সংগীতশিল্পী সাব্বির জামান ও অনন্যা আচার্য্য। ‘আমরা লিখেছি বুকের রক্তে নতুন দিনের গান, অনাগত কাল ধরে রেখো তুমি এ মাটির সম্মান’—এমন কথায় গানটি লিখেছেন মোহসীন আহমেদ, সুর করেছেন মিল্টন খন্দকার। এরই মধ্যে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ বেতারের স্টুডিওতে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। তথ্য মন্ত্রণালয়ের উদ্যোগে তৈরি হয়েছে নতুন এই গান।

‘নতুন দিনের গান’ শিরোনামের গানটি নিয়ে সাব্বির জামান বলেন, ‘জুলাই অভ্যুত্থানে ছাত্র-জনতার অবদানের কথা তুলে ধরতে নতুন এই গান। খুব সুন্দর হয়েছে গানটি। গানের কথা লিখেছেন মোহসীন আহমেদ। মিল্টন খন্দকারের সুর নিয়ে নতুন করে বলার নেই। যথারীতি দারুণ একটা সুরে গানটি বেঁধেছেন তিনি। অনন্যা ও আমি চেষ্টা করেছি ভালো গাওয়ার। শ্রোতাদের ভালো লাগলে আমাদের চেষ্টা সার্থক হবে।’

সহশিল্পী অনন্যাকে নিয়ে সাব্বির বলেন, ‘অনন্যার কণ্ঠ খুব মিষ্টি ও সুরেলা। তার সঙ্গে আগেও বেতারে গান গেয়েছি। আমার সুরে গান গেয়েছিল অনন্যা। তার সঙ্গে আগে গান করার অভিজ্ঞতা বেশ কাজে দিয়েছে এই গানে।’

অনন্যা আচার্য্য বলেন, ‘সাব্বির ভাই খুব প্রিয় ও শ্রদ্ধাভাজন একজন শিল্পী। আমার সৌভাগ্য হয়েছিল তাঁর সুরে গান করার। বেতারে আমরা একসঙ্গে বেশ কিছু মৌলিক গান গেয়েছি। শ্রদ্ধেয় মিল্টন খন্দকারের সুর করা গানটি বেশ ভালো হয়েছে। আশা করছি, প্রচারে এলে শ্রোতাদের ভালো লাগবে।’

উল্লেখ্য, আজ সকাল ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত এনটিভিতে সরাসরি সংগীত পরিবেশন করবেন অনন্যা আচার্য্য।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত