অভ্যুত্থানের গান
বিনোদন প্রতিবেদক, ঢাকা
জুলাইয়ের গণ-অভ্যুত্থান স্মরণে বাংলাদেশ বেতারের জন্য তৈরি হলো নতুন গান। গানটি গেয়েছেন সংগীতশিল্পী সাব্বির জামান ও অনন্যা আচার্য্য। ‘আমরা লিখেছি বুকের রক্তে নতুন দিনের গান, অনাগত কাল ধরে রেখো তুমি এ মাটির সম্মান’—এমন কথায় গানটি লিখেছেন মোহসীন আহমেদ, সুর করেছেন মিল্টন খন্দকার। এরই মধ্যে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ বেতারের স্টুডিওতে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। তথ্য মন্ত্রণালয়ের উদ্যোগে তৈরি হয়েছে নতুন এই গান।
‘নতুন দিনের গান’ শিরোনামের গানটি নিয়ে সাব্বির জামান বলেন, ‘জুলাই অভ্যুত্থানে ছাত্র-জনতার অবদানের কথা তুলে ধরতে নতুন এই গান। খুব সুন্দর হয়েছে গানটি। গানের কথা লিখেছেন মোহসীন আহমেদ। মিল্টন খন্দকারের সুর নিয়ে নতুন করে বলার নেই। যথারীতি দারুণ একটা সুরে গানটি বেঁধেছেন তিনি। অনন্যা ও আমি চেষ্টা করেছি ভালো গাওয়ার। শ্রোতাদের ভালো লাগলে আমাদের চেষ্টা সার্থক হবে।’
সহশিল্পী অনন্যাকে নিয়ে সাব্বির বলেন, ‘অনন্যার কণ্ঠ খুব মিষ্টি ও সুরেলা। তার সঙ্গে আগেও বেতারে গান গেয়েছি। আমার সুরে গান গেয়েছিল অনন্যা। তার সঙ্গে আগে গান করার অভিজ্ঞতা বেশ কাজে দিয়েছে এই গানে।’
অনন্যা আচার্য্য বলেন, ‘সাব্বির ভাই খুব প্রিয় ও শ্রদ্ধাভাজন একজন শিল্পী। আমার সৌভাগ্য হয়েছিল তাঁর সুরে গান করার। বেতারে আমরা একসঙ্গে বেশ কিছু মৌলিক গান গেয়েছি। শ্রদ্ধেয় মিল্টন খন্দকারের সুর করা গানটি বেশ ভালো হয়েছে। আশা করছি, প্রচারে এলে শ্রোতাদের ভালো লাগবে।’
উল্লেখ্য, আজ সকাল ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত এনটিভিতে সরাসরি সংগীত পরিবেশন করবেন অনন্যা আচার্য্য।
জুলাইয়ের গণ-অভ্যুত্থান স্মরণে বাংলাদেশ বেতারের জন্য তৈরি হলো নতুন গান। গানটি গেয়েছেন সংগীতশিল্পী সাব্বির জামান ও অনন্যা আচার্য্য। ‘আমরা লিখেছি বুকের রক্তে নতুন দিনের গান, অনাগত কাল ধরে রেখো তুমি এ মাটির সম্মান’—এমন কথায় গানটি লিখেছেন মোহসীন আহমেদ, সুর করেছেন মিল্টন খন্দকার। এরই মধ্যে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ বেতারের স্টুডিওতে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। তথ্য মন্ত্রণালয়ের উদ্যোগে তৈরি হয়েছে নতুন এই গান।
‘নতুন দিনের গান’ শিরোনামের গানটি নিয়ে সাব্বির জামান বলেন, ‘জুলাই অভ্যুত্থানে ছাত্র-জনতার অবদানের কথা তুলে ধরতে নতুন এই গান। খুব সুন্দর হয়েছে গানটি। গানের কথা লিখেছেন মোহসীন আহমেদ। মিল্টন খন্দকারের সুর নিয়ে নতুন করে বলার নেই। যথারীতি দারুণ একটা সুরে গানটি বেঁধেছেন তিনি। অনন্যা ও আমি চেষ্টা করেছি ভালো গাওয়ার। শ্রোতাদের ভালো লাগলে আমাদের চেষ্টা সার্থক হবে।’
সহশিল্পী অনন্যাকে নিয়ে সাব্বির বলেন, ‘অনন্যার কণ্ঠ খুব মিষ্টি ও সুরেলা। তার সঙ্গে আগেও বেতারে গান গেয়েছি। আমার সুরে গান গেয়েছিল অনন্যা। তার সঙ্গে আগে গান করার অভিজ্ঞতা বেশ কাজে দিয়েছে এই গানে।’
অনন্যা আচার্য্য বলেন, ‘সাব্বির ভাই খুব প্রিয় ও শ্রদ্ধাভাজন একজন শিল্পী। আমার সৌভাগ্য হয়েছিল তাঁর সুরে গান করার। বেতারে আমরা একসঙ্গে বেশ কিছু মৌলিক গান গেয়েছি। শ্রদ্ধেয় মিল্টন খন্দকারের সুর করা গানটি বেশ ভালো হয়েছে। আশা করছি, প্রচারে এলে শ্রোতাদের ভালো লাগবে।’
উল্লেখ্য, আজ সকাল ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত এনটিভিতে সরাসরি সংগীত পরিবেশন করবেন অনন্যা আচার্য্য।
নতুন ওয়েব কনটেন্টে অভিনয় করেছেন এফ এস নাঈম। ‘খুব কাছেরই কেউ’ নামের এই কনটেন্টকে বলা হচ্ছে ফ্ল্যাশ ফিকশন। এতে নাঈমের সহশিল্পী সুনেরাহ বিনতে কামাল। রোমান্টিক ঘরানার কনটেন্টটি পরিচালনা করেছেন সুরকার, গীতিকার ও কণ্ঠশিল্পী আরাফাত মহসিন নিধি। এটি তাঁর দ্বিতীয় নির্মাণ।
২ ঘণ্টা আগেআলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকার ফ্রাইডে থিয়েটার স্কুলের উদ্যোগে ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ‘হ্যামেলিনের পাইড পাইপার’ শিরোনামের মঞ্চনাটক। আলিয়ঁস ফ্রঁসেজের ধানমন্ডি শাখার মিলনায়তনে ওই দিন দুটি প্রদর্শনী হবে নাটকটির। প্রথম প্রদর্শনী শুরু হবে বিকেল ৪টা ৩০ মিনিটে, দ্বিতীয়টি সন্ধ্যা ৭টায়।
২ ঘণ্টা আগেইতিহাস গড়তে চলেছে দক্ষিণি অভিনেত্রী কল্যাণী প্রিয়দর্শন অভিনীত মালয়ালম সিনেমা ‘লোকা: চ্যাপ্টার ওয়ান-চন্দ্রা’। ডমিনিক অরুণ পরিচালিত সিনেমাটি মুক্তি পেয়েছিল গত ২৮ আগস্ট। এই সুপারহিরো ফ্যান্টাসি গল্প দেখতে প্রথম দিন থেকেই প্রেক্ষাগৃহে ছিল উপচে পড়া ভিড়। প্রথম সপ্তাহেই শতকোটির ঘর পেরিয়ে যায়।
২ ঘণ্টা আগে১৩ সেপ্টেম্বর শনিবার, রাজধানীর লো মেরিডিয়ান হোটেলে অনুষ্ঠিত হবে গ্লোবাল ব্র্যান্ডস ও মেগাস্টার ফিলিপাইন আয়োজিত ‘মিস অ্যান্ড মিসেস এলিগ্যান্স বাংলাদেশ’। অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যা ৬টায়। সভাপতিত্ব করবেন সাংবাদিক ও মিডিয়া ব্যক্তিত্ব এবং মিস অ্যান্ড মিসেস এলিগ্যান্স বাংলাদেশের প্রধান উপদেষ্টা রাজু আলীম।
২ ঘণ্টা আগে