Ajker Patrika

নবীন শিক্ষার্থীদের বরণ করল গ্রিন ইউনিভার্সিটি

ফিচার ডেস্ক
Thumbnail image
গ্রিন ইউনিভার্সিটির নবীন শিক্ষার্থীরা। ছবি: সংগৃহীত

গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশে স্প্রিং সেমিস্টার ২০২৫-এর নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) পূর্বাচল আমেরিকান সিটির ক্যাম্পাসে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই আয়োজন সম্পন্ন হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ শরীফ উদ্দিন। প্রধান অতিথি ছিলেন ডেটাসফট ম্যানুফ্যাকচারিং অ্যান্ড অ্যাসেম্বলি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হাসান রহমান (রতন), বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. খাজা ইফতেখার উদ্দিন আহমেদ। এ ছাড়া বক্তব্য দেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ফায়জুর রহমান, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ তারিক আজিজ, টেক্সটাইল বিভাগের চেয়ারপারসন ও ডিসটিংগুইসড প্রফেসর ড. নিতাই চন্দ্র সূত্রধর, রেজিস্ট্রার ক্যাপ্টেন (নেভি) শেখ মোহাম্মদ সালাহউদ্দিন (অব.) প্রমুখ।

অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ শরীফ উদ্দিন বলেন, ‘গ্রিন ইউনিভার্সিটি শুধু একাডেমিক উৎকর্ষ অর্জন নয়, বরং উদ্ভাবন, নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতার মাধ্যমে শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করছে। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘এই যাত্রা শুধু একটি ডিগ্রি অর্জনের জন্য নয়, বরং দেশ ও সমাজে দায়িত্বশীল নাগরিক হিসেবে অবদান রাখার জন্য।’

নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হাসান রহমান (রতন) শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘জীবনকে জানতে এবং এর মূল্য বুঝতে হবে। ধৈর্য ধরে, সময় নিয়ে কাজ করলে তবেই বড় কিছু অর্জন করা সম্ভব।’

উপ-উপাচার্য অধ্যাপক ড. খাজা ইফতেখার উদ্দিন আহমেদ শিক্ষার্থীদের জানার আগ্রহ বাড়ানো এবং প্রশ্ন করার দক্ষতা অর্জন করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, আগামীর চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও যুগোপযোগী জ্ঞান অর্জন করা জরুরি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত