Ajker Patrika

৯ বছরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়

ক্যাম্পাস ডেস্ক
৯ বছরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত শাহজাদপুরে ২০১৮ সালের ১৭ এপ্রিল পাঠদান কার্যক্রম শুরু করার মধ্য দিয়ে যাত্রা হয় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের। এর আগে দেশের ৩৫তম সরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে ২০১৬ সালের ২৬ জুলাই জাতীয় সংসদে ‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ’ আইন পাস হয়। রবীন্দ্রনাথের চিন্তা ও দর্শনকে ধারণ করেই এ বিশ্ববিদ্যালয়ের পথচলা। বর্তমানে পাঁচটি বিভাগে ৮৩৪ জন শিক্ষার্থী, ২৫ জন শিক্ষক এবং ১৮০ জন কর্মকর্তা-কর্মচারী রয়েছেন। প্রতিষ্ঠার প্রায় অর্ধযুগ পেরিয়ে গেলেও বিশ্ববিদ্যালয়টির নিজস্ব ভবন নির্মিত হয়নি। ভাড়া করা ভবনে শিক্ষা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। বিশ্ববিদ্যালয়টির বর্তমান উপাচার্য হিসেবে দায়িত্বে রয়েছেন অধ্যাপক ড. মো. শাহ আজম। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত