Ajker Patrika

যুক্তরাজ্যে কমনওয়েলথ স্কলারশিপ

আবিদা সুলতানা শামীমা
Thumbnail image

বাংলাদেশিদের জন্য যুক্তরাজ্যের কমনওয়েলথ স্কলারশিপের সুযোগ। ২০২৪ সালের জন্য এই স্কলারশিপের সুযোগ দিচ্ছে দেশটি। নির্দিষ্ট শর্ত সাপেক্ষে প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। 

ক্যাটাগরি
এখানে দুই ধরনের ডিগ্রিতে স্কলারশিপের সুযোগ পাবেন প্রার্থীরা। এর মধ্যে একটি হলো এক বছরের টট মাস্টার্স (এমএস) কোর্স এবং অন্যটি হলো ডক্টরাল (পিএইচডি) ডিগ্রি। এই ডিগ্রির জন্য তিন বছর সময় দেওয়া হবে। 

যেসব বিষয়ে আবেদন করা যাবে 
এমএস বা পিএইচডিতে ছয়টি বিষয়ের জন্য দরখাস্ত আহ্বান করা হয়েছে। এগুলো হলো: 
১. সায়েন্স অ্যান্ড টেকনোলজি ফর ডেভেলপমেন্ট 
২. স্ট্রেংদেনিং হেলথ সিস্টেমস অ্যান্ড ক্যাপাসিটি 
৩. প্রোমোটিং গ্লোবাল প্রোসপারিটি 
৪. স্ট্রেংদেনিং গ্লোবাল পিস, সিকিউরিটি অ্যান্ড গভর্ন্যান্স 
৫. স্ট্রেংদেনিং রেজিলিয়েন্স অ্যান্ড রেসপন্স টু ক্রাইসিস ও 
৬. অ্যাকসেস, ইনক্লুশন অ্যান্ড অপরচুনিটি। 
প্রার্থীদের এ ছয়টি গবেষণা পরিকল্পনার ক্ষেত্রে ‘বোর্ড সাবজেক্ট’ (যে বিষয়ের ওপর প্রার্থী তাঁর প্রথম ডিগ্রি বা অনার্স বা ব্যাচেলর ডিগ্রি কিংবা শেষ ডিগ্রি মাস্টার্স করেছেন) উল্লেখ করতে হবে। 

প্রার্থীর প্রয়োজনীয় যোগ্যতা

  • মাস্টার্স প্রোগ্রামের ক্ষেত্রে প্রার্থীকে তাঁর প্রথম ডিগ্রিতে অন্তত দ্বিতীয় শ্রেণির ওপরের (২.১) অনার্স স্ট্যান্ডার্ড বা সিজিপিএ থাকতে হবে। অথবা একটি দ্বিতীয় শ্রেণির ডিগ্রি (২.২) অনার্স স্ট্যান্ডার্ড বা সিজিপিএ এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে একটি মাস্টার্স ডিগ্রি (টার্মিনাল ডিগ্রি) থাকতে হবে। পিএইচডি ডিগ্রির জন্য প্রার্থীকে তাঁর প্রথম ডিগ্রিতে অন্তত দ্বিতীয় শ্রেণির ওপরের ফল (২.১) অনার্স স্ট্যান্ডার্ড বা সিজিপিএ থাকতে হবে। অথবা একটি দ্বিতীয় শ্রেণির (২.২) অনার্স স্ট্যান্ডার্ড বা সিজিপিএসহ সংশ্লিষ্ট ক্ষেত্রে স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্ন (একটি মাস্টার্স ডিগ্রি) একই ধরনের শর্তের ডিগ্রি থাকতে হবে।
  • মাস্টার্স প্রোগ্রামে আবেদনের জন্য দেশে বা বিদেশে এমফিল বা পিএইচডি করার জন্য স্নাতকোত্তর ডিগ্রি বা সমমানের কোর্সের জন্য আরম্ভ করা হয়নি এবং এর জন্য বর্তমানে নিবন্ধন করা হয়নি—এমন প্রার্থী হতে হবে। এ ছাড়া পিএইচডিতে আবেদনের জন্য দেশে বা অন্য কোথাও পিএইচডি বা পিএইচডি করার জন্য এমফিল শুরু করা হয়নি এবং এর জন্য বর্তমানে নিবন্ধন করা হয়নি—এমন প্রার্থী হতে হবে।
  • প্রার্থীকে তাঁর আবেদন ফরম পূরণের ক্ষেত্রে অবশ্যই অর্জিত নম্বর বা জিপিএ বা সিজিপিএ উল্লেখ করতে হবে (যদি আবেদনকারীর যেকোনো ডিগ্রির ফল ডিস্টিংশন, চমৎকার, খুব ভালো, ভালো এবং উত্তীর্ণ—এ রকম থাকে, তাহলে আবেদনকারীকে অবশ্যই মোট নম্বর এবং প্রাপ্ত নম্বর শতকরাসহ ফরমে উল্লেখ করতে হবে)।
  • আবেদনকারীদের অবশ্যই আবেদনপত্রের সঙ্গে যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত শর্তহীন অফার লেটার জমা দিতে হবে। ভাষা দক্ষতা-সম্পর্কিত শর্তাধীন অফার লেটার থাকা আবেদনকারীরাই কেবল আবেদনপত্র জমা দেওয়ার যোগ্য হবেন। প্রার্থী যদি সাক্ষাৎকারের জন্য সংক্ষিপ্ত তালিকাভুক্ত হন, তবে তাঁকে অবশ্যই ইন্টারভিউ বোর্ডে ভাষা দক্ষতা সার্টিফিকেটের (যেমন আইইএলটিএস, টোফেল ইত্যাদি) একটি অনুলিপি দেখাতে এবং তা জমা দিতে হবে।
  • অসম্পূর্ণ ও ত্রুটিপূর্ণ আবেদনপত্র জমা দিলে সেটি স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে।
  • কেবল সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীরা সাক্ষাৎকারের জন্য বিবেচিত হবেন। 

আবেদনের প্রক্রিয়া
সব তথ্য (আবেদন ফরমের সফট কপি, নির্দেশনা, সংক্ষিপ্ত তালিকা, সাক্ষাৎকারের তারিখ, নির্বাচন, ফলাফল এবং প্রাসঙ্গিক সব তথ্য) ‘নোটিশ বোর্ড’ বা ‘বৃত্তি’ শিরোনামে ইউজিসি ওয়েবসাইটে (www. ugc. gov. bd) আপলোড করা হবে। আবেদনকারীকে অবশ্যই তাঁর নিজের দায়িত্বে ইউজিসি ওয়েবসাইট থেকে সংগ্রহ করতে হবে। ইউজিসির পক্ষ থেকে আবেদনকারীদের সঙ্গে কোনো যোগাযোগ করা হবে না।

সার্টিফিকেটের সত্যায়িত কপি, পরীক্ষার ফলাফলের মার্কশিট, ভাষার দক্ষতা সার্টিফিকেট (যেমন আইইএলটিএস, টোফেল ইত্যাদি) এবং এক কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি অবশ্যই আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে।

আবেদনের সময়সীমা
পূরণ করা আবেদনপত্র (হার্ড কপি) অবশ্যই ২৩ সেপ্টেম্বরের মধ্যে ‘সচিব, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, আগারগাঁও প্রশাসনিক এলাকা, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭’ বরাবর জমা দিতে হবে। জমা দেওয়ার শেষ তারিখের পরে আর কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। স্কলারশিপের নাম ও স্কলারশিপের ক্যাটাগরি খামের ওপরে উল্লেখ করতে হবে। 
সূত্র: বিজ্ঞপ্তি

অনুবাদ: আবিদা সুলতানা শামীমা 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত